প্রথম ইউনিট টেষ্ট দশম শ্রেণি ইতিহাস প্রশ্ন

প্রথম ইউনিট টেষ্ট দশম শ্রেণি ইতিহাস প্রশ্ন

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেষ্টের প্রস্তুতির লক্ষ্যে প্রথম ইউনিট টেষ্ট দশম শ্রেণি ইতিহাস প্রশ্ন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রথম ইউনিট টেষ্ট দশম শ্রেণি ইতিহাস প্রশ্ন অনুশীলনের মধ্য দিয়ে তাদের আসন্ন প্রথম ইউনিট টেষ্ট পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

প্রথম ইউনিট টেষ্ট দশম শ্রেণি ইতিহাস প্রশ্নঃ 

শিক্ষালয়, অনুপম ধর

www.sikkhalaya.in

শ্রেণিঃ দশম      বিষয়ঃ ইতিহাস

পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট

বিভাগ-ক

১) সঠিক উত্তর নির্বাচন করোঃ ১*১০=১০

১.১) সংস্কৃতির শহর বলা হয়- ক) কলকাতাকে খ) লখনউকে গ) সুরাটকে ঘ) মুম্বাইকে

১.২) ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করেছিল- ক) ১৯৭৯ খ্রিঃ খ) ১৯৮৩ খ্রিঃ গ) ১৯৮৭ খ্রিঃ ঘ) ১৯৯১ খ্রিঃ

১.৩) গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হত- ক) নদিয়া জেলা থেকে খ) কলকাতা থেকে গ) কুষ্ঠিয়া থেকে ঘ) ঢাকা থেকে

১.৪) মোহনবাগান আইএফে শিল্ড জয় করেছিল- ক) ১৮৯০খ্রিঃ খ) ১৯০৫ খ্রিঃ গ) ১৯১১ খ্রিঃ ঘ) ১৯১৭ খ্রিঃ

১.৫) প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয়- ক) ১৮৫৫ খ্রিঃ খ) ১৮৬৫ খ্রিঃ গ) ১৮৭৫ খ্রিঃ ঘ) ১৮৭৮ খ্রিঃ

১.৬) ‘হুতোমপ্যাঁচা’ ছদ্মনাম গ্রহণ করেন- ক) বিদ্যাসাগর খ) কালিদাস রায় গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ঘ) কালীপ্রসন্ন সিংহ

১.৭) সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন- ক) মুশা শাহ খ) চিরাগ আলি গ) মজনু শাহ ঘ) ভবানী পাঠক

১.৮) ‘তিন আইন’ পাশ হয়েছিল- ক) ১৮৭২ খ্রিঃ খ) ১৮৭৮ খ্রিঃ গ) ১৮৬৫ খ্রিঃ ঘ) ১৮৮৫ খ্রিঃ

১.৯) ‘আত্মীয় সভা’ কে প্রতিষ্ঠা করেন?- ক) দেবেন্দ্রনাথ ঠাকুর খ) কেশবচন্দ্র সেন গ) রামমোহন রায় ঘ) রাধাকান্ত দেব

১.১০) সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন- ক) সন্ন্যাসী-ফকির বিদ্রোহে খ) মুন্ডা বিদ্রোহে গ) চুয়াড় বিদ্রোহে ঘ) কোল বিদ্রোহে

 

বিভাগ- খ

২) যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাওঃ ১*৬=৬

২.১) একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাওঃ

২.১.১) বঙ্গদর্শন পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়?

২.১.২) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?

২.২) সত্য বা মিথ্যা লেখোঃ

২.২.১) মধুসূদন দত্ত প্রথম শব ব্যবচ্ছেদ করেন।

২.২.২) বাংলার প্রথম স্নাতক ছিলেন চন্দ্রমুখী বসু।

২.৩) নীচের বিবৃতিগুলির মধ্যে সঠিক ব্যাখ্যাটি খুঁজে নিয়ে লেখোঃ

২.৩.১) বিবৃতিঃ আবহাওয়ার বৈচিত্য অনুসারে মানুষ পোশাক পরেন-

ব্যাখ্যা ১ঃ নিজেকে সুন্দর দেখানোর জন্য।

ব্যাখ্যা ২ঃ পোশাকে বৈচিত্র আনার জন্য।

ব্যাখ্যা ৩ঃ নিজেকে রক্ষা করার জন্য।

২.৩.২) নীল বিদ্রোহ ছিল হিন্দু মুসলিম কৃষকদের ঐক্যবদ্ধ আন্দোলন।

ব্যাখ্যা ১ঃ এই বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী।

ব্যাখ্যা ২ঃ উভয় ধর্মের কৃষকেরাই সাহেবদের কাছে অত্যাচারিত হয়েছিল।

ব্যাখ্যা ৩ঃ নীল চাষের লাভ উভয় সম্প[রদায়ের মধ্যে ভাগ হতো।

 

বিভাগ-গ

৩) নীচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাওঃ (যে-কোনো ৪টি) ২*৪=৮

৩.১) খেলার ইতিহাসচর্চার গুরুত্ব কী?

৩.২) কে, কবে প্রথম বামাবোধিনী পত্রিকা প্রকাশ করেন?

৩.৩) মেকলে মিনিট বলতে কী বোঝো?

৩.৪) সামাজিক ইতিহাস কী?

 

বিভাগ- ঘ

৪) নীচের প্রশ্নগুলির সাত-আটটি বাক্যে উত্তর দাওঃ (যে-কোনো দুটি) ৪*২=৮

৪.১) সরলা দেবী চৌধুরানীর লেখা ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থ থেকে আমরা যে জাতীয় চেতনার পরিচয় পাই তা সংক্ষেপে লেখো।

৪.২) রাজা রামমোহন রায়কে কেনো ভারতের ‘প্রথম আধুনিক মানুষ’ মনে করা হয়?

৪.৩) প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী?

৪.৪) টীকা লেখোঃ মুন্ডা বিদ্রোহ

 

বিভাগ- ঙ

৫) পনেরো বা ষোলোটি বাক্যে উত্তর দাওঃ (যে-কোনো ১টি) ৮*১=৮

৫.১) সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব উল্লেখ করো।

৫.২) নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো।

৫.৩) স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ ব্যাখ্যা করো।

VIEW PDF

PDF DOWNLOAD

দশম শ্রেণি বাংলা প্রথম ইউনিষ্ট টেষ্ট বাংলা সাজেশন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

দশম শ্রেণি বাংলা নোটঃ 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?