শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের সমাস থেকে এই পোষ্টে অলুক সমাস ও বাক্যাশ্রয়ী সমাস সম্পর্কে বিষদ আলোচনা প্রদান করা হলো।
অলুক সমাসঃ
যে সমাসের সমস্তপদে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না তাকে অলুক সমাস বা অলোপ সমাস বলা হয়।
অলুক সমাস তিন রকম-
১) অলুক দ্বন্দ্ব সমাসঃ
যেমন- হাতে-পায়ে।
২) অলুক তৎপুরুষ সমাসঃ
যেমন- তেলেভাজা।
৩) অলুক বহুব্রীহিঃ
যেমন- গায়েহলুদ
দশম শ্রেণির বাংলা পাঠ্য বিষয়ের নোট দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে
বাক্যাশ্রয়ী সমাসঃ
নামকরণ থেকেই বোঝা যাচ্ছে, যে সমাসে সমস্যমান পদগুলি একটি বাক্যকে বা বাক্যখন্ডকে আশ্রয় করে থাকে, তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে।
যেমন-
আমরা সব পেয়েছির দেশে এসে গেছি
আজকের বিশেষ আকর্ষণ বসে আঁকো প্রতিযোগিতা
সমাস থেকে সব আলোচনার লিঙ্ক নিম্নে প্রদান করা হলো-
বাংলা ব্যাকরণের অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনাগুলি দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে