আমরা কবিতার প্রশ্ন উত্তর ।। Amra Kobitar Prosno Uttor

আমরা কবিতার প্রশ্ন উত্তর ।। Amra Kobitar Prosno Uttor

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা আমরা কবিতার প্রশ্ন উত্তর ।। Amra Kobitar Prosno Uttor প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই আমরা কবিতার প্রশ্ন উত্তর ।। Amra Kobitar Prosno Uttor অনুশীলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের পাঠ্য বিষয় সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

আমরা কবিতার প্রশ্ন উত্তর ।। Amra Kobitar Prosno Uttor: 

নবম শ্রেণি বাংলা আমরা কবিতা থেকে গুরুত্বপূর্ণ কিছু MCQ ও SAQ প্রশ্নের উত্তরঃ

১) ‘আমরা’ কবিতার কবি হলেন- সত্যেন্দ্রনাথ দত্ত

২) ‘আমরা’ কবিতাটি গৃহীত হয়েছে যে কাব্যগ্রন্থ থেকে- কুহু ও কেকা 

৩) ‘বাম হাতে যার কমলার ফুল’- এখানে কার কথা বলা হয়েছে?- বঙ্গদেশ 

৪) ‘ভালে কাঞ্চন-শৃঙ্গ-মুকুট’- ‘ভালে’ শব্দের অর্থ- কপাল

৫) বঙ্গভূমির কোল ভরা আছে- কনক ধানে

৬) বঙ্গভূমির বুক ভরা আছে- স্নেহে

৭) বঙ্গভূমির চরনে আছে- পদ্ম 

৮) আমরা যুদ্ধ করে বেঁচে আছি- বাঘের সঙ্গে 

৯) ‘আমরা হেলায় নাগেরে খেলাই’- ‘নাগ’ শব্দের অর্থ- সাপ

১০) আমাদের সেনারা যুদ্ধ করেছে- সজ্জিত চতুরঙ্গে 

১১) ‘দশানন’ কে?- রাবণ 

১২) রামচন্দ্রের রপিতামহ হলেন- মহারাজ রঘু 

১৩) ‘আমাদের ছেলে ______ লঙ্কা করিছে জয়’- বিজয়সিংহ

১৪) ‘এখাতে মোরা মগেরে রুখেছি’– ‘মগ’ বলতে বোঝায়- আরাকানের জলদস্যু 

১৫) ‘জ্ঞানের নিধান আদিবিদ্বান’- ‘আদিবিদ্বান’ হলেন- কপিলমুনি

১৬) সাংখ্যদর্শনের প্রতিষ্ঠাতা- কপিল 

১৭) গিরি তুষার ভয়ংকর পথ অতিক্রম করেছিল- অতীশ দীপঙ্কর

১৮) ‘বাংলার রবি’ বলতে বোঝায়- রবীন্দ্রনাথ ঠাকুরকে 

১৯) ‘স্থপতি মোদের স্থাপনা করেছে’- বরভূধরের ভিত্তি

২০) ‘যাদের নাম অবিনশ্বর’ তারা হলেন- বিট্‌পাল ও ধীমান 

২১) ‘আমাদের পট অক্ষয় করে রেখেছে ______’- অজন্তায়

২২) আমরা মনের দ্বার খুলে দেই- কীর্তন আর বাউল গানে

২৩) দেবতাদের আমরা জানি- আত্মীয় বলে 

২৪) ‘ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের _______’- ছায়া 

২৫) ‘বিশ্বভূপ’ শব্দের অর্থ- বিশ্বভূমি 

২৬) ‘বাঙালির হিয়া অমিয় মথিয়া’- কায়া ধরেছেন- নিমাই

২৭) ‘বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে ____’- জগৎময় 

২৮) ‘বিবেকের বাণী’ বলতে বোঝানো হয়েছে- বিবেকানন্দের কথা

২৯) বাঙালি সাধক জরের সাড়া পেয়েছে- তপের প্রভাবে

৩০) ‘ধাতা’ শব্দের অর্থ- ঈশ্বর 

৩১) কার মুখের প্রশ্ন বাঙালিরা কেড়ে নিয়েছে?- বেতালের

৩২) ‘শ্মশানের বুকে আমরা রোপণ করেছি _____’- পঞ্চবটী

৩৩) আমাদের করতলের মধ্যে ভবিষ্যতের কী লুকানো রয়েছে?- অমরতা

৩৪) ‘মুক্ত হইব দেব-ঋণে মোরা _______ তীরে’- মুক্তবেণীর 

৩৫) বাঙালির গৌরব যার আশীর্বাদে ভরে উঠবে- বিধাতার 

‘আমরা’ কবিতার SAQ প্রশ্নের উত্তরগুলি দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করো 

sikkhalaya click here

‘নবম শ্রেণি বাংলা আমরা’ কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নের উত্তরঃ 

১) ‘নিমাই ধরেছে কায়া’- নিমাই কায়া ধরেছে কীভাবে? ৩

উৎসঃ

বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি “সত্যেন্দ্রনাথ দত্ত” বিরচিত “আমরা” কবিতা থেকে প্রশ্নোক্ত অংশটি গৃহীত হয়েছে। 

ব্যাখ্যাঃ 

উধৃতাংশটির মধ্য দিয়ে শ্রীচৈতন্যদেবের ব্যক্তিত্বের স্বরূপ সুপ্রকাশিত হয়েছে। কবি ‘অমিয় মথিয়া’ শব্দবন্ধের মাধ্যমে বাঙালির হৃদয়জাত মায়া-মমতার মতো মানবিক গুণাবলীর প্রকাশ ঘটিয়েছেন; যা শ্রীচৈতন্যদেবের মধ্যে আমরা পর্যবেক্ষণ করে থাকি। তিনি সকলকে জাতপাতের উর্দ্ধে মানবরূপে ভালোবাসতে শিখিয়েছিলেন। তাই কবি বলেছেন, বাঙালির প্রেমিক সত্তাই নিমাইয়ের বাণীরূপে প্রকাশ পেয়েছে।  

আমরা কবিতার গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নের উত্তরঃ 

‘আমরা’ কবিতায় কবি সত্যেন্দ্রনাথ দত্ত বঙ্গভূমির যে, প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন-তার স্বরূপ বিশ্লেষণ করো। ৫

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

নবম শ্রেণির সকল বাংলা অধ্যায়ভিত্তিক PDF NOTE দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করো 

bangla pdf note

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?