নতুন শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণির পরীক্ষা সেমিষ্টার পদ্ধতিতে
উচ্চমাধ্যমিক কাউন্সিলের পক্ষ থেকে আজকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো ২০২৪-২০২৫ অর্থাৎ নতুন শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণির পরীক্ষা সেমিষ্টার পদ্ধতিতে চালু হতে চলেছে। অর্থাৎ এবারে যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে ভর্ত্তি হতে চলেছো তাদের একটি বার্ষিক পরীক্ষার পরিবর্তে দুটি ভাগে পরীক্ষা দিতে হবে। এই দুটি পরীক্ষার প্রাপ্ত মান একত্রিত করে তোমাদের বার্ষিক ফল গন্য করা হবে। প্রথম পরীক্ষাটি অর্ধ-বার্ষিক সময়কালে শুধুমাত্র ছোটপ্রশ্ন এবং দ্বিতীয় পরীক্ষাটি বার্ষিক পরীক্ষা রূপে বড়ো প্রশ্নের সমন্বয়ে হবার সম্ভাবনা রয়েছে। উচ্চমাধ্যমিক কাউন্সিলের পক্ষ থেকে এই বিষয়ে খুব শীঘ্রই বিষদ তথ্য ও সিলেবাস সম্পর্কিত নির্দেশিকা আসতে চলেছে। এই প্রসঙ্গে বলা যায়, বিগত বছরগুলিতে একদশ ও দ্বাদশ শ্রেণিতে যে সিলেবাস চলে আসছে, সম্ভবত সেই সিলেবাসেও এবারে বদল ঘটতে চলেছে।
তবে যেসকল শিক্ষার্থী এবারে একাদশ শ্রেণি পাশ করে দ্বাদশ শ্রেণিতে উঠেছো, তোমাদের ক্ষেত্রে এই নতুন সেমিষ্টার পরীক্ষা পদ্ধতি কার্যকর হচ্ছে না। তোমাদের পরীক্ষা হবে বিগত বছরের সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি অনুসারে। ২০২৫-২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা থেকে নতুন সেমিষ্টার পদ্ধতি চালু হতে চলেছে।
নিম্নে উচ্চমাধ্যমিক কাউন্সিলের পক্ষ থেকে প্রকাশিত নোটিশটি প্রদান করা হলো-
বাংলা নোটঃ
নিম্নে প্রদান করা লিঙ্কগুলি থেকে শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট শ্রেণির অধ্যায়ভিত্তিক নোটগুলি দেখতে পারবেঃ-
- পঞ্চম শ্রেণি বাংলা নোট / Class Five Bengali Note
- ষষ্ঠ শ্রেণি বাংলা নোট / Class Six Bengali Note
- সপ্তম শ্রেণি বাংলা নোট / Class Seven Bengali Note
- অষ্টম শ্রেণি বাংলা নোট / Class Eight Bengali Note
- নবম শ্রেণি বাংলা নোট / Class Nine Bengali Note
- দশম শ্রেণি বাংলা নোট / Class Ten Bengali Note
- একাদশ শ্রেণি বাংলা নোট / Class Eleven Bengali Note
- দ্বাদশ শ্রেণি বাংলা নোট / Class Twelve Bengali Note
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে