সাহিত্যিকদের ছদ্মনাম
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে সাহিত্যিকদের ছদ্মনামের একটি তালিকা প্রদান করা হলো। এই তথ্যগুলি শিক্ষার্থীদের জ্ঞানভান্ডারকে সম্মৃদ্ধ করবে।
প্রকৃত নাম | ছদ্মনাম |
ওমর খৈয়াম | সৈয়দ মুজতবা আলি |
কালপেঁচা | বিনয় ঘোষ |
জরাসন্ধ | চারুচন্দ্র চক্রবর্তী |
যাযাবর | বিনয় মুখোপাধ্যায় |
ভানুসিংহ | রবীন্দ্রনাথ ঠাকুর |
নীলকন্ঠ | দীপ্তেন্দ্র সান্যাল |
বিরূপাক্ষ | বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র |
নীললোহিত | সুনীল গঙ্গোপাধ্যায় |
বীরবল | প্রমথ চৌধুরী |
স্বপনবুড়ো | অখিল নিয়োগী |
বেদুইন | দেবেশ রায় |
হুতোম পেঁচা | কালীপ্রসন্ন সিংহ |
টেকচাঁদ ঠাকুর | প্যারীচাঁদ মিত্র |
মৌমাছি | বিমল চন্দ্র ঘোষ |
পরশুরাম | রাজশেখর বসু |
বানভট্ট | নীহাররঞ্জন গুপ্ত |
রূপদর্শী | গৌরকিশোর ঘোষ |
বিকর্ণ | নারায়ন সান্যাল |
শংকর | মণিশংকর মুখোপাধ্যায় |
বনফুল | বলাই চাঁদ মুখোপাধ্যায় |
অনিলা দেবী | শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় |
কালকূট | সমরেশ বসু |
কাকাবাবু | প্রভাত কিরণ বসু |
কমলাকান্ত | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
ইন্দ্রনাথ মিত্র | ডঃ অরবিন্দ গুহ |
অবধূত | দুলাল মুখোপাধ্যায় |
নিরপেক্ষ | অমিতাভ চৌধুরী |
কাফি খাঁ | প্রফুল্ল চন্দ্র লাহিড়ী |
যুবনাশ্ব | মনীশ ঘটক |
মহাস্থবির | প্রেমাঙ্কুর আতর্থী |
প্র.না.বি. | প্রমথনাথ বিশী |
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ