কারক নির্ণয় অনুশীলনী
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের অনুশীলনের জন্য কিছু কারক নির্ণয় অনুশীলনী প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই কারক নির্ণয় অনুশীলনী সমাধান করলে কারক-বিভক্তি নির্ণয়ে পারদর্শী হয়ে উঠবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
কারক নির্ণয় অনুশীলনীঃ
১) চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা।
২) উঠোনটা কয়েকদিনে ঘাসে ভরে গেছে।
৩) অন্ধজনে দেহ আলো।
৪) পাঁচদিন নদীকে দেখা হয় নাই।
৫) বইটা রাস্তায় পেলাম।
৬) মাঠে লোক গিজগিজ করছে।
৭) বাঘে-গরুতে এক ঘাটে জল খায়।
৮) সন্ধ্যাবেলা কীর্তন হবে।
৯) ভালো ব্যবহারে অন্যের মন জয় করো।
১০) বিপদে মোরে রক্ষা করো।
১১) অরিন্দম কহিলা বিষাদে।
১২) দুই বন্ধু মিলে শিকারে গেলেন।
১৩) সাপের হাঁচি বেদেয় চেনে।
১৪) বুল্বুলিতে ধান খেয়েছে।
১৫) মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।
১৬) ঠাকুমার মুখে অনেক গল্প শুনেছি।
১৭) তিলে তেল হয়।
১৮) নিজের হাতে একাজ করেছি।
১৯) মরা লোকে তো কথা কয় না।
২০) পুষ্পে পুষ্পে ভরা শাখী।
২১) বাংলার তাঁতের শাড়ি খুব বিখ্যাত।
২২) আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস।
২৩) পাথরে পা কেটে গেল।
২৪) পুজোর ফুল নষ্ট করো না।
২৫) অস্ত্রো রাখো।
এমনই আরো বাংলা ব্যাকরণ বিষয়ে অনুশীলনের জন্য নিয়মিত ভিজিট করো শিক্ষালয় ওয়েবসাইটটি।
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয়ের সাথে ফেসবুকে যুক্ত হতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবেঃ