বাংলা ব্যাকরণঃ উপসর্গ
বাংলা ব্যাকরণের অন্তর্গত উপসর্গ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নগুলির উত্তর সমাধান করলে তাদের পরীক্ষা প্রস্তুতিতে সুবিধা লাভ করবে।
১)উপসর্গ কাকে বলে?
২)উপসর্গের উদাহরণ দাও।
৩)উপসর্গ কত প্রকার ও কী কী?
৪)সংস্কৃত উপসর্গ কাকে বলে? সংস্কৃত উপসর্গ কয়টি? তাদের নাম লেখো।
৫)বাংলা উপসর্গ কাকে বলে? এর উদাহরণ দাও।
৬)বিদেশি উপসর্গ কাকে বলে? কয়েকটি বিদেশি উপসর্গের উদাহরণ দাও।
৭)প্র,পরা,অনু,অধি,অনা-এই উপসর্গ গুলি দিয়ে তিনটি করে শব্দ তৈরি করো।