পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি প্রশ্ন ও উত্তর

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি প্রশ্ন ও উত্তর

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি প্রশ্ন ও উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি প্রশ্ন ও উত্তর সমাধান করলে তাদের পরীক্ষায় বিশেষভাবে উপকৃত হবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি প্রশ্ন ও উত্তরঃ 

১) কবি হাইনরিখ হাইনের জন্মস্থান কোথায়?

উঃ জার্মানির রাইন নদী তীরবর্তী ড্যুসেলডর্ফ শহরে কবি হাইনরিখ হাইনের জন্ম।

২) কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।

উঃ ‘জার্মানি- উত্তর সাগর গীতিকা’ এবং ‘এক শীতের রূপকথা’।  

৩) কবি হাইনের লেখা দুটি গদ্যগ্রন্থের নাম লেখো।

উঃ ‘ফরাসি পরিস্থিতি’ এবং ‘ধর্মের ইতিহাস’।  

৪) (উত্তরে/দক্ষিণে/পশ্চিমে) বুনো নগ্ন পাহাড় পাইন দাঁড়িয়ে।

উঃ উত্তরে। 

৫) যেন বরফের (সোনালি/রূপালি/সবজে) কাপড় পরে।

উঃ সোনালি। 

৬) মরুতটে দাঁড়িয়ে রয়েছে (পাইন/পাম/খেজুর) গাছ।

উঃ পাম।  

৭) জার্মান ভাষায় কবিতা লেখেননি (গোয়ঠে/রিলকে/শেক্সপিয়র)।

উঃ শেক্সপিয়র।  

৮) পাইন গাছ সাধারণত কোন্ অঞ্চলে দেখতে পাওয়া যায়?

উঃ পাইন গাছ সাধারণত পাহাড়ি অঞ্চলে  দেখতে পাওয়া যায়।

৯) পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে?

উঃ পাইন গাছ রূপালি কাপড় পরে দাঁড়িয়ে আছে কবির মনে হয়েছে।

১০) পামগাছ কোথায় দাঁড়িয়ে আছে?

উঃ পামগাছ ময়ূতটে  দাঁড়িয়ে আছে।

১১) পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে?

উঃ পাইন গাছ দুলে দুলে স্বপ্নে দেখে।

১২) পামগাছের বুক বেদনায় ভরা কেন?

উঃ পামগাছ সূর্যকিরণে দগ্ধ হয়ে উয় মরুভূমিতে অনেক কষ্ট সহ্য করে দাঁড়িয়ে থাকে। তাই পামগাছের বুক বেদনায়-ভরা। 

১৩) পাইন গাছ কী স্বপ্ন দেখে?

উঃ পাইন গাছ মরুতটে সকালে সূর্য ওঠা, উয় আবহাওয়ায় থাকা পামগাছের কষ্ট অনুভব করে। সে স্বপ্ন দেখে পামগাছ মরুতটে বেদনাভরা হৃদয়ে দাঁড়িয়ে কত কষ্টভোগ করে।

১৪) বরফের দেশের পাইন গাছ, মরুভূমির পামগাছের স্বপ্ন দেখে কেন?

উঃ বরফের দেশের পাইন গাছ সুখেই বাস করে। সে স্বপ্নে ভাবে মরুভূমির পামগাছ গরম বালির মধ্যে বহু কষ্ট সহ্য করে দিন কাটায়। তার কষ্টের কথা স্বপ্নের মধ্যে দিয়ে কবি এখানে প্রকাশ করেছেন।  

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতা থেকে MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

click here

প্রথম ইউনিট টেষ্ট বাংলা সাজেশন দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে

 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

You cannot copy content of this page

Need Help?