অধিকরণ কারক
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে বাংলা বিষয় তথা বাংলা ব্যাকরণ থেকে নিয়মিত গুরুত্বপূর্ণ নোটগুলি প্রদান করা হচ্ছে। ইতিপূর্বে আমরা কারক কাকে বলে, কারকের শ্রেণিবিভাগ, বিভক্তি, নির্দেশক প্রভৃতি সম্পর্কে বিষদ আলোচনা করেছি। আজকে আমরা অধিকরণ কারক সম্পর্কে আলোচনা করবো। আশাকরি শিক্ষার্থীরা এই আলোচনাগুলি থেকে কারক সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভে সমর্থ হবে।
অধিকরণ কারকঃ
ক্রিয়ার আধার বা আশ্রয়কে বলা হয় অধিকরণ। বাক্যে অধিকরণ বাচক পদটির সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে বলা হয় অধিকরণ কারক।
নিম্নে বিভিন্ন প্রকার অধিকরণ কারকের সংজ্ঞাসহ উদাহরণ প্রদান করা হল-
(ক) স্থানাধিকরণঃ
স্থান বোঝাতে যে অধিকরণ হয় তাকে স্থানাধিকরণ বলে।
যেমনঃ
১. সে কলকাতায় থাকে।
২. কথাটা কোনো বইয়ে পড়েছি।
৩. মৌচাকে থাকে মধু।
(খ) কালাধিকরণঃ
কাল বা সময় বোঝাতে যে অধিকরণ হয় তাকে কালাধিকরণ বলে। যেমনঃ
১. সে বিকেলে ফিরবে।
২. গ্রীষ্মে হাতপাখা লাগবে।
৩. আমরা রাতে বেড়াতে যাবো।
(গ) ভাবাধিকরণঃ
ভাব বোঝাতে যে অধিকরণ হয় তাকে ভাবাধিকরণ বলে।
যেমনঃ
১. লোকটি তাড়াতাড়ি হাঁটছে।
২. ছেলেটা আনমনে সাইকেল চালাচ্ছে।
৩. সে আস্তে কথা বলে।
(ঘ) বিষয়াধিকরণঃ
বিষয় বোঝাতে যে অধিকরণ হয় তাকে বিষয়াধিকরণ বলে।
যেমনঃ
১. বিনয় অংকে কাঁচা।
২. আমাদের স্যার বাংলায় দক্ষ।
৩. সে পর্বতারোহণে পটু।
কারক থেকে গুরুত্বপূর্ণ আলোচনার লিঙ্কসমূহঃ
২) বিভক্তি ও অনুসর্গের পার্থক্য
৪) কর্তৃকারক ও তার শ্রেণিবিভাগ
বাংলা ব্যাকরণ থেকে অন্য্যান্য গুরুত্বপূর্ণ আলোচনার নোটগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ