মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে ভূগোল বিষয়ে মাধ্যমিক ভূগোলঃ প্রথম অধ্যায় থেকে গুরুত্বপুর্ণ কিছু প্রশ্নের একটি প্রশ্নপত্রের সেট প্রদান করা হলো। শিক্ষার্থীরা বাড়িতে বসে এই প্রশ্নগুলির সমাধানের মধ্য দিয়ে তাদের মাধ্যমিক পরীক্ষার ভূগোল বিষয়ের যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে সমর্থ হবে।
মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায়ে তোমাদের বায়ু, নদী ও হিমবাহের কার্যের ফলে গঠিত ভূমিরূপসমূহের সম্পর্কে পড়তে হবে। এই অধ্যায়ের বড়ো প্রশ্নগুলির উত্তর করার সময় চিত্র অঙ্কন করা তোমাদের জন্য একান্ত আবশ্যক। সময় ধরে নিম্নের প্রশ্নগুলির উত্তর করে তোমরা উত্তরপত্র নিম্নের লিঙ্কের মাধ্যমে শিক্ষালয়ের কাছে পাঠাতেও পারবে। শিক্ষালয়ের পক্ষ থেকে তোমাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
A) সঠিক উত্তর নির্বাচন করোঃ ১১*১=১১
১) কোন্ প্রকৃয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয়– ক) আরোহণ খ) পাতসংস্থান গ) অধঃক্ষেপন ঘ) পর্যায়ন
২) নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় যে এককে– ক) কিউসেক খ) মিলিবার গ) নট্ ঘ) কিলোমিটার
৩) দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলে– ক) দোয়াব খ) ধারণ অববাহিকা গ) অববাহিকা ঘ) বদ্বীপ
৪) পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোন্ নদীতে দেখা যায়?- ক) নীলনদ খ) আমাজন গ) গঙ্গা–ব্রহ্মপুত্র ঘ) মিসিসিপি–মিসৌরি
৫) পাখির পায়ের পাতার মতো দেখতে বদ্বীপ হল– ক) মিসিসিপি নদীর বদ্বীপ খ) নীলনদ নদীর বদ্বীপ গ) গঙ্গানদীর বদ্বীপ ঘ) রাইন নদীর বদ্বীপ
৬) ভারতের দীর্ঘতম হিমবাহ হল– ক) গঙ্গোত্রী খ) সিয়াচেন গ) বিয়াফো ঘ) জেমু
৭) হিমবাহ উপত্যকার আকৃতি হল– ক) I খ) V গ) U ঘ) S
৮) দুটি করির মধ্যবর্তী অংশ যে নামে পরিচিত– ক) এরিটি খ) এস্কার গ) ড্রামলিন ঘ) কেম
৯) বায়ুর গতিপথে উলম্বভাবে অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে বলে– ক) সিফ্ খ) বার্খান গ) অধিবৃত্তিয় ঘ) পেডিমেন্ট
১০) মরুভূমির শুষ্ক নদীখাতকে বলে– ক) বোলসন খ) ওয়াদি গ) বাজাদা ঘ) ধান্দ
১১) কালাহারি যে মহাদেশের মরুভূমি– ক) উত্তর আমেরিকা খ) আফ্রিকা গ) দক্ষিণ আমেরিকা ঘ) এশিয়া
B) দু–এক কথায় উত্তর দাওঃ ১০*১=১০
১) অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল কী নামে পরিচিত?
২) জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে কী বলে?
৩) বিন্দুবার কী?
৪) করি ভূমিরূপকে ফ্রান্সে কী বলে?
৫) যে কাল্পনিক সিমারেখার উপর সারাবছর বরফ জমে থাকে, তাকে কী বলে?
৬) বায়ু কী কী প্রকৃয়ায় সঞ্চয়কাজ করে?
৭) কোন্ জলবায়ুতে বায়ুর কার্য বেশিমাত্রায় ক্রিয়াশীল?
৮) ক্র্যাগের পশ্চাতের ভূমিরূপটির নাম কী?
৯) কোন নদীর নাম অনুসারে মিয়েন্ডার ভূমিরূপের নামকরণ করা হয়েছে?
১০) পৃথিবীর বৃহত্তম কোন্ নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে নি?
C) সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোন ৫টি): ৫*২=১০
১) ‘ষষ্ঠ–ঘাত’-এর সূত্র কী?
২) নদীর ধারণ অববাহিকা বলতে কী বোঝ?
৩) হিমশৈল কাকে বলে?
৪) প্লায়া কাকে বলে?
৫) আর্গ কী?
৬) জলচক্র কাকে বলে?
D) সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী উত্তর দাও (যে কোন ৩টি): ৩*৩=৯
১) চিত্রসহ অশ্বক্ষুরাকৃতি হ্রদের উৎপত্তি লেখো।
২) হিমবাহ উপত্যকার আকৃতি U আকৃতির হয় কেন?
৩) বায়ুর ক্ষয়কাজের পদ্ধতিগুলির পরিচয় দাও।
৪) কী কী কারণে মরুভূমির সম্প্রসারণ ঘটে?
E) রচনাধর্মী উত্তর দাওঃ ২*৫=১০
১) নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো।
অথবা, নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো।
২) বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো।
অথবা, বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো।