প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য ।। একাদশ শ্রেণি বাংলা
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য ।। একাদশ শ্রেণি বাংলা প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য ।। একাদশ শ্রেণি বাংলা পাঠ করে নিম্নে দেওয়া কবিতার প্রশ্নের উত্তরগুলি তৈরি করবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য ।। একাদশ শ্রেণি বাংলাঃ
প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্নের উত্তরঃ
১) বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হল- চর্যাপদ
২) চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল- ১৯০৭ খ্রিঃ
৩) চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
৪) চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয়েছিল- নেপালের রাজদরবারে
৫) চর্যাপদের প্রকৃত নাম- চর্যাগীতিকোষ
৬) চর্যাপদ প্রকাশিত হয়েছিল- বঙ্গীয় সাহিত্য পরিষদ
৭) চর্যাপদের পুঁথিটি প্রকাশিত হয়- ১৯১৬ খ্রিঃ
৮) চর্যাপদ প্রকাশিত হয়েছিল- হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে
৯) চর্যাপদের তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন- প্রবোধচন্দ্র বাগচী
১০) চর্যার পদগুলি রচিত হয়েছে- অষ্টাদশ থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে
১১) চর্যাপদের পদকর্তার সংখ্যা- ২৪ জন
১২) চর্যাপদে সর্বাধিক পদ রয়েছে- কাহ্নপাদ
১৩) চর্যাপদের টীকা সংস্কৃত ভাষায় রচনা করেন- মুনিদত্ত
১৪) চর্যাপদের গানগুলি রচিত- মাত্রাবৃত্ত ছন্দে
১৫) চর্যাপদের কবিতাগুলি রচিত- পাদাকুলক ছন্দে
১৬) বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে- মাগধী অপভ্রংশ থেকে
১৭) চর্যাপদের তিব্বতি ভাষার পুঁথিতে পদের সংখ্যা- ৫১টি
১৮) চর্যাপদের পুঁথিটি প্রাপ্তির সময় তার নাম ছিল- চর্যাচর্যবিনিশ্চয়
১৯) ‘পবনদূত’ কাব্যের রচয়িতা- ধোয়ী
২০) ‘গীতগোবিন্দম’ কাব্যের রচয়িতা- জয়দেব
২১) ‘গাথা সপ্তশতীর’ রচয়িতা- হাল
২২) ‘সদুক্তিকর্ণামৃত’ কাব্যের রচয়িতা- শ্রীধর দাস
২৩) প্রাচীন বাংলার ইতিহাসে ‘যুগসন্ধির কাল’ রূপে যে সময়কে চিহ্নিত করা হয়- দশম থেকে দ্বাদশ শ্রেণি
২৪) চর্যাপদের পুঁথিতে সম্পূর্ণ গান রয়েছে- ৪৬টি
২৫) চর্যাপদের পুঁথিটি লেখা হয়েছিল- তালপাতায়
২৬) চর্যাপদের পুঁথিটির সঙ্গে যার দোহা সংযুক্ত হয়েছিল- কৃষ্ণাচার্য
২৭) ‘চর্যাপদ’-এর টীকার তিব্বতি অনুবাদক হলেন- কীর্তিচন্দ্র
২৮) চর্যাপদের তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন- প্রবোধচন্দ্র বাগচী
২৯) ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, চর্যার পদগুলি রচিত হয়েছে- দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে
৩০) চর্যার পদকারেরা যে নামে অভিহিত- সিদ্ধাচার্য
প্রাচীন বাংলাঃ সমাজ ও সাহিত্য MCQ TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য MCQ TEST
প্রাচীন বাংলাঃ সমাজ ও সাহিত্যঃ চর্যাপদ MCQ TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
নিম্নের প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্যঃ
প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর সেট ১
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর সেট ২
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর সেট ৩
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর সেট ৪
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর সেট ৫
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
……. এখানে আরো প্রশ্ন-উত্তর প্রদান করা হবে। সব নোট দেখতে সাবস্ক্রাইব করো শিক্ষালয় ওয়েবসাইট। আর নিয়মিত লক্ষ্য রাখো শিক্ষালয় ওয়েবসাইটে।
একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ