ষষ্ঠ শ্রেণি বাংলা চিঠি কবিতার প্রশ্ন উত্তর
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণি বাংলা চিঠি কবিতার প্রশ্ন উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই ষষ্ঠ শ্রেণি বাংলা চিঠি কবিতার প্রশ্ন উত্তর অনুশীলনের মধ্য দিয়ে তাদের পাঠ্য কবিতাটি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
ষষ্ঠ শ্রেণি বাংলা চিঠি কবিতার প্রশ্ন উত্তরঃ
১) কবি জসীমউদ্দীনকে বাংলা কাব্যজগতে কোন অভি ধায় অভিহিত করা হয়েছে ?
উঃ কবি জসীমউদ্দীনকে বাংলা কাব্যজগতে পল্লী কবি অভিধায় অভিহিত করা হয়েছে।
২) তাঁর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।
উঃ কবি জসীমউদ্দিনের লেখা দুটি কবিতার বইয়ের নাম ‘রাখালী’ ও ‘নক্সী কাঁথার মাঠ’।
৩) কবি কার কার থেকে চিঠি পেয়েছেন ?
উঃ কবি লালমোরগ, চখাচখি, গাঙশালিক, বাবুই পাখি, কোড়াকুড়ী ও খোকা ভাই এর কাছ থেকে চিঠি পেয়েছেন।
৪) লালমোরগের পাঠানো চিঠিটি কেমন ?
উঃ লালমোরগের পাঠানো চিঠিটি ভোর জাগানোর সুরে ভরা এবং শিশু ঊষার রঙিন হাসির রং করা।
৫) চখাচখি কেমন চিঠি পাঠিয়েছে ?
উঃ চখাচখি বালুচরের ঝিকিমিকিতে বর্ষার ঢেউ এর কত কিছু লেখা চিঠি পাঠিয়েছে।
৬) গাঙশালিক তার চিঠিতে কী বলেছে ?
উঃ গাঙশালিক তার চিঠিতে সে গাঙের পাড়ের মোড়ল হওয়ার কথা বলেছে।
৭) বাবুই পাখির বাসার থেকে আসা চিঠিটি কেমন ?
উঃ বাবুই পাখির বাসা থেকে আসা চিঠিটি ধানের পাতা ও তালপাতার বুনট-ধরা নকশা আঁকা।
৮) কোড়াকুড়ির পাঠানো চিঠিটির বর্ণনা দাও।
উঃ কোড়াকুড়ির পাঠানো চিঠিতে বর্ষাকালের ফসল খেতের সবুজপাতার আসরগুলি জলধারায় মেতে ঢেউ নাচছে। আকাশ জুড়ে মেঘের গুরু গুরু ডাক শোনা যাচ্ছে এবং উদাস বাতাস আছড়ে পড়ে যেন কাকে চাইছে।
৯) কার চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাঁকে চিঠি পাঠিয়েছে ?
উঃ খোকা ভাই এর চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাঁকে চিঠি পাঠিয়েছে।
১০) এই কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে ?
উঃ এই কবিতায় বর্ষা ঋতুর প্রসঙ্গ রয়েছে।
১১) কবিতায় অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও খোকা ভাই এর চিঠির লেখনখানি শীতের ভোরের রোদের মতো মিঠে মনে হওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও।
উঃ শীতকালে ভোরের প্রথম রোদ যেমন আরামদায়ক তেমন মিঠে। কবির কাছে খোকা ভাই এর চিঠির লেখনখানি অত্যস্ত তাৎপর্যপূর্ণ। শীতের ভোরের রোদের মতো কবির কাছে তাই উহা খুব মিষ্টি লাগছে কারণ ভালোবাসার উঁচু পরশ নিয়ে আসে।
১২) “খুশির নূপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে”—পত্তিটির অর্থ বুঝিয়ে দাও।
উঃ কবির নিরালা নির্জন জীবনে খোকা ভাই এর চিঠি তাঁর মনে আনন্দের নূপুর বাজছে। যে নূপুরের আওয়াজে কবির মনে খুশির বান ডেকেছে।
১৩) ধ্বনির অনুকরণে তৈরি শব্দঃ
উঃ কিচিরমিচির, গুরুগুরু, ঝুমুর-ঝামুর।
১৪) সঠিক শব্দ নির্ণয়ঃ
উঃ রহিন রঙিন
গঙ্গা > গাঙ
স্রোতে > সোঁতে
ক্রন্দন > কাঁদন
চিঠি কবিতা থেকে MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
প্রথম ইউনিট টেষ্ট বাংলা সাজেশন দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ