উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৪ ।। HS POLSCIENCE SUGGESTION 2024

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৪ ।। HS POLSCIENCE SUGGESTION 2024

শিক্ষালয় ওয়েবসাইটের মাধ্যমে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৪ ।। HS POLSCIENCE SUGGESTION 2024 প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৪ ।। HS POLSCIENCE SUGGESTION 2024 এর দ্বারা বিশেষভাবে উপকৃত হবে। এই সাজেশনটি একটি প্রশ্নপত্রের আকারে প্রদান করা হলো। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৪ ।। HS POLSCIENCE SUGGESTION 2024: 

বিভাগ- ক (যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও) ৮*৫=৪০

১) আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। ২+৬

২) মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। ৮

৩) গান্ধিজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। ৮

৪) এককক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ৮

৫) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো? ‘কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয়, কাম্যও নয়’- মন্তব্যটির যথার্থতা বিচার করো। ৩+৫

৬) ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো। ৮

৭) ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতাগুলি ব্যাখ্যা করো। ৮

৮) ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। ৮

 

বিভাগ- খ

ক) প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১*২৪=২৪

১) ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়- ক) গ্রাম পঞ্চায়েতের দ্বারা খ) পৌরসভার দ্বারা গ) রাজ্য সরকার দ্বারা ঘ) গ্রামসভার দ্বারা

২) কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা- ক) ১৪৪ খ) ১৬২ গ) ১৩৫ ঘ) ১৫২ টি

৩) পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন?- ক) প্রধান খ) সভাপতি গ) সভাধিপতি ঘ) বিডিও

৪) পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্ভবাচন অনুষ্ঠিত হয়- ক) ১৯৭৫ খ) ১৯৭৭ গ) ১৯৭৮ ঘ) ১৯৮০ সালে

৫) কোন ধারাবলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে?- ক) ৩২ খ) ২২৬ গ) ৫১ ঘ) ৩২৬ নং ধারা

৬) পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয়- ক) ১৯৮৬ খ) ১৯৮৭ গ) ২০০৩ ঘ) ২০০৫ সালে

৭) সুপ্রিমকোর্টের আছে- ক) মূল এলাকা খ) আপিল এলাকা গ) পরামর্শদানের এলাকা ঘ) মূল, আপিল ও পরামর্শদানের এলাকা

৮) ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়- ক) ১৯৮৫ খ) ১৯৮৭ গ) ১৯৮৬ ঘ) ১৯৮৮ সালে

৯) হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল- ক) ৬৫ খ) ৬০ গ) ৬২ ঘ) ৭০ বছর

১০) ‘ভারতের সুপ্রিমকোর্ট পৃথিবীর যে-কোনো সুপ্রিমকোর্ট অপেক্ষা শক্তিশালী’- বলেছেন- ক) এ কে আয়ার খ) পি এন ভগবতী গ) ডি ডি বসু ঘ) ড. বি আর আম্বেদকর

১১) অর্থ বিল প্রথম উপস্থিত হয়- ক) লোকসভায় খ) রাজ্যসভায় গ) বিধান পরিষদে ঘ) সুপ্রিমকোর্টে

১২) পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন- ক) প্রধানমন্ত্রী খ) উপরাষ্ট্রপতি গ) স্পিকার ঘ) রাজ্যপাল

১৩) রাজ্যসভায় সভাপতিত্ব করেন- ক) রাষ্ট্রপতি খ) উপরাষ্ট্রপতি গ) স্পিকার ঘ) প্রধানমন্ত্রী

১৪) ভারতের প্রথম রাষত্রপতি ছিলেন- ক) ড. রাজেন্দ্রপ্রসাদ খ) ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ গ) ড. জাকির হোসেন ঘ) কোনটিই নয়

১৫) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল- ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ বছর  

১৬) আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল- ক) ৯ খ) ৭ গ) ৫ ঘ) ২ বছর

১৭) ‘শান্তির জন্য ঐক্য প্রস্তাব’ সাধারণ সভায় গৃহীত হয়- ক) ১৯৬০ খ) ১৯৭০ গ) ১৯৫০ ঘ) ১৯৬৫ সালে

১৮) সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়- ক) ১৯৪৪ খ) ১৯৪৫ গ) ১৯৪৮ ঘ) ২০০০ সালে

১৯) ভারত-চীন সীমানা বিরোধ হয়- ক) ১৯৬২ খ) ১৯৬৭ গ) ১৯৬০ ঘ) ২০১৭ সালে

২০) ১৯৯১ সালে ভারতে _______ এর প্রধানমন্ত্রীত্বকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে।– ক) ইন্দিরা গান্ধী খ) লাল বাহাদুর শাস্ত্রী গ) নরসিমহা রাও ঘ) মনমোহন সিং

২১) ‘123’ চুক্তি সাক্ষরিত হয়েছিল- ক) ২০০৫ খ) ২০০৭ গ) ২০০৯ ঘ) ২০১১ সালে

২২) ঠান্ডা লড়াইয়ের অবসান হয়- ক) ১৯৮০ খ) ১৯৯৫ গ) ১৯৯১ ঘ) ১৯৯৩ সালে

২৩) ঠান্ডা যুদ্ধকে ‘গরম শান্তি’ বলে বর্ণনা করেছেন- ক) ফ্রিডম্যান খ) রেমন্ড গ) ফ্র্যাঙ্কেল ঘ) বার্নেট

২৪) ন্যাটো গঠিত হয়- ক) ১৯৪৩ খ) ১৯৪৪ গ) ১৯৪৫ ঘ) ১৯৪৯ সালে

 

খ) নিম্নলিখিত প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত উত্তর দাও। ১*১৬=১৬

১) দাতাঁত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কী?

২) ভারতের কোন প্রধানমন্ত্রী ১৯৮৭ সালে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে শান্তি স্থাপনের উদ্দেশ্যে চুক্তি করেন?

৩) সার্কের সদস্য দেশগুলির নাম উল্লেখ করো। অথবা SAPTA-র পূর্ণ রূপ কী?

৪) আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?

৫) সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে-কোনো একজটি নীতির উল্লেখ করো।

৬) ‘সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য’ বলে কাকে অভিহিত করা হয়? অথবা, রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রী কে?

৭) লোক আদালত প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?

৮) জেলা পরিষদের আয়ের দুটি প্রধান উৎসের নাম লেখো। অথবা পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে?

৯) কোন সম্মেলনকে ঠান্দা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিনহিত করা হয়? অথবা, ট্র্যুম্যান নীতি কাকে বলে?

১০) ‘পেরেস্ত্রৈকা’ কী?

১১) কোন বছর বাদুং সম্মেলন অনুষ্ঠিত হয়?

১২) নিরাপত্তা পরিষদে ভিটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম লেখো। অথবা, জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত?

১৩) সম্মিলিত জাতিপুঞ্জ দিবসরূপে বছরের কোন দিনটি পালিত হয়? অথবা, জাতিপুঞ্জের ১৯৩ তম সদস্য রাষ্ট্রটির নাম কী?

১৪) ভারতের রাষত্রপতি কোন পদ্ধতিতে পদচ্যূত হন?

১৫) বিচার বিভাগীয় অতি সক্রীয়তা বলতে কী বোঝো? অথবা, ‘পরমাদেশ’ কথার অর্থ কী?

১৬) ১৯৯২ সালের কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সঙ্গে জড়িত? অথবা, স-পরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত?

উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

sikkhalaya click here

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?