শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের বিবিধ আলোচনা নিয়মিত প্রদান করা হয়। এখানে বাংলা ব্যাকরণের ক্রিয়ার কাল থেকে বর্তমান কাল বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। এই প্রশ্নের উত্তরগুলি শিক্ষার্থীরা তৈরি করলে বাংলা ব্যাকরণের শব্দ ও পদ বিষয়ে সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে পারবে।
বর্তমান কাল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরঃ
১) ক্রিয়ার কাল কাকে বলে?
উঃ ক্রিয়া সম্পাদনের সময়কে ক্রিয়ার কাল বলে।
২) ক্রিয়ার কালকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কী কী?
উঃ ক্রিয়ার কালকে তিন ভাগে ভাগ করা হয়।
যথা-
১) বর্তমান কাল
২) অতীত কাল
৩) ভবিষ্যৎ কাল।
৩) ক্রিয়ার বর্তমান কাল কাকে বলে? উদাহরণ দাও।
উঃ বর্তমানে কোন কাজ করা হচ্ছে বা হয়ে চলে বোঝাতে যে ক্রিয়ার কাল ব্যবহৃত হয় তাকে ক্রিয়ার বর্তমান কাল বলে।
যেমনঃ
আমি বিদ্যালয়ে যাই।
সূর্য পূর্ব দিকে ওঠে।
৪) সাধারণ বর্তমান কাল কাকে বলে? উদাহরণ দাও।
উঃ যে ক্রিয়ার কাজ সাধারণত, নিত্য বা বরাবর ঘটে তাকে সাধারণ বর্তমান কাল বলে।
যেমনঃ
আমি প্রত্যেক দিন বিদ্যালয়ে যাই।
৫) ঘটমান বর্তমান কাল কাকে বলে? উদাহরণ দাও।
উঃ বর্তমানে কোন কাজ অনুষ্ঠিত হচ্ছে বোঝাতে যে ক্রিয়ার কাল ব্যবহৃত হয়, তাকে ঘটমান বর্তমান কাল বলে।
যেমনঃ
রাম ভাত খাচ্ছে।
৬) পুরাঘটিত বর্তমান কাল কাকে বলে? উদাহরণ দাও।
উঃ যে কাজ শেষ হয়েছে কিন্তু তার রেশ রয়ে গেছে তা বোঝাতে ক্রিয়ার যে কাল ব্যবহৃত হয় তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে।
যেমনঃ
আমি পড়তে এসেছি।
৭) বর্তমান অনুজ্ঞা কাকে বলে?
উঃ যে ক্রিয়াপদের কালের দ্বারা বর্তমানে কোন আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা, আশীর্বাদ বোঝায়, তাকে বর্তমান অনুজ্ঞা বলে।
যেমনঃ
মন দিয়ে পড়াশোনা করো।
৮) ঐতিহাসিক বর্তমান কাল কাকে বলে? উদাহরণ দাও।
উঃ সাধারণ বর্তমানের ক্রিয়াপদকে যদি অতীতকালে ব্যবহার করা হয়, তখন তাকে ঐতিহাসিক বর্তমান কাল বলে।
যেমনঃ
১৯৪৭ সালে আমাদের দেশ স্বাধীন হয়।
বাংলা ব্যাকরণের বিবিধ আলোচনা দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ