সর্বনাম পদ
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের বিবিধ আলোচনা নিয়মিত প্রদান করা হয়। এখানে বাংলা ব্যাকরণের শব্দ ও পদ থেকে সর্বনাম বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। এই প্রশ্নের উত্তরগুলি শিক্ষার্থীরা তৈরি করলে বাংলা ব্যাকরণের শব্দ ও পদ বিষয়ে সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
সর্বনাম পদ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরঃ
১) সর্বনাম পদ কাকে বলে?
উঃ নামপদ বা বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে।
যেমনঃ সে, তিনি, তাদের ইত্যাদি।
২) ব্যক্তিবাচক সর্বনাম কাকে বলে?
উঃ ব্যক্তিবাচক বিশেষ্যের পরিবর্তে যেসকল সর্বনাম পদ ব্যবহৃত হয় তাদের ব্যক্তিবাচক সর্বনাম বলে।
যেমনঃ আমাদের, আমি ইত্যাদি।
৩) নির্দেশক সর্বনাম কাকে বলে?
উঃ কোন বস্তুকে নির্দেশ করবার জন্য যে সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকে নির্দেশক সর্বনাম বলে।
যেমনঃ এটা, ওটা, এরা, উনি ইত্যাদি।
৪) অনির্দেশক সর্বনাম কাকে বলে?
উঃ অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবার জন্য যে সর্বনাম পদ ব্যবহার করা হয় তাকে অনির্দেশক সর্বনাম বলে।
যেমনঃ কেউ কেউ, যে-কেউ ইত্যাদি।
৫) প্রশ্নবাচক সর্বনাম কাকে বলে?
উঃ যে সর্বনাম পদের দ্বারা কোন জিজ্ঞাসা বা প্রশ্ন করা বোঝায় তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে।
যেমনঃ কে, কী, কোন, কাকে, কেন ইত্যাদি।
৬) আত্মবাচক সর্বনাম কাকে বলে?
উঃ যে সর্বনাম পদের দ্বারা নিজেকে বঝানো হয় তাকে আত্মবাচক সর্বনাম বলে।
যেমনঃ আপনি, নিজে, স্বয়ং ইত্যাদি।
৭) সমষ্টিবাচক সর্বনাম কাকে বলে?
উঃ যে সর্বনাম পদের দ্বারা ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টিকে বোঝানো হয় তাদের সমষ্টিবাচক সর্বনাম বলে।
যেমনঃ সবাই, সবার, সকল ইত্যাদি।
৮) সাপেক্ষ সর্বনাম কাকে বলে?
উঃ যে সর্বনাম পদ দুই বা তার বেশি ব্যক্তি, বস্তু বা ভাবের মধ্যে যোগাযোগ বোঝায় তাদের সাপেক্ষ সর্বনাম বলে।
যেমনঃ যে-সে, যাকে-তাকে, যিনি-তিনি ইত্যাদি।
৯) পারস্পরিক সর্বনাম কাকে বলে?
উঃ যে সর্বনাম পদ দ্বারা দুটি পক্ষের পরস্পর নির্ভরতা বোঝায় তাকে পারস্পরিক সর্বনাম বলে।
যেমনঃ আপনা-আপনি, নিজে-নিজেই ইত্যাদি।
বাংলা বিষয়ে অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
দ্বিতীয় ইউনিট টেষ্টের বাংলা সাজেশন দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ