নবম শ্রেণি বাংলাঃ শব্দ ও পদ

নবম শ্রেণি বাংলাঃ শব্দ ও পদ থেকে এখানে কিছু গুরুত্বপূর্ণ নোট প্রদান করা হলো। শিক্ষার্থীরা নির্দিষ্ট নোটে টাচ/ক্লিক করে নোটগুলি দেখতে পারবে।

নবম শ্রেণি বাংলাঃ শব্দ ও পদঃ

১) শব্দ কাকে বলে?

উঃ যখন এক বা একাধিক ধ্বনি যুক্ত হয়ে অর্থবোধক ভাষাখন্ড সৃষ্টি করে তখন তাকে শব্দ বলে।

২) পদ কাকে বলে?

উঃ যখন শব্দ বা ধাতু বিভক্তিযুক্ত হয়ে বাক্যে ব্যবহারের উপযুক্ত হয়ে ওঠে তখন তাকে পদ বলে।

৩) নাম পদ কাকে বলে?

উঃ শব্দের সাথে ধাতুবিভক্তি যুক্ত হলে সেই পদকে নামপদ বলে। নামপদ চার প্রকার। যথাঃ বিশেষ্য, সর্বনাম, বিশেষণ ও অব্যয়।

৪) ক্রিয়াপদ বলতে কী বোঝ?

উঃ যেসব পদের সাহায্যে কোন কাজ করা বোঝায়, তাদের ক্রিয়া পদ বলে।

যেমনঃ করা, খাওয়া, বলা, যাওয়া ইত্যাদি।

৫) ধাতু কাকে বলে?

উঃ ক্রিয়াপদের বিভক্তিহীন মূল অংশ হলো ধাতু।

৬) বিভক্তি কাকে বলে?

উঃ যে ধ্বনি বা ধ্বনি গুচ্ছ ধাতু বা শব্দের সাথে যুক্ত হয়ে পদ গঠন করে তাদের বিভক্তি বলে।

বিভক্তি তিন প্রকার। যথাঃ শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি ও তির্যক বিভক্তি।

৭) শব্দ বিভক্তি কাকে বলে?

উঃ যে বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে নামপদে পরিনত করে তাদের শব্দ বিভক্তি বলে।

যেমনঃ অ, এ, কে, ইত্যাদি।

৮) ধাতু বিভক্তি কাকে বলে?

উঃ যে বিভক্তি ধাতুর সাথে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে থাকে তাকে ধাতু বিভক্তি বলে।

যেমনঃ অ, ও, এ, এন ইত্যাদি।

৯) তির্যক বিভক্তি কাকে বলে?

উঃ যে বিভক্তি সকল কারকে ব্যবহৃত হয়, তাকে তির্যক বিভক্তি বলা হয়ে থাকে।

যেমনঃ এ বিভক্তি।

১০) সমন্ধ পদের সঙ্গে কোন কোন বিভক্তি যুক্ত হয়?

উঃ সম্মন্ধ পদের সাথে র, এর প্রভৃতি বিভক্তি যুক্ত হয়।

শব্দ ও পদঃ  

১)শব্দ কাকে বলে?

উঃ যখন এক বা একাধিক ধ্বনি যুক্ত হয়ে অর্থবোধক ভাষাখন্ড সৃষ্টি করে তখন তাকে শব্দ বলে।

২) পদ কাকে বলে?

উঃ যখন শব্দ বা ধাতু বিভক্তিযুক্ত হয়ে বাক্যে ব্যবহারের উপযুক্ত হয়ে ওঠে তখন তাকে পদ বলে।

৩) নাম পদ কাকে বলে?

উঃ শব্দের সাথে ধাতুবিভক্তি যুক্ত হলে সেই পদকে নামপদ বলে।

      নামপদ চার প্রকার। যথাঃ বিশেষ্য, সর্বনাম, বিশেষণ ও অব্যয়।

৪) ক্রিয়াপদ বলতে কী বোঝ?

উঃ যেসব পদের সাহায্যে কোন কাজ করা বোঝায়, তাদের ক্রিয়া পদ বলে।

      যেমনঃ করা, খাওয়া, বলা, যাওয়া ইত্যাদি।

৫) ধাতু কাকে বলে?

উঃ ক্রিয়াপদের বিভক্তিহীন মূল অংশ হলো ধাতু। 

bengali mock test

 

৬) বিভক্তি কাকে বলে?

উঃ যে ধ্বনি বা ধ্বনি গুচ্ছ ধাতু বা শব্দের সাথে যুক্ত হয়ে পদ গঠন করে তাদের বিভক্তি বলে।

      বিভক্তি তিন প্রকার। যথাঃ শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি ও তির্যক বিভক্তি।

৭) শব্দ বিভক্তি কাকে বলে?

উঃ যে বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে নামপদে পরিনত করে তাদের শব্দ বিভক্তি বলে।

      যেমনঃ অ, এ, কে, ইত্যাদি।

৮) ধাতু বিভক্তি কাকে বলে?

উঃ যে বিভক্তি ধাতুর সাথে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে থাকে তাকে ধাতু বিভক্তি বলে।

      যেমনঃ অ, ও, এ, এন ইত্যাদি।

৯) তির্যক বিভক্তি কাকে বলে?
উঃ যে বিভক্তি সকল কারকে ব্যবহৃত হয়, তাকে তির্যক বিভক্তি বলা হয়ে থাকে।

      যেমনঃ এ বিভক্তি।

১০) সমন্ধ পদের সঙ্গে কোন কোন বিভক্তি যুক্ত হয়?

উঃ সম্মন্ধ পদের সাথে র, এর প্রভৃতি বিভক্তি যুক্ত হয়।

sikkhalaya youtube

শব্দ ও পদ থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর PDF আকারে নিম্নে প্রদান করা হলো। এই আলোচনাগুলি শিক্ষালয় ওয়েবসাইটের বাংলা ব্যাকরণ বিভাগে প্রদান করা হয়েছে, যা সকল শিক্ষার্থীরা বিনামূল্যে দেখতে পারবে। 

বিশেষ্য পদ ও তার শ্রেণিবিভাগ সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

সর্বনাম পদ ও তার শ্রেণিবিভাগ সম্পর্কে আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বিশেষণ পদ ও তার শ্রেণিবিভাগ সম্পর্কে আলোচনা করো (পর্ব ১)

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

বিশেষণ পদ ও তার শ্রেণিবিভাগ সম্পর্কে আলোচনা করো (পর্ব ২)

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

অব্যয় পদ ও তার শ্রেণিবিভাগ সম্পর্কে আলোচনা করো (পর্ব ১)

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

অব্যয় পদ ও তার শ্রেণিবিভাগ সম্পর্কে আলোচনা করো (পর্ব ২)

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

অব্যয় পদ ও তার শ্রেণিবিভাগ সম্পর্কে আলোচনা করো (পর্ব ৩)

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

ক্রিয়াপদ ও তার শ্রেণিবিভাগ সম্পর্কে আলোচনা করো। (পর্ব ১)

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

ক্রিয়াপদ ও তার শ্রেণিবিভাগ সম্পর্কে আলোচনা করো। (পর্ব ২)

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

ক্রিয়ার কালঃ বর্তমান কাল ও তার শ্রেণিবিভাগ

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

ক্রিয়ার কালঃ অতীত কাল ও তার শ্রেণিবিভাগ

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

ক্রিয়ার কালঃ ভবিষ্যৎ কাল ও তার শ্রেণিবিভাগ

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

ক্রিয়ার ভাব সম্পর্কে আলোচনা

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?