দ্বাদশ শ্রেণি বাংলাঃ রূপতত্ত্ব MCQ & SAQ

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণি বাংলা ভাষাঃ রূপতত্ত্ব MCQ & SAQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। 

ক) রূপতত্ত্ব থেকে কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলোঃ 

১) অর্থ না বদলে যখন রূপের বৈচিত্র এখা যায়, তখন সেই বৈচিত্রগুলোকে বলে- সহরূপ

২) রূপমূল হল- ভাষার ক্ষুদ্রতম একক

৩) রূপমূল পরিবারে রূপের বিকল্প হল- সহরূপ

৪) শব্দের গঠন ওবৈচিত্র নিয়ে ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়- রূপতত্ত্ব 

৫) রূপবৈচিত্র নেই সাধারণত- অব্যয়ের 

৬) এক বা একাধিক ধ্বনিমূলের সাহায্যে গঠিত অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক হল- রূপিম

৭) ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়- দুই প্রকার 

৮) বাক্যে ব্যবহৃত পদগুলির সঙ্গে যুক্ত হয়ে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে- বিভক্তি 

৯) যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থের পরিবর্তন ঘটায় তাকে বলে- উপসর্গ

১০) যে সকল রূপমূলের অর্থ অভিধান ঘেঁটে বের করা হয় তাদের বলে- আভিধানিক রূপমূল

bengali mock test

১১) রূপের মিশ্রণকে বলা হয়- জোড়কলম শব্দ

১২) “ধোঁইয়া আর কুয়াশা  মিলে হয় ধোঁয়াশা” এটি হল- জোড়কলম রূপমূল 

১৩) পদগঠনের যে প্রকৃয়ায় এক বা একাধিক পদ একত্রে বসে একটি বড়ো পদের জন্ম দেয়, সেই গঠনপ্রকৃয়ায় নাম- সমাস 

১৪) পদ্গঠনের চরিত্র অনুসারে সমাস- তিন প্রকার

১৫) একই পদ পাশাপাশি দুবার বসার প্রকৃয়াকে বলে- পদদ্বৈত 

১৬) ‘চুপ-চাপ’ শব্দটি যে শ্রেণির- অনুকার পদগঠন

১৭) ‘ফোন’ শব্দটি হল- ক্লিপিংস-এর উদাহরণ 

১৮) একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে যখন একটি শব্দ তৈরি করা হয়, তখন তাকে বলে- অ্যাক্রোনিম 

১৯) ‘BBC’ হল- মুন্ডমাল শব্দ 

২০) যখন কোনো শব্দ এক পদ থেকে অন্য পদে পরিবর্তিত হয়ে চেহারার কোনো পরিবর্তন ঘটে, সেই প্রকৃয়ার নাম- বর্গান্তর 

ভাষা থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে 

 রূপতত্ত্ব থেকে কিছু গুরুত্বপূর্ণ SAQ প্রশ্নের উত্তর দেখতে নীচের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবেঃ 

sikkhalaya click here

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোটিফিকেশন পেতে সাইন আপ করো News Letter বিভাগে। 

sikkhalaya

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?