সপ্তম শ্রেণি বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করে বাড়িতে না দেখে খাতায় লেখার অভ্যাস করবে। প্রশ্নের উত্তরগুলি লেখার সময় তোমরা ৪০ মিনিট সময়ের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর লেখার প্রচেষ্টা করবে। এখন থেকেই সময় ধরে উত্তর লেখা অভ্যাস করলে ভবিষ্যতে তোমাদের সুবিধা হবে।
১) কার মাধ্যমে শান্তিনিকেতনের সঙ্গে শিল্পী রামকিঙ্করের যোগাযোগ গড়ে ওঠে?
উত্তরঃ শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয়ের মাধ্যমে শান্তিনিকেতনের সঙ্গে রামকিঙ্করের যোগাযোগ হয়।
২) “অবাক তাকায় চড়ুই পাখি” – চড়ুই পাখি কখন অবাক হয়ে তাকায়?
উত্তরঃ তিনটি শালিক যখন নিজেদের ঝগড়া নিজেরাই মীমাংসা করতে থাকে তখন চড়ুই পাখি অবাক হয়ে তাকায়।
৩) “খোকন সগর্বে তার ড্রইং খাতাগুলো নিয়ে এল”-কার কাছে খোকন তার ড্রইং খাতাগুলো নিয়ে এসেছে? তার গর্ববোধ করার কারণ কী?
উত্তরঃ খোকনের বাবার এক বন্ধু যিনি বিখ্যাত চিত্রকর তার কাছে খোকন তার ড্রইং খাতা গুলো নিয়ে এসেছিলেন।খোকনের গর্ববোধ হওয়ার কারণ সে ঘন কালো মেঘের ছবি আঁকতে গিয়ে কুমিরের ছবি এঁকে ফেলেছে আর ঠিক সেই সময়ে বাবার বন্ধু বিখ্যাত চিত্রকর তাদের বাড়িতে আসেন।
৪) “আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন”– কোন প্রসঙ্গে প্রাবন্ধিক একথা বলেছেন?
উত্তরঃ প্রাবন্ধিক “সৈয়দ মুজতবা আলী” “কুতুব মিনারের কথা” প্রবন্ধ অংশে একথা বলেছেন।
সম্রাট কুতুবউদ্দিন আইবক পৃথিবীর সর্বশেষ্ঠ মিনার তৈরি করেছিল।পৃথিবীর অন্যান্য দেশ গুলি এরকম মিনার তৈরি তো দূরের কথা সাহস পর্যন্ত দেখাতে পারেনি । কিন্তু আলাউদ্দিন খলজী কুতুব এর চেয়েও দ্বিগুন উঁচু মিনার তৈরি সাহস দেখিয়েছিলেন । এই প্রসঙ্গে প্রাবন্ধিক কথা বলেছেন।
৫) ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতায় কবি ছন্দের প্রতি মনোযোগ দিতে বলেছেন কেন?
উত্তরঃ কবি “অজিত দত্ত” তাঁর “ছন্দে শুধু কান রাখো” কবিতায় ছন্দের প্রতি মনোযোগ দিতে বলেছেন; কারণ কারণ ছন্দ আমাদের জীবনকে সহজ সরল পথে চলতে সাহায্য করে । তাইতো কবি আমাদের কান ও মন পেতে ছন্দ শুনতে বলেছেন।
৬) “সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠলো আকাশে”- উদ্বৃতাংশে কোন্ শোকের প্রসঙ্গ এসেছে?
উত্তরঃ “আশরাফ সিদ্দিকী”র লেখা “একুশের কবিতা” থেকে আলোচ্য পংক্তিটি গৃহীত হয়েছে। ভাষা আন্দোলনের বাংলার চার তেজস্বী যুবক প্রাণ হারায়। এই চার যুবক রফিক, সালাম, জব্বার, বরকত -এর হত্যার পর সমগ্র বাংলাদেশে শোক এবং প্রতিবাদী ঝড় কালবৈশাকির ন্যায় গর্জে ওঠে। ফলে সমগ্র বাংলাদেশের মানুষ প্রতিবাদী হয়ে ওঠে।
ছন্দে শুধু কান রাখো কবিতার প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করো
৭) “দাম” শব্দটি বাংলায় কীভাবে এসেছে?
উত্তরঃ গ্রিক শব্দ দ্রাখমে থেকে সংস্কৃত দক্ষ শব্দটি এসেছে। দক্ষ শব্দটি আবার পরিবর্তন হয়ে দম্ম শব্দটি এসেছে। এই দম্ম শব্দের প্রকৃত রূপের মধ্যে দিয়ে দাম শব্দটি এসেছে; যার অর্থ হলো মূল্য।
৮) একটি মিশ্র শব্দের উদাহরণ দাও।
উত্তরঃ মাস্টারমশাই = মাস্টার + মশাই (ইংরেজি + বাংলা)
৯) ‘পাগলা গনেশ‘ গল্পে যে সালের কথা বলা হয়েছে—১৫৮৯/২৫৮৯/৩৫৮৯/৫৫৮৯
উত্তরঃ ৩৫৮৯
১০) “My Native land, good night!”–উদ্ধৃতিটি—মাইকেল মধুসূদন দত্তের/বায়রনের/শেক্সপিয়রের/মিলটনের
উত্তরঃ বায়রনের
১১) চিংড়ি হলো একটি—খাঁটি দেশি শব্দ/তৎসম শব্দ/তদ্ভব শব্দ/অর্থ-তৎসম শব্দ
উত্তরঃ খাটি দেশী শব্দ
১২) বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দের একটি উদাহরণ অফিসপাড়া/বাজিকর/পাউরুটি/বেকসুর
উত্তরঃ অফিসপাড়া
১৩) তবে তিনি তো ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক।-এখানে কার কথা বলা হয়েছে?
উত্তরঃ এখানে ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক নন্দলাল বসুর কথা বলা হয়েছে।
১৪) খোকনের বাবার বন্ধু কোন শহরে থাকেন?
উত্তরঃ খোকনের বাবার বন্ধু লক্ষ্ণৌ শহরে থাকে ।
সপ্তম শ্রেণি বাংলা বিষয়ে সম্পূর্ণ সুবিধা লাভ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করো
১৫) ‘মিনার’ আর ‘মিনারেট‘-এর পার্থক্য কোথায়?
উত্তরঃ আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তাকে মিনার বলা হয় ।
অন্যদিকে মসজিদ সমাধি কিংবা অন্য কোন ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার কখনো থাকে বা কখনো থাকে না তাকে মিনারেট বলা হয় ।
১৬) ‘নোট বই‘ কবিতায় গরু ছটপট করে- (ক) কাতুকুতু দিলে (খ) আঘাত করলে (গ) বেঁধে রাখলে (ঘ) জল না দিলে
উত্তরঃ কাতুকুতু দিলে
১৭) “জবাবটা জেনে নেব”- (ক) মেজদাকে অনুরোধ করে (খ) মেজদাকে খুঁচিয়ে (গ) মেজদাকে ভয় দেখিয়ে (ঘ) মেজদার মাধ্যমে
উত্তরঃ মেজদাকে খুঁচিয়ে
১৮) “বলো দেখি ঝাজ কেন জোয়ানের আরকে”?- ‘আরক’ শব্দের অর্থ হলো- (ক) নির্যাস (খ) বড়ি (গ) পাতা (ঘ) গাছ
উত্তরঃ নির্যাস
১৯) “ভালো কথা শুনি যেই চটপট লিখি তায়”-ভালো কথাগুলি কী কী ছিলো?
উত্তরঃ নোটবুক কবিতায় বক্তার ভালো কথার কয়েকটি নমুনা হলো – ফড়িং এর কটা ঠ্যাং, আরশোলা কি কি খায় আঙ্গুলে আঠা দিলে চট চট করে এবং কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে ।
২০) “তোমরাও নোট বই পড়োনি!”- বই না পড়ার কারণে কোন কোন প্রশ্নের উত্তর পাওয়া যায়নি?
উত্তরঃ নোট বই না পরার কারনে পেট কামরাড় জোয়ানের আরকে ঝাজ থাকার , তেজপাতায় তেজ থাকায় বা লঙ্কায় থাকার কারণ ও পিলে চমকানোর বা নাক ডাকার কারণ এবং দুন্দুভি বা অরনী কাকে বলে – এগুলি জানা যায়নি।
২১) ‘আগাগোড়া’-এমন বিপরীতার্থক শব্দের সমাবেশে তৈরি পাঁচটি শব্দ লেখো।
উত্তরঃ আশা – নিরাশা, ধনি – দরিদ্র, জয় – পরাজয়, ঘাত- প্রতিঘাত ও বাদ – প্রতিবাদ ।
২২) “খোকন সত্যি সত্যি একে ফেলল একদিন”- খোকন এঁকেছিল- (ক) টেবিল (খ) কলসি (গ) ইউক্যালিপটাস গাছ (ঘ) গোলাপ ফুল
উত্তরঃ ইউক্যালিপটাস গাছ
২৩) “মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন”।‘বেকুব’ হল – (ক) তৎসম শব্দ (খ) তদ্ভব শব্দ (গ) আরবি-ফারসি শব্দ (ঘ) দেশি শব্দ
উত্তরঃ আরবি-ফারসি শব্দ
২৪) খোকনের বাবার চিত্রকর-বন্ধুটি থাকেন- (ক) দিল্লিতে (খ) লক্ষ্ণৌতে (গ) কলকাতায় (ঘ) মাদ্রাজে
উত্তরঃ লক্ষ্ণৌতে