প্রকাশিত হলো “ছড়ার দেশে-ত্রিজিতা মজুমদার”। শিক্ষালয় ওয়েবসাইটের “বিবিধ” বিভাগ থেকে যে ছড়া, কবিতা, প্রবন্ধ, ছোটগল্প, ভ্রমণবৃত্তান্ত, সাহিত্য সমালোচনা বিষয়ক প্রবন্ধ বা হাতে আঁকা ছবির কোলাজ কিম্বা নিজের শিক্ষামূলক ইউটিউব চ্যানেলের ভিডিও প্রভৃতি প্রকাশের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেই উদ্যোগে অংশগ্রহণ করেছে সপ্তম শ্রেণির ছাত্রী ত্রিজিতা মজুমদার। তার লেখা তিনটি ছড়া শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে আজ প্রকাশ করা হলো।
ছড়ার দেশে ত্রিজিতা মজুমদার
ফুঁটফুঁটে জোছনায়
ফুঁটফুঁটে জোছনায়,
চাঁদ মামা হাসে।
তা দেখে খুকুমণি,
তা ধিনা ধিন নাচে।
বাস বনে শিয়াল ডাকে
হুক্কা হুয়া বলে।
মেঘের সাথে চাঁদের বুড়ি,
লুকো চুড়ি খেলে।
© ত্রিজিতা মজুমদার
পশুর ডাক
হালুম! হালুম! ভো! ভো! ভো!
ঘ্যাঙোর! ঘ্যাঙোর! কেঁকোড় কোঁ!
ঝাপিয়ে গেছে মাছরাঙা,
জলের ওপড় দিয়ে।
টাপুর টুপুর বৃষ্টি পড়ে,
নদীগুলি জলে ভরে
ছোট্টো মেয়ে নুপুর পায়ে
জলের ওপর নেচে চলে।
© ত্রিজিতা মজুমদার
আমাদের মহাকাশ
আকাশভরা তারাগুলো,
কতই না বিচিত্র!
ছোট্টো বড়ো নীলচে হলদে,
বিভিন্ন রঙে উজ্জ্বলিত।
কতশত বড়ো তারা,
আর ছোটো ছোটো গ্রহ,
এই সুন্দর জগৎ আমাদের
অনেক গ্রহে তারায় আলোকিত।
© ত্রিজিতা মজুমদার