আফ্রিকা MCQ ও SAQ প্রশ্নের উত্তর

আফ্রিকা MCQ ও SAQ প্রশ্নের উত্তর

দশম শ্রেণি বাংলা পাঠ্যের অন্তর্গত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতা থেকে গুরুত্বপূর্ণ কিছু MCQ ও SAQ প্রশ্নের উত্তর নিম্নে প্রদান করা হলো। এই প্রশ্নগুলির উত্তর সমাধান করলে শিক্ষার্থীরা তাদের ইউনিট টেষ্ট, মাধ্যমিক টেষ্ট তথা মাধ্যমিক বাংলা পরীক্ষায় বিশেষভাবে উপকৃত হবে। 

আফ্রিকা MCQ ও SAQ প্রশ্নের উত্তরঃ 

১) আফ্রিকা কবিতাটি যে কায়গ্রন্থ থেকে নেওয়া হয়েছে- পত্রপুট 

২) আফ্রিকা কবিতাটি প্রথম যে পত্রিকা থেকে প্রকাশিত হয়েছিল- প্রবাসী

৩) আফ্রিকা কবিতার প্রকাশকাল- চৈত্র, ১৩৪৩ বঙ্গাব্দ

৪) আফ্রিকা কবিতাটি রচনার অনুরধ কবি পেয়েছিলেন যার কাছে- অমিয় চক্রবর্তী

৫) আফ্রিকা কবিতাটি কবি ইংরেজিতে অনুবাদ করেছিলেন- ১৭ই মার্চ, ১৯৩৭ খ্রিঃ

৬) আফ্রিকা কবিতাতির ইংরেজি অনুবাদের শিরনাম- Spectator

৭) আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল- নিজের প্রতি

৮) ______ সমুদ্রের বাহু- রুদ্র

৯) ‘প্রাচী’ শব্দের অর্থ- পূর্ব দিক

১০) আফ্রিকাকে বাঁধা হয়েছিল- কৃপণ আলোর অন্তঃপুরে

১১) ‘চেতনাতীত’ শব্দের অর্থ- ইন্দ্রিয়াতীত

১২) আফ্রিকা বিদ্রুপ করেছিল- ভীষণকে

১৩) ‘উগ্র’ শব্দটির বিপরীতার্থক শব্দ- সৌম্য 

১৪) ‘দুন্দুভিনিনাদ’ শব্দটির অর্থ হল- দামামা জাতীয় রণবাদ্য 

১৫) ‘ছায়াবৃতা’ শব্দের অর্থ হল- ছায়ায় আবৃতা যে নারী

১৬) কালো ঘোমটার নীচে অপরিচিত ছিল- আফ্রিকার মানবরূপ 

১৭) ‘আবিল’ শব্দের অর্থ- কলুষিত 

১৮) ‘এল ওরা’- ‘ওরা’ হল- ঔপনিবেশিক সাম্রাজ্যবাদীরা

১৯) ‘তীক্ষ্ণ’ শব্দের অর্থ- ধারালো

২০) নখ যাদের তীক্ষ্ণ তোমার _____ চেয়ে- নেকড়ের 

২১) গর্বে যারা অন্ধ তোমার_______ – সূর্য হারা অরণ্যের চেয়ে 

২২) দস্যু পায়ের জুতো ছিল- কাঁটা-মারা

২৩) আফ্রিকার ইতিহাস হয়েছিল- অপমানিত

২৪) মন্দিরে বাজছিল- পুজার ঘন্টা

২৫) শিশুরা খেলছিল- মায়ের কোলে

২৬) কবির সংগীতে বেজে উঠেছিল- সুন্দরের আরাধনা

২৭) ‘প্রদোষ’ শব্দের অর্থ- সন্ধ্যা 

২৮) গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসেছিল- পশুরা

২৯) ‘প্রলাপ’ শব্দটির অর্থ- অর্থহীন উক্তি 

৩০) সভ্যতার শেষ পুণ্যবাণীটি হল- ক্ষমা করো

 

আফ্রিকা কবিতা থেকে MCQ প্রশ্নের একটি মক টেষ্ট নিম্নে প্রদান করা হলো 

 

আফ্রিকা কবিতা থেকে গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নগুলি দেখতে ক্লিক/টাচ করো এই লেখাটিতে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?