মাকু থেকে প্রশ্নের উত্তর
সপ্তম শ্রেণি বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত মাকু উপন্যাস থেকে শিক্ষার্থীদের জন্য প্রথম ইউনিট টেষ্টের সিলেবাস- প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ থেকে ‘মাকু থেকে প্রশ্নের উত্তর’ প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি অনুশীলন করলে তাদের পরীক্ষায় বিশেষ সুবিধা লাভ করবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
মাকু থেকে প্রশ্নের উত্তরঃ
১) আম্মা সোনা, টিয়াকে কালিয়ার বনে যেতে দিতে চানিনি কেন?
উঃ কালিয়ার বনে গেলে মানুষ বিপদের সম্মুখীন হয়, কেউ কখনো সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে আসতে পারে না। তাই আম্মা তাদের যেতে দিতে চাননি।
২) কালিয়ার বন কোথায় ছিল?
উঃ কালিয়ার বন ছিল সোনা-টিয়াদের গ্রামের প্রান্তভাগে।
৩) সোনা-টিয়ার কালিয়ার বনে যাওয়ার উদ্দেশ্য কী ছিল?
উঃ তারা প্যাঁ-প্যাঁ পুতুল কেনার উদ্দেশ্যে কালিয়ার বনে গিয়েছিল।
৪) কালিয়ার বনে যাওয়ার সময় সোনা-টিয়া কী কী খাবার নিয়েছিল?
উঃ তারা মুড়ি, লজেন্স, বিস্কুট নিয়েছিল।
৫) কালিয়ার বনের পথে সোনা-টিয়ার সাথে কার দেখা হয়েছিল?
উঃ তাদের সাথে ঘরিওয়ালার সাক্ষাৎ হয়েছিল।
৬) ঘড়িওয়ালা তাদের কার খোঁজ করতে বলেছিল?
উঃ ঘড়িওয়ালা বলেছিল কালিয়ার বনে মাকুর খোঁজ নিতে ।
৭) মাকুকে নিয়ে ঘড়িওয়ালা কী করতে চেয়েছিল?
উঃ সার্কাসে মাকুকে নিয়ে খেলা দেখিয়ে ঘড়িওয়ালা অর্থ উপার্জন করতে চেয়েছিল।
৮) মাকু কাকে বিয়ে করতে চেয়েছিল?
উঃ সার্কাসে জাদু রাজকন্যাকে মাকু বিয়ে করতে চেয়েছিল।
৯) মাকু কী দিয়ে তৈরি?
উঃ মাকু ঘড়ির কল দিয়ে তৈরি।
১০) মাকুর চাবি ফুরিয়ে গেলে কী হবে?
উঃ মাকুর চাবি ফুরিয়ে গেলে চোর-ডাকাত তাঁর সমস্ত কলকবজা খুলে নিয়ে যাবে।
১১) মাকুর শরীরের কোথায় চাবির ব্যবস্থা ছিল?
উঃ মাকুর পিঠের মাঝখানে চাবির ব্যবস্থা ছিল।
১২) সোনা-টিয়া বনে যেতে ভয় পায় না কেন?
উঃ স্কুলে পড়ায় তারা আজগুবি গল্পের অর্থ বুঝতে পারে বলে তারা কালিয়ার বনে যেতে ভয় পায় নি।
১৩) সোনা টিয়ার থেকে কত বছরের বড়ো?
উঃ এক বছরের বড়ো।
১৪) আম্মার মামাতো পিসেমশাই কালিয়ার বনে গিয়েছিল কেন?
উঃ তিনি গোরু খুঁজতে কালিয়ার বনে গিয়েছিলেন।
১৫) কালিয়ার বনের দেউকে কত টাকার পূজা দেওয়া হয়েছিল?
উঃ সাড়ে তিন টাকা
১৬) মাকুকে ঘরিওয়ালা কেমন চোখে দেখতো?
উঃ মাকুকে ঘড়িওয়ালা সন্তানের মতো দেখতো।
১৭) পানুয়া কালিয়ার বনে কত বছর আগে নিখোঁজ হয়েছিল?
উঃ পানুয়া কালিয়ার বনে পনেরো বছর আগে নিখোঁজ হয়েছিল।
১৮) নতুন খেলনা কার জন্য আনা হয়েছিল?
উঃ পিসির খোকার জন্য খেলানাগুলি আনা হয়েছিল।
১৯) বনে ঢোকার আগে ঘড়িওয়ালা সোনা ও টিয়াকে কী নিয়ে যেতে বলেছিল?
উঃ বনে ঢোকার আগে ঘড়িওয়ালা সোনা ও টিয়াকে হ্যান্ডবিল নিয়ে যেতে বলেছিল।
২০) মাকুকে চিনে নেবার কী উপায় বলা হয়েছিল?
উঃ মাকুর ছিল লালচে কোঁকড়া চুল, ছাই রঙের চকচকে চোখ, আর নাকের ডগায় কালো তিল। এগুলো দেখেই তাকে চিনে নেওয়া যাবে।
২১) নদীর ওপারে সরু নালায় কোন দৃশ্য দেখা গিয়েছিল?
উঃ নদীর ওপারে নালা বেয়ে বন থেকে দুটি ঘোড়া, টুপি পরা দুটি বাঁদর, গলায় ঘন্টা বাঁধা একটি ছাগল, মোটা মোটা দুটি ভাল্লুক এবং কয়েকটি কুকুরছানা জল খেতে আসছে।
২২) সোনা-টিয়া কীভাবে নদী পার হয়?
উঃ তারা মাকুর কোলে উঠে নদী পার হয়।
২৩) সং কে?
উঃ সার্কাস দলের একজন সদস্য হল সং।
২৪) সরাইখানায় কীভাবে খাবার পাওয়া যায়?
উঃ নগদ পয়সা দিলে তবেই সরাইখানার মালিক খাবার প্রদান করেন।
২৫) ঘড়িওয়ালার কান্না দেখে টিয়া কী করেছিল?
উঃ ঘড়িওয়ালার কান্না দেখে টিয়া মহাকান্না জুড়ে দিয়েছিল।
২৬) মাকু তাঁর শরীরে কোন কোন কল লাগিয়ে দেবার বায়না করেছিল?
উঃ মাকু তাঁর শরীরে হাসা, কাঁদার কল লাগিয়ে দিতে বলেছিল।
২৭) সোনা-টিয়া সং-এর কাছে কী চেয়েছিল?
উঃ সনা-টিয়া সং-এর কাছে প্যাঁ-প্যাঁ পুতুল চেয়েছিল।
২৮) মাকু সরাইখানায় কি করতে চেয়েছিল?
উঃ মাকু সরাইখানায় হইচই করতে চেয়েছিল।
২৯) কত পয়সার বিনিময়ে মাকুর খেলা দেখা যেত?
উঃ মাত্র পঁচিশ পয়সার বিনিময়ে মাকুর খেলা দেখা যেত।
৩০) মাকু কী কী খেলা দেখাতো?
উঃ মাকু চলে-ফেরে, কথা বলে, অঙ্ক কষে, টাইপ করে, সেলাই কল চালায়, হাতুড়ি পেটে, নাচে, গায়, সাইকেল চাপে, দোলনা ঠেলে, আবার পরীক্ষার প্রশ্নের উত্তরও দেয়।
আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের পড়াগুলি থেকে MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লেখাতে ক্লিক/টাচ করো
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ
Hii
শিক্ষালয়ের শিক্ষাজগতে স্বাগত।
Ghori wala kivabhe mako ka toire kore6ilan
শিক্ষালয় ওয়েবসাইটের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।
My name sakir rahaman
শিক্ষালয়ের শিক্ষাজগতে স্বাগত।
Sakir rahaman
শিক্ষালয়ের শিক্ষাজগতে স্বাগত।
Maku ki ki korte pare na? Ai ans ta din please
শিক্ষালয়ের শিক্ষাজগতে স্বাগত। শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে নিয়মিত ফলো করুন শিক্ষালয় ওয়েবসাইটটি
Thanks
শিক্ষালয়ের শিক্ষাজগতে স্বাগত।
মাকু ঘড়িওয়ালা কে খুঁজছে কেন?
Thanks
শিক্ষালয়ের শিক্ষাজগতে স্বাগত।