শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে আবহমান কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নগুলির উত্তর তৈরি করলে তাদের দ্বিতীয় ইউনিট টেষ্ট ও বার্ষিক পরীক্ষায় বিশেষভাবে উপকৃত হবে।
প্রশ্নমানঃ১
- আবহমান কথাটির অর্থ কী?
- “যা গিয়ে উঠোনে তোর দাঁড়া”- তোর বলতে কার কথা বলা হয়েছে?
- কবিতায় কতবার লাউমাচার কথা উল্লেখ করা হয়েছে?
- কোন্ নির্দিষ্ট সময়ে ফুল দোলার কথা বলা হয়েছে?
- কীসের সাহায্যে ফুলটি দুলে দুলে উঠেছে?
- “কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে”- কার কথা বলা হয়েছে?
- “কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে”- আবার কথাটি বলা হয়েছে কেন?
- “বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না”- কোন্ গাছের কথা বলা হয়েছে?
- ‘দুরন্ত পিপাসা’ কথার অর্থ কী?
- সারাটা রাত কী করার কথা বলা হয়েছে?
- কবিতায় কোন ফুলের কথা বারবার বলা হয়েছে?
- ‘তেমনই করেই সূর্য ওঠে’- এই কথার অর্থ কী?
- ‘নামলে আবার ছুটে আসে’- কে কোথায় ছুটে আসে?
- ‘এখনও সেই ফুল দুলছে’- ‘এখনও’ শব্দটির ব্যবহার কেন করা হয়েছে?
- ‘এইখানে এসেছিল অনেক বছর আগে’- ‘এইখানে’ বলতে কোথাকার কথা বলা হয়েছে?
প্রশ্নমানঃ৩
১)“যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া”- প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো।
২)“কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে”- কার কথা বলা হয়েছে? উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো।
৩)“কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে”- উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো।
৪)“নটেগাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না”- উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো।
৫)“তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া”- উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো।
প্রশ্নমানঃ ৫
১) আবহমান কবিতাটির মূল বক্তব্যটি বুঝিয়ে দাও।
২) ‘আবহমান’ কবিতার মধ্য দিয়ে গ্রামীণ প্রকৃতির যে প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও।
৩) “নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি/হারায় না তার বাগান থেকে কুন্দফুলের হাসি”-তাৎপর্য ব্যাখ্যা করো। ৫
৪) “ফুরয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা”-‘একগুয়েটা’ কে? তার দুরন্ত পিপাসা ফুরয় না বলতে কী বোঝানো হয়েছে? ৫
উপরের প্রশ্নগুলির উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করোঃ