শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের বিবিধ আলোচনা নিয়মিত প্রদান করা হয়। এখানে বাংলা ব্যাকরণের ক্রিয়ার বিভক্তি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। এই প্রশ্নের উত্তরগুলি শিক্ষার্থীরা তৈরি করলে বাংলা ব্যাকরণের শব্দ ও পদ বিষয়ে সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে পারবে।
ক্রিয়ার বিভক্তি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরঃ
১) ক্রিয়ার বিভক্তি কাকে বলে?
উঃ ধাতুর সঙ্গে যে বিভক্তিগুলি বা শব্দগুলি যোগ হয়ে ক্রিয়াপদ গঠিত হয়, তাকে ক্রিয়ার বিভক্তি বলে।
২) ক্রিয়ার বিভক্তি কত প্রকার ও কী কী?
উঃ ক্রিয়ার বিভক্তি তিন প্রকার। যথা-
১) কাল বিভক্তি
২) প্রকার ভক্তি
৩) পুরুষ বিভক্তি
৩) কাল বিভক্তি কাকে বলে?
উঃ ক্রিয়ার বিভিন্ন কালে যে বিভক্তি যুক্ত হয়, তাদের কাল বিভক্তি বলে।
৪) কাল বিভক্তি কয় প্রকার ও কী কী?
উঃ কাল বিভক্তি তিন প্রকার। যথা-
১) বর্তমান
২) অতীত
৩) ভবিষ্যৎ
৫) প্রকার বিভক্তি কাকে বলে?
উঃ ক্রিয়ার বিভিন্ন প্রকারের সঙ্গে যুক্ত বিভক্তি হল প্রকার বিভক্তি।
৬) প্রকার বিভক্তি কত প্রকার ও কী কী?
উঃ প্রকার বিভক্তি দু-প্রকার। যথা-
১) সাধু বিভক্তি
২) চলিত বিভক্তি
৭) ক্রিয়ার প্রকার কয়টি ও কী কী?
উঃ ক্রিয়ার প্রকার পাঁচটি। যথা-
১) সামান্য
২) ঘটমান
৩) পুরাঘটিত
৪) নিত্যবৃত্য
৫) অনুজ্ঞা
৮) পুরুষ বিভক্তি কাকে বলে? এর প্রকারভেদ আলোচনা করো।
উঃ উত্তম, মধ্যম ও প্রথম পুরুষে ক্রিয়াপদের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাদের পুরুষ বিভক্তি বলে। নিম্নে তাদের সম্পর্কে আলোচনা করা হলো-
১) উত্তম পুরুষ বিভক্তিঃ ই, অ, এন, ন ইত্যাদি।
২) মধ্যম পুরুষ বিভক্তিঃ আ, আও, ও ইত্যাদি।
৩) প্রথম পুরুষ বিভক্তিঃ ইস, শূণ্য, উন, এন ইত্যাদি।
বাংলা ব্যাকরণের বিবিধ আলোচনা দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ