শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের বিবিধ আলোচনা নিয়মিত প্রদান করা হয়। এখানে বাংলা ব্যাকরণের ক্রিয়ার ভাব বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। এই প্রশ্নের উত্তরগুলি শিক্ষার্থীরা তৈরি করলে বাংলা ব্যাকরণের শব্দ ও পদ বিষয়ে সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
ক্রিয়ার ভাব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরঃ
১) ক্রিয়ার ভাব কাকে বলে?
উঃ যে বিশিষ্ট ভঙ্গির মাধ্যমে সমাপিকা ক্রিয়ার কাজ কীভাবে ঘটছে তা বোঝা যায়, তাকে ক্রিয়ার ভাব বলে।
২) ক্রিয়ার ভাব কত প্রকার ও কী কী?
উঃ ক্রিয়ার ভাব তিন প্রকার।
যথা-
১) নির্দেশক ভাব
২) অনুজ্ঞা ভাব
৩) সংযোজক ভাব।
৩) নির্দেশক ভাব কাকে বলে? উদাহরণ দাও।
উঃ সমাপিকা ক্রিয়াটি যখন কাজ হওয়া, না হওয়া, না করা বোঝায়, তখন সেই ভাবকে নির্দেশক ভাব বলা হয়।
যেমনঃ অনন্যা কখনো কোলকাতা যায় নি।
৪) অনুজ্ঞা বলতে কী বোঝ?
উঃ আদেশ, অনুরোধ, প্রার্থনা, উপদেশ ও আশীর্বাদকে অনুজ্ঞা বলে।
যেমনঃ অনন্যা পড়তে বসো।
৫) অনুজ্ঞা ভাব কাকে বলে? উদাহরণ দাও।
উঃ সমাপিকা ক্রিয়াটি অনুজ্ঞা বোঝালে সেই ভাবকে অনুজ্ঞা ভাব বলা হয়।
যেমনঃ মন দিয়ে পড়াশোনা করো।
৬) সংযোজক ভাব কাকে বলে? উদাহরণ দাও।
উঃ একটি ক্রিয়া সম্পাদনের সাপেক্ষে অপর একটি ক্রিয়া সম্পাদিত হলে, প্রথম ক্রিয়াটির ভাবকে ঘটনান্তরপেক্ষিত বা সংযোজক বা সম্ভাবক ভাব বলে।
যেমনঃ যদি তুমি যাও তবে আমি যাবো।
বাংলা ব্যাকরণের বিবিধ আলোচনা দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ