সপ্তম শ্রেণি ভূগোল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি ২০২২

Class Seven Geography Model Activity Task 

January, 2022 

সপ্তম শ্রেণি ভূগোল অ্যাক্টিভিটি টাস্ক

জানুয়ারি, ২০২২

 

করোনা পরিস্থিতিতে যখন দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ তখন শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন শিক্ষা গ্রহণ অব্যাহত রাখতে স্কুল শিক্ষা দপ্তর থেকে  নতুনভাবে ২০২২ শিক্ষাবর্ষে তাদের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্কের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি খাতায় লিখে তাদের বিদ্যালয়ের নির্দেশানুসারে নিজস্ব বিদ্যালয়ে জমা করতে হবে।

শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলির সমাধানের সুবিধার্থে সহায়তা প্রদান করা হলো।

 

১) বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখােঃ ১*৩=৩  

১.১) অধিবর্ষের বছরটি হলাে- ক) ১৯৯৬ 

১.২) তােমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছােটো হবে- গ) দুপুর ১২ টা

১.৩) যে তারিখে মহাবিষুব হয় সেটি হলাে- খ) ২১ মার্চ  

২.১) বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখােঃ ১*২ = ২ 

২.১.১) ২২শে ডিসেম্বর পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান হয়।

উত্তরঃ ভুল  

২.১.২) আমাদের দেশে যখন শরৎকাল, দক্ষিণ গােলার্ধে তখন বসন্তকাল।  

উত্তরঃ ঠিক

 

সপ্তম শ্রেণি বাংলা অ্যাক্টিভিটি টাস্কের উত্তর দেখতে ক্লিক/টাচ করো নিম্নের লিঙ্কে 

class eight model activity task bengali 2022 সপ্তম শ্রেণি বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

২.২) একটি বা দুটি শব্দে উত্তর দাওঃ ১*৩ = ৩ 

২.১.১) যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তার নাম লেখাে। 

উত্তরঃ পৃথিবীর অক্ষ 

২.২.২) ‘বিষুব’ কথাটির অর্থ কী?

উত্তরঃ দিন ও রাত্রি 

২.২.৩) কোন মাসে পৃথিবী সূর্যের সবথেকে কাছে অবস্থান করে?  

উত্তরঃ জানুয়ারি মাসে 

 

সপ্তম শ্রেণি ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর দেখতে ক্লিক/টাচ করো নিম্নের লিঙ্কে 

class seven history model activity task january 2022 ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক 

 

৩) নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২*২=৪ 

৩.১) সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান হয় না কেন? 

উত্তরঃ উপবৃত্তাকার কক্ষপথের একটা ফোকাসে সূর্য অবস্থান করে। এইকারণে পৃথিবীর সূর্য প্রদক্ষিণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না। একসময়ে পৃথিবী সূর্যের বেশি কাছে আসে আবার একসময় দূরে চলে যায়। তাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বদা সমান হয় না। 

৩.২) পৃথিবীর পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি কেন? 

উত্তরঃ পৃথিবী সূর্যকে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ডে একবার প্রদক্ষিণ করে।  পরিক্রমণ গতির সময়কে ৩৬৫ দিন ধরে সৌর বছর গণনা করা হয় বলেই একে ‘বার্ষিক গতি’ বলে। 

 

CLASS SEVEN BENGALI MCQ MOCK TEST

সপ্তম শ্রেণি বাংলা MCQ মক টেষ্ট 

 

৪) নীচের প্রশ্নটির উত্তর দাওঃ ৩*১ = ৩  

অপসূর ও অনুসূরের মধ্যে পার্থক্য লেখাে। 

উত্তরঃ 

পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে যে পার্থক্যগুলি পরিলক্ষিত হয় তা নিম্নরূপ-  

৪ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়। একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। ৩রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলা হয়। 

অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় প্রায় ১৫ কোটি ২০ লক্ষ কিমি। কিন্তু অনুসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ কিমি। 

sikkhalayaশিক্ষালয়ের শিক্ষাজগতে স্বাগত 

৫) নীচের প্রশ্নটির উত্তর দাওঃ  ৫*১ = ৫ 

চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও।

উত্তরঃ 

যখন পৃথিবীর উত্তর গােলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে, তখন উত্তর গােলার্ধে ক্রমশ দিন বড়াে আর রাত ছােট হতে থাকে। উত্তর গােলার্ধে সূর্য রশ্মি লম্বভাবে পড়ে বলে সূর্যের তাপও প্রবল হয়। তাই এই সময় উত্তর গােলার্ধে গ্রীষ্মকাল হয়। আর দক্ষিণ গােলার্ধে সূর্য রশ্মি তীর্যকভাবে পড়ে বলে সেখানে দিন ছোট ও রাত্রি বড়ো হয়ে থাকে। ফলে এই সময় দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়। 

বাংলার ঋতুচক্র ঋতুচক্রের এই ছবিটি খাতায় আঁকবে

 

অপরদিকে যখন দক্ষিণ গােলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে তখন সেখানে সূর্য রশ্মি লম্ব ভাবে পড়ে বলে দিন বড়ো ও রাত ছোট হতে থাকে। কিন্তু বিপরীতে উত্তর গােলার্ধে তখন সূর্য রশ্মি বাঁকা ভাবে পড়ায় ক্রমশ দিন ছােট আর রাত বড় হতে থাকে।   

উত্তর ও দক্ষিণ গোলার্ধের এই বিপরীত দিন-রাতের অবস্থানের কারণেই উত্তর ও দক্ষিণ গোলার্ধে শরৎ ও বসন্তকালের মধ্যেও বিপরীত সম্পর্ক পরিলক্ষিত হয়ে থাকে। 

এভাবেই পৃথিবীতে পর্যায়ক্রমে ঋতুচক্র সংঘটিত হয়ে থাকে।  

 

পঞ্চম থেকে দশম শ্রেণির সকল অ্যাক্টিভিটি টাস্কের জন্য ক্লিক/টাচ করো নিম্নের লিঙ্কে 

model activity task january 2022মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২২

 


শিক্ষার্থীরা নিম্নে প্রদান করা লিংকগুলি থেকে তাদের নির্দিষ্ট শ্রেণির বিষয় ও অধ্যায়ভিত্তিক আলোচনা, নোট, ভিডিও, প্রশ্নসম্ভার, মক টেষ্ট প্রভৃতি সকল প্রকার শিক্ষামূলক সুবিধাগুলি গ্রহণ করতে পারবে। 

 


শিক্ষালয়ে নাম নথিভুক্ত করতে নিম্নের অ্যাডমিশন ফর্ম লেখাটিতে ক্লিক/টাচ করতে হবে

ADMISSION FORM

sikkhalaya.in

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?