মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে চলা শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের একটি সাজেশন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নগুলির উত্তর সমাধান করলে আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ -এ বাংলা বিষয়ে ভালো ফলাফল করতে পারবে।
ক) ‘সঠিক উত্তর বেছে নিয়ে করো’ প্রশ্নগুলির জন্য শিক্ষালয় ওয়েবসাইটে যে মক টেষ্টগুলি ইতিপূর্বে প্রদান করা হয়েছে সেগুলি ভালো করে অনুশীলন করো। দশম শ্রেণির বাংলা বিষয়ের সকল মক টেষ্টগুলি প্রদান করতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করোঃ-
খ) কমবেশি ২০টি শব্দের মধ্যে উত্তর লেখোঃ মান ১ এর জন্য তোমাদের পাঠ্যবইটি খুব ভালো করে রিডিং পড়বে। পাঠ্যবই ভালো করে পড়া থাকলে তোমরা খুব সহজেই যে কোনো ছোটপ্রশ্নের উত্তর বাংলা বিষয়ে সহজভাবে উত্তর করতে পারবে। তোমাদের পাঠ্য বিষয়গুলির সামগ্রিক আলোচনা দেখতে ও অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নোটগুলি দেখতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করোঃ-
গ) বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিম্নে প্রদান করা হলোঃ
১) তির্যক বিভক্তি কাকে বলে?
২) প্রযজ্য ও প্রযোজক কর্তা কাকে বলে? উদাহরণ দাও।
৩) করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ দাও।
৪) সমধাতুজ কর্তা কাকে বলে? উদাহরণ দাও।
৫) সমধাতুজ কর্ম কাকে বলে? উদাহরণ দাও।
৬) করণের বীপ্সা বলতে কী বোঝো?
৭) অধিকরণ কারককে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী?
৮) বাচ্য শব্দের অর্থ কী?
৯)বিগ্রহ বাক্য বলতে কী বোঝো?
১০) বহুব্রীহি শব্দের অর্থ কী?
১১) কর্মকর্তৃবাচ্যের উদাহরণ দাও।
১২) অনুসর্গের অপর নাম কী?
১৩) অলোপ সমাস কাকে বলে? উদাহরণ দাও।
১৪) বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখো।
১৫) নিরপেক্ষ কর্তা কাকে বলে? উদাহরণ দাও।
১৬) অকারক পদ কোনগুলি? এদের অকারক পদ বলার কারণ লেখো।
১৭) ‘অ’ বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও।
১৮) বাক্য নির্মাণের শর্তগুলি লেখো।
শিক্ষার্থীরা এই প্রশ্নগুলির পাশাপাশি কারক নির্ণয়, সমাস নির্ণয়, বাচ্য ও বাক্য পরিবর্তন অনুশীলন করবে। এর জন্য তোমরা নিম্নের মকটেষ্টগুলি প্রদান করতে পারোঃ-
ঘ) মাধ্যমিক বাংলা ২০২৩ বড়ো প্রশ্নের সাজেশনঃ
২০২৩ সালের মাধ্যমিক শিক্ষার্থীরা নিম্নের বড়ো প্রশ্নের উত্তরগুলি ভালো করে তৈরি করবেঃ-
জ্ঞানচক্ষুঃ
১) “কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেলো তপনের”- কীভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল? তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কীভাবে? ৩+২ ***
২) “রত্নের মূল্য জহুরীর কাছেই”- ‘রত্ন’ ও ‘জহুরী’ বলতে কি বোঝ? মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। ২+৩ ***
অসুখী একজনঃ
১) ‘অসুখী একজন’ কবিতার মর্মার্থ বিশ্লেষণ করে কে কেন অসুখী তা বুঝিয়ে দাও। ***
আয় আরো বেঁধে বেঁধে থাকিঃ
১) “আয় আরো বেঁধে বেঁধে থাকি”- বেঁধে বেঁধে থাকা বলতে কবি কী বুঝিয়েছেন এবং কাদের এভাবে থাকতে বলেছেন? কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন কেন? ৩+২ ***
আফ্রিকাঃ
১) “এল ওরা লোহার হাতকড়ি নিয়ে”- ‘ওরা’ কারা? ওদের আসার পরে কি হয়েছিল? ৩
২) “কৃপণ আলোর অন্তঃপুরে”- আলোকে কৃপণ বলা হয়েছে কেনো? ৩
৩) “দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে”- কাকে কেন মানহারা মানবী বলা হয়েছে? ৩
৪) “এসো যুগান্তের কবি”- ‘যুগান্তের কবি’ কে? কেন তাকে আহ্বান করা হয়েছে? ৩
হারিয়ে যাওয়া কালি কলমঃ
১) “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই”- কালি তৈরির পদ্ধতি সম্পর্কে যা জান লেখো। ৫ ***
২) কালি কলমের প্রতি ভালোবাসা ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে, তা আলোচনা করো। ৫
৩) “জন্ম নিল ফাউন্টেন পেন”- ফাউন্টেন পেনের স্রষ্টা কে? বাংলায় এই নামকরণ কে করেছিলেন? ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্তটি সংক্ষেপে লেখো। ১+১+৩ ***
৪) “আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা”- ‘আমার’ বলতে কার কথা বোঝানো হয়েছে? তাঁর ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। ১+৪
বহুরূপীঃ
১) “খুব উঁচু দরের সন্ন্যাসী”- সন্ন্যাসীর পরিচয় দাও। ৩
২) হরিদার জীবনের নাটকীয় বৈচিত্রের পরিচয় দাও। ৩
৩) বাইজী সাজে হরিদার সৃষ্টি করা বিচিত্র ঘটনার পরিচয় দাও। ৩
৪) “বড়ো চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা”- সন্ধ্যার পরিচয় দাও। ৩
৫) “আপনি কি ভগবানের চেয়েও বড়ো”- কাকে কেনো একথা বলা হয়েছে? ৩
৬) “তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়”- মন্তব্যটির তাৎপর্য লেখো। ৩
৭) “আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই”- বক্তা কোন প্রসঙ্গে এ কথা বলেছেন? ৩
সিরাজদ্দৌলাঃ
১) “তোমাদের কাছে আমি লজ্জিত”- কে, কাদের কাছে লজ্জিত? লজ্জা পাওয়ার কারণটি উল্লেখ করো। ১+৩ ***
২) “জাতির সৌভাগ্য-সূর্য আজ অস্তাচলগামী”- কোন জাতির কথা বলা হয়েছে? তাঁর ‘সৌভাগ্য-সূর্য’ আজ অস্তাচলগামী বলার কারণ কী? ১+৩
৩) ‘সিরাজদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজদ্দৌলার চরিত্রটি বিশ্লেষণ করো। ৪ ***
অভিষেকঃ
১) ‘অভিষেক’ কবিতা অবলম্বনে ইন্দ্রজিত চরিত্রের পরিচয় দাও। ৫ ***
২) “এ অদ্ভুত বারতা”- অদ্ভুত বার্তাটি কি? বার্তাটিকে অদ্ভুত বলা হয়েছে কেন? ***
৩) “ঘুচাবো এ অপবাদ বধি রিপুকূলে”- উদ্ধৃতাংশের বক্তা কে? বক্তা তার কোন অপবাদের কথা বলেছেন? অপবাদ ঘোচাবার জন্য তিনি কি করেছিলেন? ***
পথের দাবীঃ
১) “ভয় হয় এখানে খেলা চলিবে না” – উক্তিটির তাৎপর্য লেখো। ৩
২) “তার আমি জামিন হতে পারি” — কে , কীসের জামিন হতে চেয়েছে ? ৩
৩) “বুড়োমানুষের কথাটা শুনো”- বুড়ো মানুষ কে? তিনি কোন কথা বলেছিলেন ? ১+২
৪) “তা ছাড়া এত বড়ো বন্ধু”- কাকে কেনো বন্ধু বলা হয়েছে? ৩
……. আরো কিছু প্রশ্ন পরবর্তীতে দেওয়া হবে
কোনিঃ
১) “আজ বারুণী”- বারুণীর দিন গঙ্গা ঘাটের দৃশ্য বর্ণনা করো। ৫ ***
২) “খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি”- বিষ্টুচরণ দাসের খাদ্যাভাসের পরিচয় দাও। ৫
৩) “আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না”- বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কী বুঝিয়েছেন?
৪) কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। ৫ ***
৫) “তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে”- কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে? তাঁর ‘আসল লজ্জা’ ও ‘আসল গর্ব’ জলে বলার কারণ কী? ৩+২
৬) “ফাইট কোনি ফাইট”- সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরণের ফাইট করতে হয়েছিল, নিজের ভাষায় লেখো। ৫ *** অথবা, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লরাই তা সংক্ষেপে আলোচনা করো। ৫ ***
৭) ‘কোনি’-র চরিত্রটি আলোচনা করো। ৫
৮) ক্ষিতীশ সিংহের চরিত্রটি আলোচনা করো। ৫
বঙ্গানুবাদঃ
১) Home is the first school where child learns his first lesson. He sees, hears and begins to learn at home. It is home that builds his character. In a good home honest and healthy men are made. Bad influence at home spoils a child.
২) Honesty is a great virtue. If you do not deceive others, if you do not tell a lie; if you are strictly just and fair in your dealings with others, you are an honest man. Honesty is the best policy. An honest man is respected by all.
৩) Student life is the stage of preparation for future. This is the most important period of life. A student is young today. But he will be man tomorrow. He has different duties. He should perform them well. As a student, his first duty is to study and learn. He should be careful to his lessons.
৪) Stealing is taking or keeping the property of another without the other’s permission. If your classmate leaves his fountain pen on the desk and you pocket it, you are stealing his property to which you have no right. If your friend lends you the cricket bat and you keep it, since he forgets to ask for it, you are dishonest.
৫) One fine evening a young princess went out to take a walk by herself in a wood. In this wood there was a lake, by the side of which the princess sat down to rest. She had a golden ball in her hand, and this was the plaything she liked most. She was always throwing it up in the air and catching it as it fell.
৬) Wealth is no doubt necessary for happiness in life. But it has a tendency to concentrate in the hands of a few. The result is the rich become richer and the poor poorer. This is certainly a misuse of wealth. It should be fairly distributed among all, so that it may bring happiness to the greatest number of people in the society.
৭) Once two friends started on a travel. Their way lay through a forest. As they came half way through the forest, a bear was seen approaching slowly towards them. One of them climbed up a tree. The other did not know how to climb up a tree and lay flat on his face without breathing.
৮) Once a mouse disturbed a lion in his sleep. The lion caught the mouse and was going to kill it; but it begged for pardon and was let go. Shortly after, the lion was caught in a strong net. Hearing his roar, the mouse came there and cut the ropes with its teeth. The lion became free.
৯) Once two women, quarrelling about the claim of a child, went to the judge for justice. The judge called the executioner and ordered. ‘Cut the child into halves and give one half to each of the women.’ One of the women, when she heard the order, remained silent; but the other woman began to weep.
১০) Man is a social animal. He cannot live alone. No person can be happy without having sincere friends. But selfish persons fail to make real friendship. Because to get love you must give love in return.
১১) Once a soldier was made a prisoner of war. After a few years the war ended and he was released. One day while he was walking near a market he saw a bird-seller with a cage full of birds for sale. The soldier bought the cage and then set all the birds free one by one. When the people around asked him about his strange behavior he replied “I know the agony of captivity”.
১২) Last Saturday was a memorable day in my life. I went to the river for taking my bath as usual. The bathing ghat was not crowded then. Only two boys were bathing in the river at the time. Suddenly one of them fell in deep water and he cried out for help. Hearing that I was puzzled for a few seconds. Then I tried to help him.
১৩) We should try to prosper in life. But we should not give up our sense of morality. If we compromise with dishonesty, it would be difficult for us to respect ourselves. So it is important to choose the right way. No person can be happy without having sincere friends.
১৪) Newspaper reading has become an essential part of our life. As we get up in the morning, we wait eagerly for the daily paper. Twentieth century was an age of newspapers. Through newspapers we gather information about different countries of the world.
১৫) One day a dog stole a piece of meat from a butcher shop. He was crossing over a bridge. Suddenly, he saw his own shadow in the water. He thought that there was another dog and he had a bigger piece of meat.
সংলাপ রচনাঃ
১) মাধ্যমিকের পরে কী নিয়ে পড়বে এবং কেন ***
২) পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা
৩) বৃক্ষরোপনের উপযোগিতা
৪) মাধ্যমিক টেষ্ট পরীক্ষা কতোটা প্রয়োজন ***
৫) অনলাইন শিক্ষার ভালো-মন্দ ***
৬) নিত্যপ্রয়জনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ***
৭) বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহার
প্রতিবেদন রচনাঃ
১) বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহার
২) একটি ব্যাঙ্ক ডাকাতি
৩) একটি অ্যাক্সিডেন্ট ***
৪) পুষ্পমেলা / বইমেলা ***
৫) গাছ কাটার বিরুদ্ধে জনপ্রতিরোধ
৬) বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ
৭) দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি
প্রবন্ধ রচনাঃ
১) বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ***
২) বিজ্ঞান ও কুসংস্কার ***
৩) শীতের সকাল ***
৪) ছাত্রজীবনে খেলাধূলার ভূমিকা ***
৫) পরিবেশ দূষণ ও তার প্রতিকার ***
৬) বিশ্ব উষ্ণায়ন
৭) বাংলার ঋতুবৈচিত্র ***
৮) বাংলার উৎসব ***
৯) শিক্ষাবিস্তারে গণমাধ্যমের ভূমিকা ***
১০) মাতৃভাষায় বিজ্ঞানচর্চা
১১) কন্যাশ্রী প্রকল্প
১২) স্বামী বিবেকানন্দ
খুব শীঘ্রই আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে প্রদান করা হবে। সাজেশন পেতে নিয়মিত পেজটিতে লক্ষ্য রাখো।