একাদশ শ্রেণি বাংলা বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়

একাদশ শ্রেণি বাংলা বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়

একাদশ শ্রেণি বাংলা বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় থেকে এখানে বিবিধ নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট অপশনে টাচ বা ক্লিক করে নোটগুলি দেখতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

একাদশ শ্রেণি বাংলা বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়ঃ 

গুরুত্বপুর্ণ কিছু MCQ প্রশ্নের উত্তরঃ ১) ‘ভারতীর্থ’ কবিতাটি লিখেছেন- রবীন্দ্রনাথ ঠাকুর ২) নীহাররঞ্জন রায় ছিলেন- ঐতিহাসিক ৩) নীহাররঞ্জন রায়ের গ্রন্থটির নাম- বাঙালির ইতিহাস ৪) দৈর্ঘের নিরিখে মানুষকে ভাগ করা যায়- পাঁচভাগে ৫) নৃতাত্ত্বিকদের মতে ভারতীয় জনসমূহের প্রথম স্তর হল- নিগ্রোবটু বা নেগ্রিটো ৬) নিগ্রোবটুদের বসবাস ছিল- আন্দামান ৭) ভারতের কোল-ভিল-মুন্ডারা যে গোষ্ঠীর অন্তর্গত- আদি-অস্ত্রাল গোষ্ঠীর ৮) রাঢ়বাংলার সাঁওতালরা যে গোষ্ঠীর লোক- আদি-অস্ত্রাল ৯) বৈদিক সাহিত্যে অসুররা ছিল- আলপীয় নরগোষ্ঠীর অন্তর্গত ১০) বৈদিক সভ্যতা ও সংস্কৃতির সৃষ্টিকর্তারূপে চিহ্নিত বলা হয়- আদি নর্ডিক গোষ্ঠীকে ১১) নর্ডিক গোষ্ঠী যে ভাষাভাষীর অন্তর্গত- আর্য ১২) নর্ডিক গোষ্ঠীর লোকেরা ভারতে এসেছিল- উত্তর এশিয়া থেকে ১৩) যে নরগোষ্ঠী বেদ রচনা করেছিল- নর্ডিক গোষ্ঠী ১৪) আদি-অস্ত্রাল নরগোষ্ঠীর লোকেরা যে ভাষায় কথা বলত- অস্ট্রিক ১৫) অস্ট্রিক শব্দগুলি বাংলা শব্দভান্ডারে যে নামে পরিচিত- দেশি শব্দ ১৬) বাংলাদেশের জনসাধারণের পরিচয় যে গ্রন্থে পাওয়া যায়- বৃহদ্ধর্ম পুরাণে ১৭) অনুলোম বলতে বোঝায়- উচ্চবর্ণের পুরুষের সঙ্গে নিম্নবর্ণের মহিলার বিবাহ ১৮) প্রতিলোম বলতে বোঝায়- উচ্চবর্ণের মহিলার সঙ্গে নিম্নবর্ণের পুরুষের বিবাহ ১৯) বাংলায় ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য বংশীয় মানুষ যে গোষ্ঠীর অন্তর্গত- অ্যালপাইন   একাদশ শ্রেণি বাংলা বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় থেকে বড়ো প্রশ্নের উত্তরঃ

নৃতাত্ত্বিক পর্যায় বলতে কী বোঝ? নৃতাত্ত্বিক পর্যায় চিহ্নিতকরণের ভিত্তিগুলি কী কী?

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

একাদশ শ্রেণির জন্য গুরুত্বপূর্ণ লিঙ্কঃ

 শিল্প- সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের উত্তর দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ sikkhalaya

You cannot copy content of this page