শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণি বাংলা পাঠ্যের অন্তর্ভুক্ত আফ্রিকা কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোটপ্রশ্নের উত্তর শিক্ষার্থীদের সুবিধার্থে প্রদান করা হলো।
আফ্রিকা কবিতা থেকে MCQ প্রশ্নের উত্তরঃ
১) আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল?
ক) দয়াময় দেবতার প্রতি
খ) কবির সঙ্গীতের প্রতি
গ) নিজের প্রতি
ঘ) ধরিত্রীর প্রতি
উঃ নিজের প্রতি
২) কোথায় বাধা হয়েছিল আফ্রিকাকে?
ক) বটবৃক্ষের অন্তরালে
খ) কৃপণ আলোর অন্তঃপুরে
গ) সুদূর পশ্চিমে
ঘ) বনস্পতির নিবিড় পাহাড়ায়
উঃ বনস্পতির নিবিড় পাহাড়ায়
৩) নিভৃত অবকাশে অফ্রিকা কী চিনেছিল?
ক) দুর্গমের রহস্য
খ) রহস্য ও দুর্বোধ সঙ্কেত
গ) জলস্থল-আকাশের দুর্বোধ সঙ্কেত
ঘ) প্রাকৃতিক রহস্য
উঃ জলস্থল-আকাশের দুর্বোধ সঙ্কেত
৪) “অপরিচিত ছিল তোমার মানবরূপ” —কেন অপরিচিত ছিল?
ক) কালো ঘোমটার নীচে থাকার জন্য
খ) গর্বে অন্ধ থাকার জন্য
গ) উপরের দুটিই
ঘ) উপরের কোনোটিই নয়
উঃ কালো ঘোমটার নীচে থাকার জন্য
৫) বর্বরদের উপেক্ষার দৃষ্টি ছিল –
ক) আবিল
খ) শৌয্যপূর্ণ
গ) কলঙ্কময়
ঘ) প্রসারিত
উঃ আবিল
৬) ওদের নখ কীসের চেয়ে তীক্ষ্ণ?
ক) চিতাবাঘের
খ) সিংহের
গ) নেকড়ের
ঘ) বিড়ালের
উঃ নেকড়ের
৭) তাদের গর্বের অন্ধত্বকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক) বর্বরতার সঙ্গে
খ) সূর্যহারা অরণ্যের সঙ্গে
গ) নির্লজ্জ্বতার সঙ্গে
ঘ) অসভ্যতার সঙ্গে
উঃ সূর্যহারা অরণ্যের সঙ্গে
৮) “বাষ্পাকুল অরণ্যপথে” —অরণ্যপথ ‘বাষ্পাকুল’ কেন?
ক) বর্ষার মেঘে
খ) অত্যাচারীর ক্রন্দনে
গ) আফ্রিকার ভাষাহীন ক্রন্দনে
ঘ) আবহাওয়ার জন্য
উঃ আফ্রিকার ভাষাহীন ক্রন্দনে
৯) “চিরচিহ্ন দিয়ে গেল” —কোথায় দিয়ে গেল?
ক) ইতিহাসের পাতায়
খ) অপমানিত ইতিহাসে
গ) সাধারনের মনে
ঘ) ভবিষ্যতের ভাবনায়
উঃ অপমানিত ইতিহাসে
১০) কবির সংগীতে বেজে উঠেছিল—
ক) আনন্দের জয়গান
খ) ঈশ্বরের আরাধনা
গ) সুন্দরের আরাধনা
ঘ) শৌর্যের জয়গান
উঃ সুন্দরের আরাধনা
১১) “প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস” — ‘প্রদোষ’ শব্দের অর্থ-
ক) সন্ধ্যা
খ) ভোর
গ) রাত্রি
ঘ) দুপুর
উঃ সন্ধ্যা
১২) যুগান্তের কবি কোথায় এসে দাঁড়াবেন —
ক) মন্দিরে
খ) শিশুদের কাছে
গ) সভ্যতার প্রান্তে
ঘ) মানহারা মানবীর দ্বারে
উঃ মানহারা মানবীর দ্বারে
১৪) ‘সভ্যতার শেষ পুণ্যবাণী সোনা যাবে’ —
ক) হিংস্র প্রলাপের মধ্যে
খ) দিনের অন্তিমকালে
গ) প্রদোষকালে
ঘ) ঊষালগ্নে
উঃ হিংস্র প্রলাপের মধ্যে
১৪) “সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী” —’সভ্যতার’ শেষ পুণ্যবাণী —
ক) বিদ্বেষ ত্যাগ করো
খ) ক্ষমা করো
গ) ভালোবাসো
ঘ) মঙ্গল করো
উঃ ক্ষমা করো
১৫) “দাড়াও ওই মানহারা মানবীর দ্বারে; ” উদ্ধৃতাংশে মানহারা মানবী’ বলতে বোঝানো হয়েছে?
ক) আফ্রিকাকে
খ) পৃথিবীকে
গ) ভারতবর্ষকে
ঘ) পশ্চিম দুনিয়াকে
উঃ আফ্রিকাকে
আফ্রিকা কবিতার SAQ প্রশ্নের উত্তরঃ
ক) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কার অনুরোধে ‘আফ্রিকা’ কবিতাটি রচনা করেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর তার স্নেহধন্য কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে আফ্রিকা কবিতাটি রচনা করেন।
খ) “ছিনিয়ে নিয়ে গেল তোমাকে,” —কে, কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল?
উত্তরঃ বিশ্বসৃষ্টির আদিপর্বে যখন পার্থিব ভূগোলে নানা পরিবর্তন সাধিত হচ্ছিল, তখন রুদ্র সমুদের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল ভুখন্ড থেকে।
গ) “কৃপণ আলোর অন্তঃপুরে।” —আলোকে ‘কৃপণ’ বলা হয়েছে কেন?
উত্তরঃ সৌরসংসারে সূর্যের আলো অপরিমেয় হয়ে পৃথিবীর উপর পতিত হলেও, অরণ্যসঙ্কুল আফ্রিকায় তার প্রবেশ কম বলেই কবি ‘কৃপণ’ আলো বলেছেন।
ঘ) “বিদ্রুপ করছিলে ভীষণকে” —কিভাবে ‘বিদ্রুপ’ করছিল?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতায় প্রকৃতির ঘন রহস্যমাখা বুকে জেগে থাকা ভীষণ বা ভয়ালকে স্বয়ং, আফ্রিকা বিরূপের ছদ্মবেশে বিদ্রুপ করেছিল।
ঙ) “অপরিচিত ছিল তোমার মানব রূপ” —কেন মানবরূপ অর্পরিচিত ছিল?
উত্তরঃ জঙ্গলাকীর্ণ ও বনস্পতির পাহারায় নিবিড় ছায়াচ্ছন্ন আফ্রিকাকে সভ্যতার উগ্রতা স্পর্শ করতে পারেনি। তাই মানবিকতাবোধের চিরস্নিগ্দ্ধ রূপটি সমগ্র পৃথিবীর কাছে অপরিচিত ছিল।
চ) “এল ওরা লোহার হাতকড়ি নিয়ে” —লোহার হাতকড়ি নিয়ে তারা কী করেছিল?
উত্তরঃ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ নখযুক্ত সাম্রাজ্যবাদী মানুষ ধরার দল আফ্রিকার বস্তুসম্পদ ও মানব সম্পদের লোভে কঠিন হাতকড়িতে বন্দি করল আফ্রিকাকে।
ছ) “মানুষ-ধরার দল” বলতে কবিতায় কাদের বোঝানো হয়েছে?
উত্তরঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘আফ্রিকা’ কবিতায় -‘মানুষ ধরার দল’ বলতে সাম্রাজ্যবাদীদের বোঝানো হয়েছে।
জ) “তোমার ভাষাহীন ক্রন্দনে” —ভাষাহীন ক্রন্দন কার ছিল?
উত্তরঃ আপন সত্তার রহস্য উন্মোচনে মগ্ন ‘আফ্রিকা’ অকস্মাৎ সাম্রাজ্যবাদীদের দ্বারা আক্রান্ত হলে, সে উদ্গত ভাষাহীন ক্রন্দনে ভেসে গিয়েছিল।
ঝ) আফ্রিকার ধূলি কীভাবে পঙ্কিল হয়ে উঠেছিল?
উত্তরঃ সামাজ্যবাদীদের বর্বর লোভ ও নির্মম অত্যাচারে আফ্রিকাবাসীদের বেদনার অশ্রু ও প্রতিবাদের রক্ত মিশে ধূলি পঙ্কিল হয়ে উঠেছিল।
ঞ) “সমুদ্রপাড়ে সেই মুহূর্তেই” কী ঘটেছিল?
উত্তরঃ সমুদ্রপারে সেই মুহূর্তেই সাম্রাজ্যবাদীদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘন্টা এবং শিশুরা পরম নিশ্চিন্তে মায়ের কোলে খেলছিল।
আফ্রিকা কবিতার অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ
- Activity Task 2022
- ADDMISSION
- Bengali Classes
- Class Eleven English New Syllabus
- Computer Learning
- Miscellaneous
- News
- Online Quiz
- অষ্টম শ্রেণি
- একাদশ শ্রেণি
- একাদশ শ্রেণি ইতিহাস নতুন সিলেবাস
- একাদশ শ্রেণি বাংলা নতুন সিলেবাস
- একাদশ শ্রেণি ভূগোল নতুন সিলেবাস
- একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান নতুন সিলেবাস
- একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান নতুন সিলেবাস
- দশম শ্রেণি
- দ্বাদশ শ্রেণি
- দ্বাদশ শ্রেণি বাংলা নতুন সিলেবাস
- নবম শ্রেণি
- পঞ্চম শ্রেণি
- প্রবন্ধ রচনা
- বাংলা প্রকল্প
- বাংলা ব্যাকরণ
- ষষ্ঠ শ্রেণি
- সপ্তম শ্রেণি