উচ্চমাধ্যমিক বাংলা

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়িতে বসে অনুশীলনের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রদান করা হলো। এই প্রশ্নগুলো তমাদের আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্যও খুবই গুরুত্বপূর্ণ। তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রশ্নগুলির উত্তর খাতায় লেখার অভ্যাস করলে উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষায় বিশেষভাবে উপকৃত হবে। 

 

১) অনধিক ১৫০ শব্দে যে-কোনা একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১ = ৫

 

১.১) ‘সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে।’ – ‘ওরা’ বলতে কাদের বোঝানো হয়েছে ? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? ‘সে’ কে? বুঝতে পেরে সে কী করেছিল? ১+১+১+২

 

১.১) ভারতবর্ষ গল্প কীরূপে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাবাহক হয়ে উঠেছে তা গল্প অবলম্বনে আলোচনা করো।  ৫ 

 

 

২) অনধিক ১৫০ শব্দে যে-কোনা একটি প্রশ্নের উত্তর দাও: ৫x১= ৫

 

২.১) ‘অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক’ – এখানে কোন্ মানুষদের কথা বলা হয়েছে ? তারা অবসন্ন কেন ? ‘ধুলোর কলঙ্ক’ বলতে কবি কী বুঝিয়েছেন। ১+২ +২ 

 

২.২) ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন তা বুঝিয়ে দাও। ৫   

 

৩) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫x১ =৫

 

৩.১) ‘এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম।” – এমনি সময়’ বলতে কোন্ পরিস্থিতির কথা বলা হয়েছে? সাহেবের নাম কী? তিনি কী লিখেছিলেন? ২+১+২

 

৩.২) ‘নানা রঙের দিন’ নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে, তা নিজের ভাষায় লেখো। নাটকটির নামকরণ কতখানি সার্থক — তা আলোচনা করো। ২ + ৩

 

৪) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫ x১ = ৫

 

৪.১) ‘স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর কেউ কাঁদেনি?” উদ্ধৃতাংশটি যে কবিতার অন্তর্গত, সেই কবিতায় আর কোন্ কোন্ শাসকের নাম আছে? ফিলিপ কেঁদেছিলেন কেন? “আর কেউ কাদেনি?”- বলতে বক্তা কী বোঝাতে চেয়েছেন? ২ + ১ + ২

 

৪.২) ‘হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল।’ – তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কী করতে হয়েছিল? তার তেষ্টা শেষ অবধি কীভাবে মিটেছিল?

 

৫) অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫ × ১ = ৫

 

৫.১) ‘এত ফসল, এত প্রাচুর্য – তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই।’- মানুষগুলোর জীবনযাত্রার পরিচয় দাও। তাদের জীবনে শান্তি নেই কেন? ৩+২

 

৫.২) “মেঘের গায়ে জেলখানা” রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবনকাহিনি বর্ণনা করো। ৩ + ২

 

৬) অনধিক ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫ × ১ = ৫

 

৬.১ উদাহরণসহ ধ্বনিমূল’ ও ‘সহধ্বনি’-র সম্পর্ক বুঝিয়ে দাও।  ৫  

 

৬.২) শৈলী কি? শৈলীবিজ্ঞান বলতে কি বোঝো? ২+৩ 

 

৭) অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫ × ২ = ১০

 

৭.১) বাঙালির বিজ্ঞান-সাধনায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান আলোচনা করো। ৫

 

৭.২) ‘পট’ বলতে কী বোঝানো হয়? এই শিল্পধারাটির একটি পরিচয়মূলক বিবৃতি প্রস্তুত করো। ৫ 

 

শিক্ষার্থীরা শিক্ষালয় ওয়েবসাইটের সকল আপডেট নিয়মিত লাভ করতে নিম্নের ফর্মটি যথাযথভাবে পূরণ করোঃ

sikkhalaya
শিক্ষালয়, অনুপম ধর
sikkhalaya youtube
শিক্ষালয় ইউটিউব চ্যানেল
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?