মাধ্যমিক পরীক্ষার্থীদের অনুশীলনের জন্য শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে সমাস SAQ প্রদান করা হলো। শিক্ষার্থীরা ইতিপূর্বে সমাসের যে আলোচনাগুলি প্রদান করা হয়েছে, তা পড়ে খুব সহজেই এই সমাস SAQ প্রশ্নের উত্তরগুলি করতে পারবে।
সমাস SAQ:
১. সমাস কথার অর্থ কি ?
উঃ সংক্ষেপ ।
২. সমাস হতে গেলে কমপক্ষে কয়টি পদের দরকার ?
উঃ দুটি পদ ।
৩. কোন সমাসের ব্যাসবাক্য হয় না ?
উঃ নিত্য সমাস ।
৪. পলান্ন শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো ।
উঃ পল মিশ্রিত অন্ন =পলান্ন > মধ্যপদলোপী কর্মধারয় সমাস
৫. যে সমাসে পূর্বপদ ও পরপদ উভয় সমস্যমান পদের অর্থ সমস্তপদে অক্ষুন্ন থাকে, তাকে কি সমাস বলে ?
উঃ দ্বন্দ্ব সমাস ।
৬. ‘গিন্নিমা’ শব্দটির ব্যাসবাক্য লেখো ।
উঃ যিনি গিন্নি তিনি মা = কর্মধারয় সমাস ।
৭. নিত্য সমাস কাকে বলে ?
উঃ যে সমাসের ব্যাসবাক্য করা যায় না তাকে নিত্য সমাস বলে । যেমন— অন্য গ্রাম > গ্রামান্তর, অন্য দেশ > দেশান্তর
৮. কোন সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় ?
উঃ অব্যয়ীভাব সমাস ।
৯. ব্যাসবাক্য কাকে বলে ?
উঃ যে সকল পদ নিয়ে সমাস গঠিত হয় সেই পদসমষ্টিকে ব্যাস বাক্য বলে ।
১০. সমাস শব্দটির বুৎপত্তি কী ?
উঃ সম্ – √অস + ঘঙ্ = সমাস ।
১১. ‘বিষাদসিন্ধু’ এটি কোন সমাসের উদাহরণ ?
উঃ এটি রূপক কর্মধারয় সমাস ।
১২. ব্যাসবাক্যের অপর নাম কি ?
উঃ বিগ্রহ বাক্য ।
১৩. পরপদ প্রধান হয় কোন সমাসে ?
উঃ তৎপুরুষ সমাসে ।
১৪ বহুব্রীহি সমাসে কোন পদের প্রাধান্য থাকে ?
উঃ সমস্যমান পদগুলির কোনটিরই অর্থ প্রধান ভাবে না বুঝিয়ে তাদের মাধ্যমে অন্য কোনো অর্থ প্রাধান্য পায় ।
১৫. যার সঙ্গে তুলনা করা হয়, তাকে কী বলা হয় ?
উঃ উপমান পদ ।
১৬. কোন সমাসে পূর্বপদ সংখ্যাবাচক হয় ?
উঃ দ্বিগু সমাসে ।
১৭. যাকে তুলনা করা হয় তাকে কী বলা হয় ?
উঃ উপমেয় পদ ।
১৮. কর্মধারয় এর অর্থ কী ?
উঃ কর্ম ধারণ করে ।
১৯. সমাসবদ্ধ পদের অপর নাম কী ?
উঃ সমস্ত পদ ।
২০. পরস্পর একজাতীয় কাজ করা বোঝালে যে বহুব্রীহি সমাস হয় তার নাম কী ?
উঃ ব্যতিহার বহুব্রীহি ।
২১. ব্যাসবাক্য /পূর্বপদ / আসক্তি /সমস্যমান পদ —চারটির মধ্যে কোনটি সমাসের সঙ্গে যুক্ত নয় ?
উঃ আসক্তি ।
২২. উপমিত কর্মধারয় সমাসে অদৃশ্য থাকে কোন পদটি ?
উঃ সাধারণ ধর্ম ।
২৩. বহুব্রীহি শব্দের অর্থ কি ?
উঃ বহু = অনেক, ব্রীহি = ধান বা অর্থ ।
২৪. সমাসের কাজ কী ?
উঃ পদের মিলন ঘটানো ।
২৫. উপপদ কোথায় বসে ?
উঃ কৃদন্ত পদের আগে বসে ।
২৬. সংযোগমূলক সমাসের উদাহরণ লেখো ।
উঃ দ্বন্দ্ব সমাস ।
২৭. নিরামিষ / হাতাহাতি / অথই / ডাকাবুকো —চারটির মধ্যে ব্যতিহার বহুব্রীহি কোনটি ?
উঃ হাতাহাতি ।
২৮. যে যে পদ মিলিত হয়ে সমাস গঠিত হয় তাকে কী বলে ?
উঃ সমস্যমান পদ ।
২৯. অলোপ সমাস কয় প্রকার ও কি কি ?
উঃ তিন প্রকার যথা— (i) অলোপ দ্বন্দ্ব, (ii) অলোপ তৎপুরুষ এবং (iii) অলোপ বহুব্রীহি ।
৩০. গ্রামান্তর / তেপান্তর / যুগান্তর / ভাষান্তর — এই চারটি শব্দের মধ্যে কোনটি নিত্য সমাস নয় ?
উঃ তেপান্তর ।
সমাস থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
ব্যাসবাক্য সহ সমাসের নামঃ
১. গ্রামান্তর = অন্য গ্রাম → নিত্য সমাস ।
২. তেলে ভাজা = তেলে ভাজা → অলোপ তৎপুরুষ ।
৩. পথপ্রদর্শক = পথ প্রদর্শন করেন যিনি → উপপদ তৎপুরুষ ।
৪. ভয়কাতর = ভয় থেকে কাতর → অপাদান তৎপুরুষ ।
৫. অরিন্দম = অরিকে দমন করে যে → উপপদ তৎপুরুষ ।
৬. মহাসমুদ্র = মহা যে সমুদ্র → কর্মধারয় সমাস ।
৭. অসমাপ্ত = নয় সমাপ্ত → নঞ তৎপুরুষ ।
৮. মাতৃহীন = মাতৃ দ্বারা হীন → করণ তৎপুরুষ ।
৯. রক্তবর্ণ = রক্তের ন্যায় বর্ণ → উপমান কর্মধারয় সমাস ।
১০. বিদেশে = অন্য দেশে → অব্যয়ীভাব ।
১১. ত্রিসংসার = তিন সংসারের সমাহার → দ্বিগু সমাস ।
১২. জীবকুল = জীবের কুল → সম্বন্ধ তৎপুরুষ সমাস ।
১৩. লেশমাত্র = কেবল লেশ → নিত্য সমাস ।
১৪. নিস্তরঙ্গ = নেই তরঙ্গ যার → নঞ বহুব্রীহি সমাস ।
১৫. দেখাশোনা = দেখা ও শোনা → দ্বন্দ্ব সমাস ।
১৬. ছোটগল্প = ছোট যে গল্প → কর্মধারয় সমাস ।
১৭. ধর্মযুদ্ধ = ধর্মের নিমিত যুদ্ধ → নিমিত্ত তৎপুরুষ সমাস ।
১৮. মানহারা = মান হারিয়েছে যে → উপপদ তৎপুরুষ সমাস ।
১৯. লাঠালাঠি = লাঠিতে লাঠিতে যে যুদ্ধ → ব্যতিহার বহুব্রীহি ।
২০. রাজমিস্ত্রি = মিস্ত্রির রাজা → সম্বন্ধ তৎপুরুষ সমাস ।
২১. ভবনদী = নদী ভবের ন্যায় → উপমান কর্মধারয় ।
২২. শোকালন = শোক রূপ অনল → রূপক কর্মধারয় ।
২৩. মারামারি = মেরে মেরে যে যুদ্ধ → ব্যাতিহার বহুব্রীহি সমাস ।
২৪. অসহায় = নেই সহায় যার → নঞ তৎপুরুষ সমাস ।
২৫. বনেবাদাড়ে = বনে ও বাদাড়ে → অলোপ দ্বন্দ্ব সমাস ।
সমাস থেকে সব আলোচনার লিঙ্ক নিম্নে প্রদান করা হলো-
বাংলা ব্যাকরণের অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনাগুলি দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে