শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরন থেকে ‘বাক্য ।। দশম শ্রেণি বাংলা ।। পর্ব ২’ প্রদান করা হলো। এই আলোচনার শেষে শিক্ষার্থীদের জন্য বাক্য থেকে পরবর্তী আলোচনাগুলির লিঙ্কও প্রদান করা হয়েছে।
বাক্য ।। দশম শ্রেণি বাংলা ।। পর্ব ২ঃ
১) গঠনগত দিক থেকে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী?
উঃ বাক্যের গঠনে বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া- যোজক পদ ইত্যাদির সংখ্যা ও অবস্থান দেখে বাক্যের বিচার করাই বাক্যের গঠঙ্গত শ্রেণিবিভাগ। বাংলা বাক্যকে গঠনগত দিক থেকে চারটি বিভাগে বিভাজিত করা হয়।
যথাঃ
১) সরল বাক্য
২) জটিল বাক্য
৩) যৌগিক বাক্য
৪) মিশ্র বাক্য
২) অর্থগত দিক থেকে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী?
উঃ বাক্যের অর্থকে বিশ্লেষণের মাধ্যমে তাকে আটটি ভাগে বিভক্ত করা হয়।
যথাঃ
১) নির্দেশক
২) প্রশ্নবাচক
৩) অনুজ্ঞাবাচক
৪) প্রার্থনাসূচক
৫) সন্দেহবাচক
৬) আবেগসূচক
৭) শর্তসাপেক্ষ
৮) ইচ্ছাবাচক
৩) সরল বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
উঃ কোন বাক্যে একটিমাত্র উদ্দেশ্য, একটি বিধেয় এবং একটি সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে।
যেমনঃ বিরাট ভালো ক্রিকেট খেলে।
৪) জটিল বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
উঃ কোন বাক্যে একটি প্রধান উপবাক্য এবং এক বা একাধিক অপ্রধান উপবাক্য থাকলে সেই বাক্যকে জটিল বাক্য বলা হয়।
যেমনঃ বিরাট, যে ভারতীয় দলের অধিনায়ক, ভালো ক্রিকেট খেলে।
বাংলা MCQ প্রশ্নের মক টেষ্ট প্রদান করতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
৫) যৌগিক বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
উঃ একের বেশি প্রধান উপবাক্য যখন কোন অব্য দ্বারা সংযুক্ত হয়, তখন সেই বাক্যকে যৌগিক বাক্য বলে। যেমনঃ বিরাট ভারতীয় দলের অধিনায়ক এবং সে একজন ভালো ক্রিকেটার।
৬) মিশ্র বাক্য কাকে বলে? উদাহরণ দাও।
উঃ এক বা একাধিক ভিন্ন উপবাক্যের মিলনে যে পূর্ণবাক্য গঠিত হয় তাকে মিশ্র বাক্য বলে।
যেমনঃ বিরাট, যে ভারতীয় দলের অধিনায়ক, ভালো ক্রিকেট খেলে এবং তার খেলা আমি দেখেছি।
গুরুত্বপূর্ণ লিঙ্কঃ
বাংলা ব্যাকরণ থেকে অন্যান্য আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে