প্রবাদ ও প্রবচন

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘প্রবাদ ও প্রবচন’ থেকে একটি গুরুত্বপূর্ণ নোট প্রদান করা হলো। 

১) প্রবাদ ও প্রবচন বলতে কী বোঝো? প্রবাদের উদাহরণ দাও।

 প্রবাদঃ

লোকসাহিত্যের অন্যতম উপাদান হল প্রবাদ ও প্রবচন। একটিমাত্র বাক্য বা বাক্যাংশে যখন একটি জাতির জীবন-অভিজ্ঞতা এবং ভুয়োদর্শনের নির্যাস নিহিত থাকে তখন তাকে প্রবাদ বলা হয়।  

 প্ৰবাদের বৈশিষ্ট্যঃ

   প্রবাদের বিবিধ বৈশিষ্ট্যগুলি ক্রমান্বয়ে আলোচনা করা যেতে পারে-

 ক) প্রবাদের ব্যবহার সার্বজনীন। পৃথিবীর প্রতিটি ভাষাতেই প্রবাদের অস্তিত্ব লক্ষ্য করা যায়।

 খ) একটি বা দুটি বাক্যেই বক্তব্য উপস্থাপিত হয়।

 গ) প্রবাদের বাচনভঙ্গি সরস হয় এবং এই সরসতার উপরই প্রবাদের সফলতা নির্ভর করে।

 ঘ) কোনো কোনো রচয়িতার দু-একটি পঙক্তি প্রবাদের মর্যাদা পেলেও বেশিরভাগ প্রবাদের রচয়িতার নাম নেই।

 ঙ) প্রবাদের উপর সাধারণ মানুষের এতোটাই আস্থা থাকে যে বেশিরভাগ প্রবাদকে সত্য বলে মনে করা হয়।

 

প্রবচনঃ 

বর্তমানে যে কথাগুলোকে প্রবাদ বলা হয় আগে সেগুলিকেই বচন বা প্রবচন বলা হতো। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর প্রবচন এবং প্রবাদের মধ্যে একটা পার্থক্যের কথা উল্লেখ করেছেন। তাঁর মতে, প্রবাদের মধ্যে একটা গল্পের আভাস থাকে, কিন্তু প্রবচন হল ছাঁটা-কাটা কথা।

 প্রবাদের উদাহরণঃ

চারটি বাংলা প্রবাদ হল-

১) মেয়ে বাঁচলেই জামাইয়ের আদর;

২) নেই কাজ তো খই ভাজ;  

৩) বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া;

৪) শকুনের নজর ভাগাড়ের দিকেই;

৫) একের বোঝা দশের লাঠি।

বাংলা MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

 

একাদশ শ্রেণির অন্যান্য বাংলা নোটগুলি দেখতে নিম্নের লিঙ্কে ক্লিক/টাচ করতে হবেঃ

You cannot copy content of this page

Need Help?