সপ্তম শ্রেণির বাংলা অ্যাক্টিভিটি টাস্ক থেকে একটি গুরুত্বপূর্ণ মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর রূপে এই চিঠিটি শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হলো।
প্রতি,
ব্লক উন্নয়ন আধিকারিক,
হলদিবাড়ি, কুচবিহার
বিষয় – পাঠাগার স্থাপনের জন্য আবেদনপত্র
মহাশয়,
যথাযথ শ্রদ্ধা ও নম্রতার সাথে সমগ্র হলদিবাড়িবাসীর পক্ষ থেকে আমি আপনাকে জানাতে চাই যে, আমাদের অঞ্চলে প্রায় তিরিশ হাজার লোক বসবাস করেন। স্বাধীনতার পরবর্তি সময় থেকে আমাদের অঞ্চল শিক্ষা সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞান চর্চায় কৃতিত্বের সাক্ষ্য রেখে চলেছে।
কিন্তু দুঃখের বিষয় এই যে, আমাদের এই অঞ্চলে কোন পাঠাগার নেই। পূর্বে একটি পাঠাগার ছিলো, তবে দীর্ঘদিন ধরে তা বন্ধ হয়ে রয়েছে। আমাদের এই অঞ্চলে একটি পাঠাগার স্থাপনের ব্যবস্থা করা হলে এখানকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা খুবই উপকৃত হবে।
অতএব মহাশয়ের কাছে আমার বিনীত অনুরোধ যে, আপনি এই বিষয়ে অনুগ্রহপূর্বক দ্রুত সদর্থক ভূমিকা গ্রহণ করুন।
তাং- ২৬.১১.২০২১
হলদিবাড়ি ধন্যবদান্তে
অনুপম ধর ও অন্যান্য অঞ্চল নিবাসীগণ