অষ্টম শ্রেণি বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্ন

অষ্টম শ্রেণি বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্ন

অষ্টম শ্রেণির বাংলা বিষয় থেকে অষ্টম শ্রেণি বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রদান করা হল। এমনই আরো গুরুত্বপূর্ণ প্রশ্নের সহায়তা পেতে শিক্ষালয়ের সাথে সংযুক্ত থাকতে হবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

অষ্টম শ্রেণি বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্নঃ 

ক) অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ (১০*১=১০)

১) কখন আঁধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব?

২) “উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল”- ‘উভয় সেনাপতি’ বলতে এখানে কাদের কথা বলা হয়েছে?

৩) “রাজার প্রতি রাজার আচরণ”- বক্তা কে?

৪) “নিরস্ত হও”- কে কাকে এই নির্দেশ প্রদান করেছেন?

৫) বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল?

৬) রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল?

৭) সবুজ জামা আসলে কী?

৮) “এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা”- এখানে কোন খেলার কথা বলা হয়েছে?

৯) “এই কাব্য অদ্ভুতরকম জনপ্রিয় হয়ে উঠেছে”- কোন কাব্যের কথা বলা হয়েছে?

১০) চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন?

DOWNLOAD (PDF)

অষ্টম শ্রেণি বাংলা নোটঃ 

অষ্টম শ্রেণি বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে

click here

এই ওয়েবসাইটে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা বিষয়ের অন্তর্গত পাঠ্য বিষয়ের সাথে সাথে বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সাহিত্যের ইতিহাস, ভাষা, ভাষাবিজ্ঞান, বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস প্রভৃতি বিবিধ বিষয়ে বাংলা নোট প্রদান করা হয়েছে। নির্দিষ্ট শ্রেণি নির্বাচন করে সেই শ্রেণির অন্তর্গত বিষয়গুলি দেখা যাবে।

এছাড়াও শিক্ষালয় ওয়েবসাইটে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য রয়েছে বাংলা, ইতিহাস, ভূগোল ও রাষ্টবিজ্ঞান বিষয়ে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদানের ব্যবস্থা, বাংলা বিষয়ের সাজেশন, ভিডিও আলোচনা, গুরুত্বপূর্ণ প্রশ্নের সেট, অনলাইন কুইজ, বিবিধ বিভাগ ও আরো অনেক কিছু। শিক্ষার্থীরা ওয়েবসাইটের মেনু অপশন থেকে এই সকল বিভাগগুলি দেখতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page