বিদ্যালয়ে উপস্থিত হবার পর হঠাৎ অসুস্থ বোধ করায় প্রধান শিক্ষকের কাছে ছুটির আবেদনপত্র রচনা করো।
ছুটির আবেদনপত্র:
মাননীয় প্রধান শিক্ষক/শিক্ষিকা মহাশয়/মহাশয়া,
(নিজের বিদ্যালয়ের নাম লিখবে)
(নিজের শহরের নাম লিখবে, নিজের জেলার নাম লিখবে)
বিষয়ঃ হঠাৎ অসুস্থবোধ করায় চতুর্থ প্রিয়ডের পরে ছুটির আবেদনপত্র।
শ্রদ্ধেয় মহাশয়,
আমার বিনীত নিবেদন এই যে, আমি (নিজের নাম লিখবে) আপনার বিদ্যালয়ের (নিজের শ্রেণি লিখবে) (নিজের বিভাগ লিখবে) ছাত্র/ছাত্রী। আমার ক্রমিক নং (নিজের ক্রমিক নং লিখবে)। আজ বিদ্যালয়ে আসার পর থেকেই আমি হাল্কা পেটে ব্যাথা অনুভব করছিলাম। কিন্তু এখন সেই ব্যাথা গুরুতর হয়ে উঠেছে। আমার পক্ষে আজ আর বিদ্যালয়ে থেকে আমার ক্লাসগুলো করা সভব হবে না।
অতএব, মহাশয়ের কাছে আমার বিনীত অনুরোধ এই যে, আজকে চতুর্থ প্রিয়ডের পরে আমাকে বাড়ি যাবার অনুমতি প্রদান করলে কৃতজ্ঞ থাকবো।
(নিজের শহরের নাম লিখবে)
(নির্দিষ্ট দিনের তারিখ লিখবে) ইতি আপনার একান্ত অনুগত ছাত্র (নিজের নাম লিখবে)
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা বাংলা বিষয়ের অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে এই লিঙ্কটি অনুসরণ করো
বাংলা ব্যাকরণ বিষয়ে বিবিধ আলোচনা দেখতে এই লেখাতে ক্লিক/টাচ করতে হবে