উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়িতে বসে অনুশীলনের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রদান করা হলো। এই প্রশ্নগুলো তমাদের আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্যও খুবই গুরুত্বপূর্ণ। তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রশ্নগুলির উত্তর খাতায় লেখার অভ্যাস করলে উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষায় বিশেষভাবে উপকৃত হবে।
১) অনধিক ১৫০ শব্দে যে-কোনা একটি প্রশ্নের উত্তর দাও: ৫×১ = ৫
১.১) ‘সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে।’ – ‘ওরা’ বলতে কাদের বোঝানো হয়েছে ? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? ‘সে’ কে? বুঝতে পেরে সে কী করেছিল? ১+১+১+২
১.১) ভারতবর্ষ গল্প কীরূপে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাবাহক হয়ে উঠেছে তা গল্প অবলম্বনে আলোচনা করো। ৫
২) অনধিক ১৫০ শব্দে যে-কোনা একটি প্রশ্নের উত্তর দাও: ৫x১= ৫
২.১) ‘অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক’ – এখানে কোন্ মানুষদের কথা বলা হয়েছে ? তারা অবসন্ন কেন ? ‘ধুলোর কলঙ্ক’ বলতে কবি কী বুঝিয়েছেন। ১+২ +২