একাদশ শ্রেণি বাংলা মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য

একাদশ শ্রেণি বাংলা মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য

একাদশ শ্রেণি বাংলা মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য থেকে এখানে বিবিধ নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট অপশনে টাচ বা ক্লিক করে নোটগুলি দেখতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

একাদশ শ্রেণি বাংলা মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্যঃ 

MCQ প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

…….আরো পড়তে এই লেখাটিতে ক্লিক/টাচ করতে হবে (Click Here to Read More)  

সাহিত্যের ইতিহাসঃ আদি ও মধ্যযুগ থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

sikkhalaya click here

সাহিত্যের ইতিহাস- মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য (বড়ো প্রশ্ন): 

১) তুর্কি আক্রমণ বাংলা সাহিত্যে কী প্রভাব বিস্তার করেছিল তা আলোচনা করো।

উঃ বখতিয়ার খলজির নেতৃত্বে তুর্কিরা ১২০৩ খ্রিষ্টাব্দে বাংলা অভিযান করে।ফলে বাংলার সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে এক অন্ধকারময়তার সৃষ্টি হয়, যার প্রভাব থেকে সাহিত্য ক্ষেত্রও মুক্ত ছিল না।তাই ১২০৩ থেকে ১৩৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যে অন্ধকারময় যুগ বলে অভিহিত করা হয়ে থাকে।

তুর্কিদের আক্রমণের যে প্রভাব বাংলা সাহিত্যে পরেছিল তা আমাদের আলোচ্য বিষয়-

১)পূর্ববর্তী ধর্মীয় সংকীর্ণতা দূর করে যে বর্গসম্মিলন ঘটেছিল তার প্রভাবে লৌকিক দেবী মনসা, চন্ডী উচ্চ বর্ণের দ্বারা পূজিতা হন।ফলত সৃষ্টি হয় কালজয়ী বিবিধ মনঙ্গলকাব্য।

২)সাধারণ মানুষকে উচ্চবণের মানুষেরা কাছে টেনে নেওয়ায় রামায়ণ, মহাভারত, ভাগবতের অনুবাদ ঘটে বাংলা সাহিত্যে।

৩)বাংলা সাহিত্যে লৌকিকতার প্রচলন ঘটে তুর্কি আক্রমণের পরবর্তি সময়কাল থেকে।

৪)তুর্কি আক্রমণের পরবর্তিকালে যে মিশ্র সংস্কৃতি চর্চার সূত্রপাত ঘটে তারই সার্থক প্রতিফলন দেখা যায় বাউল সঙ্গীতের মধ্যে।

৫)তুর্কি আক্রমণের পরবর্তিকালে বাংলায় মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় বাঙালি কবিরা বিবিধ হিন্দি ও সংস্কৃত সাহিত্যরে মৌলিক অনুবাদে সচেষ্ট হন, যা বাংলা সাহিত্যকে পরিপুষ্ট করেছে অনেকাংশেই।এই প্রসঙ্গে আমরা উল্লেখ করতে পারি পরাগল খাঁর পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বরের মহাভারত অনুবাদের কথা।

অতএব আলোচনার পরিশেষে বলা যায়, তুর্কি আক্রমণ বাংলার সমাজজীবনে অস্থিরতা সৃষ্টি করলেও, তা বাংলা সাহিত্যে এক ইতিবাচক প্রভাব বিস্তার করেছিল।

 

নিম্নে বাংলা সাহিত্যের চর্যাপদ সম্পর্কে বিষদ আলোচনার ভিডিও প্রদান করা হলোঃ

বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরঃ 

শ্রীকৃষ্ণকীর্তণ কাব্য সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

কৃত্তিবাস ওঝা ও রামায়ণ অনুবাদ সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

কাশীরাম দাস ও মহাভারত অনুবাদ সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

শ্রীকৃষ্ণবিজয় কাব্য সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

মঙ্গলকাব্য থেকে ছোট প্রশ্নের উত্তরের সমাধান।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

মঙ্গলকাব্যের নামকরণ ও বৈশিষ্ট্য আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

মনসামঙ্গল কাব্যধারার দুজন বিশিষ্ট কবি সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

চন্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা সাহিত্যে বিদ্যাপতির অন্তর্ভুক্তির কারণ আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বিদ্যাপতির পরিচয় দাও ও তাঁর কবি-প্রতিভা সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বৈষ্ণব পদ-সাহিত্যে চন্ডীদাসের অবদান আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বৈষ্ণব পদকর্তা জ্ঞানদাসের কবিপ্রতিভার পরিচয় দাও।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বৈষ্ণব পদ-সাহিত্যে গোবিন্দদাসের অবদান আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বৈষ্ণব পদ-সাহিত্যে বলরাম দাসের অবদান আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাংলা সাহিত্যে চৈতন্য প্রভাব আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

দৌলত কাজির জীবন ও কবিপ্রতিভা সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

সৈয়দ আলাওলের কবি পরিচিতি ও কবিপ্রতিভার পরিচয় দাও।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

রামপ্রসাদ সেনের কবিপ্রতিভার পরিচয় দাও।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাউল কাদের বলা হয়? লালন ফকিরের কবিপ্রতিভার পরিচয় দাও।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ sikkhalaya

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?