দশম শ্রেণি বাংলা ব্যাকরণ বাক্য

দশম শ্রেণি বাংলা ব্যাকরণ বাক্য

দশম শ্রেণি বাংলা ব্যাকরণ বাক্য থেকে এখানে কিছু গুরুত্বপূর্ণ নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই দশম শ্রেণি বাংলা ব্যাকরণ বাক্য নির্দিষ্ট নোটে টাচ/ক্লিক করে নোটগুলি দেখতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

দশম শ্রেণি বাংলা ব্যাকরণ বাক্যঃ 

১) বাক্য কাকে বলে?

উঃ অর্থযুক্ত পদসমুচ্চয় বক্তার মনোভাবকে সুস্পষ্ট ও সম্পূর্ণভাবে প্রকাশ করলে এবং শ্রোতার শ্রবণ ইচ্ছাকে পরিপূর্ণ করলে, তাকে বাক্য বলে।

যেমনঃ

আমি বই পড়তে ভালোবাসি।

২) গঠনগতভাবে বাংলা বাক্যের পরিচয় দাও।

উঃ গঠনগতভাবে বাংলা বাক্য কর্তা-কর্ম-ক্রিয়া (S-O-V)গঠনের হয়ে থাকে।

যেমনঃ

আমি ভাত খাবো।(আমি-কর্তা, ভাত-কর্ম, খাবো-ক্রিয়া)

৩) বাক্য গঠনের শর্তগুলি কী কী?

উঃ বাক্য গঠনের তিনটি শর্ত পরিলক্ষিত হয়।

যথা- আকাঙ্খা, আসক্তি ও যোগ্যতা।

৪) আকাঙ্খা কাকে বলে?

উঃ যে পদের অভাবে অন্য পদের প্রতীতি হয় না, তাকে আকাঙ্খা বলে। বাক্য বক্তার মনোভাব ও আগ্রহ প্রকাশ না করতে পারলে তা ‘আকাঙ্খা’ পূর্ণ হয় নি বলা হয়।

যেমনঃ

আমি বাজারে গিয়ে……

৫) আসক্তি কাকে বলে?

উঃ সঠিক পদগুলির পাশাপাশি বসে অর্থবোধক হয়ে ওঠাকেই বলা হয় আসক্তি।

যেমনঃ

ঘাস ছাগল খায় (বাক্য নয়)

ছাগল ঘাস খায় (বাক্য)

৬) যোগ্যতা কাকে বলে?

উঃ সংগত ও অর্থবহ বাক্যগঠনের উপযোগিতাকেই যোগ্যতা বলা হয়।

যেমনঃ

মাছ আকাশে ওড়ে (বাক্য নয়)

পাখি আকাশে ওড়ে (বাক্য)

৭) যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও।

উঃ মাছ আকাশে ওড়ে

৮) বাক্যের প্রধান অংশ কয়টি ও কী কী?

উঃ বাক্যের প্রধান অংশ দুইটি।

যথা- ক)উদ্দেশ্য খ)বিধেয়

৯) উদ্দেশ্য কাকে বলে? উদাহরণ দাও।

উঃ বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে।

যেমনঃ

অরিজিত ভালো গান করে।

১০) বিধেয় কাকে বলে? উদাহরণ দাও।

উঃ বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে।

যেমনঃ

অরিজিত ভালো গান করে।

১১) উদ্দেশ্য সম্প্রসারক বলতে কী বোঝ? উদাহরণ দাও।

উঃ বাক্যের উদ্দেশ্যের পরিচায়ক পদ বা পদসমূহকেই উদ্দেশ্যের সম্প্রসারক বলে।

যেমনঃ

অরিজিত, যে আমার পাশের বাড়িতে থাকে, ভালো গান করে।

১২) বিধেয় সম্প্রসারক বলতে কী বোঝ? উদাহরণ দাও।

উঃ বিধেয়র অর্থকে পরিস্ফুট করার জন্য যেসকল পদ বিধেয়র সাথে যুক্ত হয়, তাকে বিধেয়র সম্প্রসারক বলে।

যেমনঃ

অরিজিত ভালো গীটার বাজিয়ে গান করে।

১৩) পদবন্ধ বলতে কী বোঝ? উদাহরণ দাও।

উঃ একটি বাক্যের মধ্যে একাধিক পদ ব্যবহৃত হলেও, সব পদের সাথে সব পদের জোট হয় না। বাক্যের অন্তর্গত পদগুলির একে অপরের সাথে জোটবদ্ধ হওয়াকেই পদবন্ধ বলা হয়।

যেমনঃ

ছোট্ট বাচ্চাটি (পদবন্ধ) জোরে কাঁদছে (পদবন্ধ)।

১৪) বিশেষ্যখন্ড কাকে বলে? উদাহরণ দাও।

উঃ যে বিশেষ্যকে বাক্যের কর্তা বা উদ্দেশ্যরূপে ব্যবহার করা হয় এবং যাকে কেন্দ্র করে বাক্যটি গড়ে ওঠে, সেই বিশেষ্য ও তার জোটকে বিশেষ্যখন্ড বলে।

যেমনঃ

সব বিপদের মুশকিল-আসান তরুণদাই ক্লাবের ভরসা।

বাক্য থেকে এমনই আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করতে হবেঃ 

বাক্য পর্ব ১

বাক্য পর্ব ২

বাক্য পর্ব ৩

বাক্য পরিবর্তন পর্ব ১

বাক্য পরিবর্তন পর্ব ২

বাক্য পরিবর্তন পর্ব ৩

দশম শ্রেণি বাংলা ব্যাকরণ বাক্য থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ নোট শুধুমাত্র শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্যঃ 

বাক্য ও তার শ্রেণিবিভাগ সম্পর্কে আলোচনা (পর্ব ২)

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বাক্য ও তার শ্রেণিবিভাগ সম্পর্কে আলোচনা (পর্ব ৩)

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page