প্রথম ইউনিট টেষ্ট নবম শ্রেণি ইতিহাস প্রশ্ন
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেষ্টের প্রস্তুতির লক্ষ্যে প্রথম ইউনিট টেষ্ট নবম শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রথম ইউনিট টেষ্ট নবম শ্রেণি ইতিহাস প্রশ্ন অনুশীলনের মধ্য দিয়ে তাদের আসন্ন প্রথম ইউনিট টেষ্ট পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
প্রথম ইউনিট টেষ্ট নবম শ্রেণি ইতিহাস প্রশ্নঃ
শিক্ষালয়, অনুপম ধর
শ্রেণিঃ নবম বিষয়ঃ ইতিহাস
পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ৫*১৪=৫
ক) ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল?- ১৭৮৮/১৭৮৯/১৭৯০/১৭৯১ সালে।
খ) ‘দ্য পার্সিয়ান লেটার্স’ গ্রন্থটি রচনা করেন- ভলতেয়ার/মন্তেষ্কু/রুশো/ডেনিস দিদেরো।
গ) ‘সামাজিক চুক্তি’ বা ‘সোশ্যাল কনট্র্যাক্ট’ গ্রন্থটি রচনা করেন- ভলতেয়ার/মন্তেষ্কু/রুশো/ডেনিস দিদেরো।
ঘ) ১৯৮৯ খ্রিষ্টাব্দের _________ তারিখে বাস্তিল দুউরগের পতন ঘটে।
ঙ) নেপোলিয়ন প্রথমে কত বছরের জন্য কনশাল হিসেবে নিযুক্ত হন?- ৫/১০/১৫/আজীবন।
২) স্তম্ভ মেলাওঃ ৪*১=৪
বামদিক |
ডানদিক |
ক) চতুর্দশ লুই | (i) আমার পরই আসছে মহাপ্রলয় |
খ) পঞ্চদশ লুই | (ii) রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে |
গ) ষোড়শ লুই | (iii) আমিই রাষ্ট্র |
ঘ) রোবসপিয়ার | (iv) আমি যা ইচ্ছা করি তা-ই আইন |
৩) অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ ৫*১=৫
ক) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন?
খ) সন্ত্রাসের শাসনের কয়েকজন নেতার নাম লেখো।
গ) গিলোটিন কী?
ঘ) নেপোলিয়ন কবে ‘ব্যাংক অব ফ্রান্স’ প্রতিষ্ঠা করেন?
ঙ) কবে, কোন যুদ্ধে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে?
৪) সংক্ষিপ্ত উত্তর দাওঃ ৫*২=১০
ক) করভি কী?
খ) ইন্টেন্ডেন্ট কাদের বলা হয়?
গ) ধর্ম মীমাংসা চুক্তি কী?
ঘ) ব্যাক্তি ও নাগরিকের অধিকার ঘোষোণায় কী বলা হয়েছিল?
ঙ) শত দিবসের রাজত্ব কাকে বলে?
৫) যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ২*৪= ৮
ক) টীকা লেখোঃ টেনিস কোর্টের শপথ।
খ) কোড নেপোলিয়ন সম্পর্কে যা জান লেখো।
গ) টীকা লেখোঃ স্পেনীয় ক্ষত।
ঘ) নেপোলিয়নের রাশিয়া অভিযানের গুরুত্ব আলোচনা করো।
৬) যে-কনো একটি প্রশ্নের উত্তর দাও। ১*৮=৮
ক) ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো।
খ) নেপোলিয়ন কীভাবে ফ্রান্সে ক্ষমতা দখল করেন তা আলোচনা করো।
গ) মহাদেশীয় অবরোধ ব্যবস্থার পরিচয় দাও।
VIEW PDF
নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের অধায়ভিত্তিক লিঙ্কঃ
- কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি
- ইলিয়াস
- ধীবর বৃত্তান্ত
- দাম
- নব নব সৃষ্টি
- হিমালয় দর্শন
- নোঙর
- আকাশে সাতটি তারা
- খেয়া
- আবহমান
- চিঠি
- ভাঙার গান
- আমরা
- নিরুদ্দেশ
- রাধারাণী
- চন্দ্রনাথ
- প্রফেসর শঙ্কুর ডায়রি
- বাংলা ব্যাকরণ
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ