ধ্বনি পরিবর্তন MCQ

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে বাংলা ব্যাকরণ চর্চার উদ্দ্যেশ্যে ধ্বনি পরিবর্তন MCQ প্রশ্নোত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই ধ্বনি পরিবর্তন MCQ প্রশ্নের উত্তরগুলি সমাধান করলে তাদের পরীক্ষায় বিশেষভাবে উপকৃত হবে। এর পাশাপাশি শিক্ষার্থীরা বাংলা ব্যাকরণ চর্চার জন্য এই ধ্বনি পরিবর্তন MCQ প্রশ্নের উত্তরগুলি সমাধান করতে পারবে। ধ্বনি পরিবর্তন MCQ প্রশ্নের সব উত্তর প্রশ্নের শেষে নিম্নে প্রদান করা হয়েছে।

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

ধ্বনি পরিবর্তন MCQ: 

১) ‘শুনিয়া>শুনে’ কিসের উদাহরন?

ক) অপিনিহিত

খ) ব্যঞ্জন বিকৃতি

গ) অভিশ্রুতি

ঘ) অন্তর্হতি

২) হর্ষ>হরষ — হওয়ার ধ্বনিসূত্র?

ক) অপিনিহিতি

খ) অন্ত্যস্বরাগম

গ) বিপ্রকর্ষ

ঘ) সমীভবন

৩) স্বরসঙ্গতির উদাহরণ কোনটি?

ক) হইবে> হবে

খ) রাত্রি> রাইত

গ) দেশী> দিশি

ঘ) জালিয়া> জাইল্যা> জেলে

৪) স্বরভক্তির অপর নাম কি?

ক) অভিশ্রুতি

খ) অন্তস্বরাগম

গ) অপিনিহিত

ঘ) বিপ্রকর্ষ

৫) স্বরধ্বনি পরিবর্তন সংক্রান্ত গুন, বৃদ্ধি ও সম্প্রসারণকে একত্রে বলে-

ক) অপশ্রুতি

খ) অপঋদ্ধি

গ) ত্রিশ্রুতি

ঘ) ত্রিগুনা

৬) স্নান > সিনান কোন ধরণের ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া –

ক) স্বরসংগতি

খ) ধ্বনিলোপ

গ) সমীভবন

ঘ) বিপ্রকর্ষ

৭) সমীভবন কী?

ক) ষ-ত্ব বিধান

খ) বিদেশি শব্দ

গ) স্বর আলাদা

ঘ) দুটো ব্যঞ্জনের একরকম হওয়া

৮) সত>সইত্য’ কিসের উদাহরণ?

ক) অপিনিহিতি

খ) অসমীকরণ

গ) অভিশ্রুতি

ঘ) বিষমীভবন

৯) সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মধ্যে স্বরের আগমনকে কী বলে?

ক) বিপ্রকর্ষ/স্বরভক্তি

খ) অভিশ্রুতি

গ) সম্প্রকর্ষ

ঘ) স্বর সংগতি

১০) শ্লোক > শোলোক- কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ?

ক) মধ্যস্বরাগম

খ) অপিনিহিতি

গ) আদি স্বরাগম

ঘ) স্বরসঙ্গতি

১১) রিশ্‌কা, বাস্‌ক,তরোয়াল – শব্দগুলোতে ধ্বনিতে কোন জাতীয় পরিবর্তন হয়েছে?

ক) স্বরাগম

খ) ধ্বনি বিপর্যয়

গ) অপিনিহিত

ঘ) অভিশ্রুতি

১২) রান্না শব্দটি ব্যাকরণের কোন নিয়মে তৈরি?

ক) স্বরসঙ্গতি

খ) বিষমীভবন

গ) অসমীভবন

ঘ) সমীভবন

১৩) রত্ন> রতন হওয়ার সন্ধি সূত্র—

ক) স্বরভক্তি

খ) স্বরসঙ্গতি

গ) অভিশ্রুতি

ঘ) অপিনিহিতি

১৪) মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে বলে-

ক) অভিকর্ষ

খ) অভিশ্রুতি

গ) ক্ষীণায়ন

ঘ) বিপ্রকর্ষ

১৫) মধ্যস্বরাগম এর সমার্থক কোনটি?

ক) স্বরসঙ্গতি

খ) অভিশ্রুতি

গ) সম্প্রকর্ষ

ঘ) বিপ্রকর্ষ

১৬) মধ্যগত স্বরসঙ্গতির উদাহরণ কোনটি?

ক) জিলিপি

খ) মুজো

গ) মেলামেশা

ঘ) তুলো

১৭) বুনা > বোনা কীসের উদাহরণ?

ক) সমীভবন

খ) সম্প্রকর্ষ

গ) স্বরাগম

ঘ) স্বরসঙ্গতি

১৮) বাংলা বর্ণমালায় বর্ণীয় ‘ৰ’ অভ্যস্থ ‘ব’- এর কিসে কোনো পার্থক্য নেই?

ক) বিন্যাসে

খ) অবস্থানে

গ) আকৃতিতে

ঘ) শব্দ ব্যবহারে

১৯) পরস্পরের প্রভাবে দুটো ধ্বনি পরিবর্তিত হলে তাকে কী বলে?

ক) অন্যোন্য সমীভবন

খ) প্রগত সমীভবন

গ) বিষমীভবন

ঘ) পরাগত সমীভবন

২০) পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তনকে বলে-

ক) পরাগত সমীভবন

খ) প্রগত সমীভবন

গ) বিষমীভবন

ঘ) অন্যোন্য সমীভবন

২১) নিম্নের কোনটি অপিনিহিতির উদাহরণ –

ক) স্ত্রী>ইস্ত্রী

খ) স্বপ্ন>স্বপন

গ) ভাগ্য>ভাইগ্য

ঘ) পূজা>পুজো

২২) নিচের কোনটিতে মধ্য স্বরাগমের প্রয়োগ ঘটেছে?

ক) ফিল্ম>ফিলিম

খ) সত্য>সত্যি

গ) শিকা>শিকে

ঘ) স্ত্রী>ইস্ত্রী

২৩) নিচের কোনটি স্বরসঙ্গতির উদাহরন?

ক) সত্য>সইত্য

খ) পোখত>পোক্ত

গ) মুলা>মুলো

ঘ) সুবর্ণ>স্বর্ন

২৪) নিচের কোনটি প্রগত সমীভবনের উদাহরণ?

ক) লগ্ন> লগ্‌গ

খ) তৎ+হিত> তদ্ধিত

গ) স্ত্য> সচ্চ

ঘ) দাইমা > ধাইমা

২৫) নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরন নয়?

ক) প্রাতিপাদিক

খ) অপিনিহিত

গ) অভিশ্রিত

ঘ) ধ্বনি-বিপর্যয়

২৬) নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?

ক) রিকসা > রিসকা

খ) বিলাতি > বিলিতি

গ) জানালা > জানলা

ঘ) স্কুল > ইস্কুল

২৭) ধ্বনির পরিবর্তন কত প্রকার?

ক) পাঁচ প্রকার

খ) দুই প্রকার

গ) তিন প্রকার

ঘ) চার প্রকার

২৮) ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?

ক) লাফ>ফাল

খ) গিলা>গেলা

গ) মাছুয়া>মেছো

ঘ) বিলাতি>বিলিতি

২৯) ধাতু বা প্রকৃতির অন্ত্যধ্বনির আগের ধ্বনির নাম কী?

ক) শতধা

খ) অনুধা

গ) উপধা

ঘ) ব্যবধা

৩০) ধরনা > ধন্না -এটি কী ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ ?

ক)  স্বরসংগীত

খ)  অপিনিহিত

গ)  স্বরভক্তি

ঘ)  সমীভবন


উত্তরঃ

১)২)৩)৪)৫)৬)৭) ৮)৯)১০)১১)১২)১৩)১৪)১৫)১৬)১৭)১৮)১৯)২০)২১)২২)২৩)২৪)২৫)২৬)২৭) ২৮)২৯)৩০)


শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?