নিমিত্ত কারক
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে বাংলা বিষয় তথা বাংলা ব্যাকরণ থেকে নিয়মিত গুরুত্বপূর্ণ নোটগুলি প্রদান করা হচ্ছে। ইতিপূর্বে আমরা কারক কাকে বলে, কারকের শ্রেণিবিভাগ, বিভক্তি, নির্দেশক প্রভৃতি সম্পর্কে বিষদ আলোচনা করেছি। আজকে আমরা নিমিত্ত কারক সম্পর্কে আলোচনা করবো। আশাকরি শিক্ষার্থীরা এই আলোচনাগুলি থেকে কারক সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভে সমর্থ হবে।
নিমিত্ত কারকঃ
কর্তা যার নিমিত্তে বা যার জন্য ক্রিয়া সম্পাদন করে তাকে নিমিত্ত বলে। নিমিত্ত বাচক পদের সঙ্গে ক্রিয়াপদের যে কারক হয় তাকে নিমিত্ত কারক বলে।
যেমনঃ
১. সে তার বাবার জন্য বিলাতি বস্ত্র এনেছিল।
২. পূজার জন্য ফুল তুলো।
৩. ছেলেটি ভাইয়ের জন্য খেলনা কিনছে।
কারক থেকে গুরুত্বপূর্ণ আলোচনার লিঙ্কসমূহঃ
২) বিভক্তি ও অনুসর্গের পার্থক্য
৪) কর্তৃকারক ও তার শ্রেণিবিভাগ
বাংলা ব্যাকরণ থেকে অন্য্যান্য গুরুত্বপূর্ণ আলোচনার নোটগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ
খুব ভালো লাগলো আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন সুস্থ থাকুন আগে থেকে আরো ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া 👍👍
ধন্যবাদ। শিক্ষালয়ের শিক্ষাজগতে আপনাকে স্বাগত।