ভাঙার গান কবিতার প্রশ্ন উত্তর ।। Vangar Gaan Kobitar Prosno Uttor

ভাঙার গান কবিতার প্রশ্ন উত্তর ।। Vangar Gaan Kobitar Prosno Uttor

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণি বাংলা ভাঙার গান কবিতার প্রশ্ন উত্তর ।। Vangar Gaan Kobitar Prosno Uttor প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই ভাঙার গান কবিতার প্রশ্ন উত্তর ।। Vangar Gaan Kobitar Prosno Uttor অনুশীলনের মধ্য দিয়ে তাদের পাঠ্য বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

নবম শ্রেণি বাংলা ভাঙার গান কবিতার বিষয়বস্তু শিক্ষার্থীদের সুবিধার্থে নিম্নে প্রদান করা হলোঃ 

 ‘নবম শ্রেণি বাংলা ভাঙার গান’ কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ MCQ ও SAQ প্রশ্নের উত্তর প্রদান করা হলোঃ

১)  কাজী নজরুল ইসলামকে বলা হয়- বিদ্রোহী কবি

২) ‘ভাঙার গান’ কবিতাটির রচনাকাল- ১৯২২ খ্রিঃ

৩) ‘ভাঙার গান’ কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে- ভাঙার গান

৪) যে নেতার বন্দিদশায় কবি ‘ভাঙার গান’ কবিতাটি রচনা করেন- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ 

৫) ‘ভাঙার গান’ যে চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে- জীবন থেকে নেওয়া

৬) ‘কারা’ বলতে বোঝায়- জেলখানা 

৭) ‘লৌহ-কপাট’ বলতে বোঝায়- লোহার দরজা

৮) শিকল পূজার পাষাণ বেদিতে জমাট বেঁধে আছে- রক্ত 

৯) “ওরে ও ________ ঈষাণ”- তরুণ 

১০) ‘বিষাণ’ শব্দটির অর্থ হল- শিঙা 

১১) ‘নিশান’ শব্দের অর্থ হল- পতাকা 

১২) বাজনা বাজবে- গাজনের 

১৩) গাজন অনুষ্ঠিত হয় যে মাসে- চৈত্র 

১৪) যার ফাঁসির কথা শুনে কবির হাসি পায়- ভগবান 

১৫) পাগলা ভোলাকে যা দিতে বলা হয়েছে- প্রলয় দোলা 

১৬) “মার হাঁক”- কেমন ‘হাঁক’?- হৈদরী 

১৭) হৈদরী হাঁক হলো- উচ্চস্বরে ডাক 

১৮) মৃত্যুকে ডাকবে- জীবন পানে 

১৯) “নাচে ওই ______”- কাল- বোশেখি 

২০) তালা যেভাবে ভাঙতে বলা হয়েছে- লাথি মেরে 

 ‘ভাঙার গান’ কবিতা থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

‘নবম শ্রেণি বাংলা ভাঙার গান’ কবিতা থেকে বড়ো প্রশ্নের উত্তরঃ 

১) “ওরে ও পাগলা ভোলা”- কবি কাদের কেন ‘পাগলা ভোলা’ বলেছেন? তাদের উদ্দেশ্যে কবির বার্তা কী? ২+৩=৫

উৎসঃ

বিদ্রোহী কবি “কাজী নজরুল ইসলাম” রচিত “ভাঙার গান” গ্রন্থের “ভাঙার গান” কবিতাটি কবি রচনা করেন ১৯২১ খ্রিঃ ডিসেম্বর মাসে।

যাদের পাগলা ভোলা বলা হয়েছেঃ

বিদ্রোহী কবি ইংরেজদের কারাগারে বন্দি বিপ্লবীদের প্রশ্নোক্ত অংশে ‘পাগলা ভোলা’ বলে সম্বোধিত করেছেন।

পাগলা ভোলা বলার কারণঃ

মহাদেব শিব ‘পাগলা ভোলা’ নামে পরিচিত। ধ্বংসের মাধ্যমে নতুনের সৃষ্টিকারী প্রলয়ংকর শিবের শক্তিতে কবি ইংরেজদের বন্দিশালায় আবদ্ধ বিপ্লবীদের উদবুদ্ধ হবার আহ্বান জানিয়েছেন। দেবাদিদেব মহাদেবের মতোই তরুণ বিপ্লবীরা পরাধীনতার শৃঙ্খলের আগল ভেঙে দিয়ে স্বাধীনতার নব সূর্যদ্বয় ঘটাবে বলেই কবি প্রশ্নোক্ত উপমাটির সার্থক ব্যবহার করেছেন।

কবির বার্তাঃ

কারাগারের লৌহকপাট ভেঙে ফেলে বন্দি বিপ্লবীদের দেশমাতার মুক্তিযুদ্ধে এগিয়ে আসতে উদবুদ্ধ করেছেন কবি-

“কারার ওই লৌহ-কপাট

ভেঙে ফেল, কররে লোপাট”

বন্দি বিপ্লবীদের ‘পাগলা ভোলা’ সম্বোধন করে কবি তাদের প্রলয় দোলার মাধ্যমে কারাগারের গারদগুলো হ্যাঁচকা টানে ভেঙে ফেলতে বলেছেন। আর তরুণ বিপ্লবীদের ‘হৈদরী হাঁক’ দিয়ে যুদ্ধের আবহে মৃত্যুকে জীবনপানে ডেকে আনার আহ্বান জানিয়েছেন কবি।

নবম শ্রেণি বাংলা ভাঙার গান কবিতা থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরঃ 

‘ভাঙার গান’ কবিতায় কবির অকৃত্রিম স্বদেশপ্রীতির প্রকাশ কীভাবে ঘটেছে, তা আলোচনা করো।

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

‘মার হাঁক হৈদরী হাঁক/কাঁধে নে দুন্দুভি ঢাক/ডাক ওরে ডাক/মৃত্যুকে ডাক জীবন পানে!’- ‘হৈদরী হাঁক’ এবং ‘দুন্দুভি ঢাক’-এর প্রসঙ্গ এসেছে কেন? মৃত্যুকে জীবন পানে ডাকার তাৎপর্য কী? ৩+২

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

“নাচে ওই কাল-বোশেখি/কাটাবি কাল বসে কি?”- ‘কাল-বোশেখি’শব্দটি এখানে কোন তাৎপর্যে ব্যবহৃত হয়েছে? ‘কাল-বোশেখি’ যখন নৃত্যরত তখন কবির মতে কী করণীয় হওয়া উচিৎ? ২+৩ 

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

“আগুন জ্বালা, ফেল উপাড়ি”- কবির এই দ্বংসাত্মক আহ্বান কাদের উদ্দেশ্যে ও কেন? 

উত্তর জানতে এখানে টাচ/ক্লিক করতে হবে

নবম শ্রেণির সকল বাংলা অধ্যায়ভিত্তিক PDF NOTE দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করো 

bangla pdf note

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?