পশু পাখির ভাষা প্রশ্ন উত্তর

পশু পাখির ভাষা প্রশ্ন উত্তর

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণি বাংলা পশু পাখির ভাষা প্রশ্ন উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই পশু পাখির ভাষা প্রশ্ন উত্তর অনুশীলন করলে তাদের পাঠ্য বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভে সমর্থ হবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

পশু পাখির ভাষা প্রশ্ন উত্তরঃ 

১) সুবিনয় চৌধুরী কি কি বাদ‍্যযন্ত্র বাজাতে পারতেন?

উঃ হারমোনিয়াম, এসরাজ প্রভৃতি বাদ‍্যযন্ত্র বাজাতে পারতেন।

২) সুবিনয় চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন?

উঃ সুবিনয় চৌধুরী ‘সন্দেশ’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন।

৩) উদ্দেশ্য ও বিধেয় নির্ণয়ঃ

বাক্য- ক্যাস্টাং সাহেব প্রায় চল্লিশ বছর বন্যজন্তুদের সঙ্গে থেকেছেন।

উদ্দেশ্য—ক্যাস্টাং সাহেব

বিধেয়—প্রায় চল্লিশ বছর বন্যজন্তুদের সঙ্গে থেকেছেন।

বাক্য- শিম্পাঞ্জি, ওরাং এদের বিষয় কিছু লেখা হয়নি।

উদ্দেশ্য—শিম্পাঞ্জি, ওরাং

বিধেয়—এদের বিষয় কিছু লেখা হয়নি।

বাক্য- মুরগিরা ‘তি-তি’ ডাক শুনে আসে।

উদ্দেশ্য—মুরগিরা

বিধেয়—‘তি-তি’ ডাক শুনে আসে।

বাক্য- পাখিরাও ভয়, রাগ প্রভৃতি প্রকাশ করার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে।

উদ্দেশ্য—পাখিরাও

বিধেয়—ভয়, রাগ প্রভৃতি প্রকাশ করার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে।

৪) প্রতিশব্দঃ

পাখি— খেচর, বিহঙ্গ।

পুকুর— পুষ্করিণী,  জলাশয়। 

হাতি—গজ, ঐরাবত। 

সিংহ—পশুরাজ, মৃগেন্দ্র।  

বাঘ—শার্দুল, ব্যাঘ্র। 

৫) বচন নির্ণয়ঃ

ক) কুকুরেরাও কথা শুনে হুকুম পালন করতে ওস্তাদ।

উঃ কুকুরেরা—বহুবচন। 

খ) তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে।

উঃ তোমার—একবচন। 

গ) বিপদের সময় পরস্পরকে জানাবার উপায়ও পশুপাখিরা বেশ জানে।

উঃ পশুপাখিরা—বহুবচন। 

ঘ) রিউবেন ক্যাস্টাং নামে একজন সাহেব বহুকাল পশুদের সঙ্গে ভাব পাতিয়ে বেড়িয়েছেন।

উঃ সাহেব—একবচন, পশুদের—বহুবচন। 

ঙ) একেও ভাষা বলতে হবে।
উঃ ভাষা—একবচন। 

৬) ভাষার প্রয়োজন হয় কেন?

উঃ মনের ভাব প্রকাশ করবার জন‍্য, ভাষার প্রয়োজন হয়। 

৭) “পশুপাখিরা অবধি মানুষের অনেক কথারই অর্থ বোঝে।”- এ কথার সমর্থনে রচনটিতে কোন্ কোন প্রসঙ্গের অবতারণা করা হয়েছে? তুমি এর সঙ্গে কী কী যোগ করতে চাইবে?

উঃ পশুপাখিরা অবিশ্যি মানুষের অনেক কথারই অর্থ বোঝে। এ প্রসঙ্গে রচনায় উল্লেখ করা হয়েছে কুকুরকে নাম ধরে ডাক দিলে তারা কাছে আসে। মুরগিরা ‘তি-তি’ ডাক শুনে আসে, হাঁস‘সোই-সোই’ ডাক শুনে আসে। ছাগল ‘অ-র্-র্’ ডাক শুনে আসে। হাতি মাহুতের কথা শুনেই চলে। কুকুরেরাও প্রভুর কথা শুনে হুকুম পালন করতে পটু। এ ছাড়া বাড়িতে পোষা গোরু, ভেড়া, বেড়াল মানুষের কথা বোঝে এবং মানুষের ডাকে সাড়া দেয়। তাছাড়া পোষা পাখি, যেমন—ময়না, কাকাতুয়া, টিয়া প্রভৃতি পাখি মানুষের কথা বোঝে এবং মানুষের কণ্ঠস্বরের মতো শব্দ করে সাড়া দেয়।

৮) রিউবেন ক্যাস্টাং এর অভিজ্ঞতার কথা পাঠ্যাংশে কীভাবে স্থান পেয়েছে, তা আলোচনা করো।

উঃ রিউবেন ক্যাস্টং সাহেব প্রায় চল্লিশ বছর বন্য জীবজন্তুদের সঙ্গে থেকেছেন। তিনি পশুদের ভাষা কিছু বুঝতেন। তাঁর সেই অভিজ্ঞতার ফলেই জংলি হাতি, হিংস্র বাঘ, গরিলার সামনে পড়েও মৃত্যুর হাত থেকে বেঁচেছেন। পোষা ও বুনো জন্তুদের সঙ্গে তাঁর আলাপ-পরিচয়ের সুযোগ হয়েছে। তাঁর বন্ধুদের মধ্যে বেশিরভাগই হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা, সিংহ, গ্রিজ্বলি ভাল্লুক ও শ্বেত ভাল্লুক। এইসব পশুদের গলার শব্দ অবিকল নকল করার জ্ঞান থাকায় তিনি বহুবার প্রাণ বাঁচিয়েছেন এবং তাদের সঙ্গে বন্ধুত্ব পাতাবার অনেক সুবিধে হয়েছে। 

৯) ‘একেও ভাষা বলতে হবে’—কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন? তুমি কি এই বক্তব্যের সঙ্গে সহমত? বুঝিয়ে লেখো।

উঃ পশুরা শুধু শব্দের সাহায্যেই কথা বলে না, নানারকম ইশারার সাহায্যে কথা বলে। কুকুরের লেজ নাড়া আর কান নাড়ার মধ্যে কত অর্থ আছে, তা আমরা অনেকেই জানি। একেই ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন।হ্যাঁ, আমি এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করি। কারণ পশুরা নানা ইশারার সাহায্যে তাদের মনের ভাব প্রকাশ করে এবং নিজেরাও নানা ইশারা বোঝে এবং সেই অনুযায়ী কাজ করে। 

১০) ‘তাই তারা স্বভাবতই নীরব’—কাদের কথা বলা হয়েছে? তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কী?
উঃ এখানে জঙ্গলের পশুদের কথা বলা হয়েছে। কারণ জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয়। তাই তারা স্বভাবতই নীরব। 

১১) ‘এরা তো মানুষেরই জাত ভাই।’—কাদের ‘মানুষের জাতভাই’ বলা হয়েছে? তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন পার্থক্যের কথা পাঠ্যাংশে বলা হয়েছে, তা লেখো।

উঃ শিম্পাঞ্জি, ওরাং, গরিলা এদেরকে মানুষের জাত ভাই বলা হয়েছে। কারণ এদের মুখের কোনো ভাষা না থাকলেও, এরা ভালোবাসা, সহানুভূতি খুব ভালো বোঝে; ভাবও পাতায় সহজেই। মানুষ কথা বলে বা ভাষার সাহায্যে মনের ভাব প্রকাশ করে। 

১২) কোনটি কার ডাকঃ 

ব্যাঙের ডাক—মকমকি

হাতির ডাক—বৃংহণ

পাখির ডাক—কাকলি

কোকিলের ডাক—কুহু

ঘোড়ার ডাক—হ্রেষা

ময়ূরের ডাক—কেকা

১৩) পদপরিবর্তনঃ

পশু—পাশবিক

মুখ—মৌখিক

মন-মানসিক

পরীক্ষা—পরীক্ষিত

চালাক—চালাকি

অর্থ—আর্থিক

লোভ-লোভী

জন্তু-জান্তব

মেজাজ—মেজাজি 

পশু পাখির ভাষা গল্প থেকে MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে

click here 

প্রথম ইউনিট টেষ্ট বাংলা সাজেশন দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?