প্রথম ইউনিট টেষ্ট দশম শ্রেণি বাংলা প্রশ্ন

প্রথম ইউনিট টেষ্ট দশম শ্রেণি বাংলা প্রশ্ন

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেষ্টের প্রস্তুতির লক্ষ্যে প্রথম ইউনিট টেষ্ট দশম শ্রেণি বাংলা প্রশ্ন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রথম ইউনিট টেষ্ট দশম শ্রেণি বাংলা প্রশ্ন অনুশীলনের মধ্য দিয়ে তাদের আসন্ন প্রথম ইউনিট টেষ্ট পরীক্ষার জন্য বাংলা বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন। 

প্রথম ইউনিট টেষ্ট দশম শ্রেণি বাংলা প্রশ্নঃ 

শিক্ষালয়, অনুপম ধর

www.sikkhalaya.in

শ্রেণিঃ দশম      বিষয়ঃ বাংলা

পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট

১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ (যে-কোনো ৪টি) ১*৪=৪

১.১) ‘ছড়ানো রয়েছে কাছে দূরে’- কী ছড়ানো রয়েছে?- ক) ধ্বস খ) আমাদের শিশুদের শব গ) হিমানীর বাঁধ ঘ) গিরিখাদ

১.২) ‘আমরা ভিখারি…।’- ক) চাএওমাস খ) আটমাস গ) দশমাস ঘ) বারোমাস

১.৩) তপন ছাদে উঠে গিয়ে যা করে, তা হল- ক) হাসতে থাকে খ) উদাস হয়ে থাকে গ) আকাশ দেখে ঘ) শার্টের তলাটা তুলে চোখ মোছে

১.৪) আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল- ক) রিজার্ভার পেন খ) ঝরনা কলম গ) কুইল ঘ) বলপেন

১.৫) সে কী খেলাই না খেলল- এখানে ‘খেলা’ হল- ক) সমধাতুজ কর্তা খ) সমধাতুজ কর্ম গ) সমধাতুজ করণ ঘ) করণে বীপ্সা

১.৬) আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল- ক) প্রাচী ধরিত্রী খ) কৃপণ আলো গ) বাষ্পাকুল অরণ্য ঘ) রুদ্র সমুদ্রের বাহু

 

২) অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে-কোনো ৬টি) ১*৬=৬

২.১) “যেন নেশায় পেয়েছে”- কীসের নেশার কথা বলা হয়েছে?

২.২) “হায় ছায়াবৃতা”- আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন?

২.৩) “কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়”- ঘটনাটি কী?

২.৪) “ছরানো রয়েছে কাছে দূরে”- কী ছড়ানো রয়েছে?

২.৫) অনুসর্গ ও বিভক্তির মধ্যে একটি পার্থক্য লেখো।

২.৬) প্রযোজক কর্তা কাকে বলে?

২.৭) ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়?

২.৮) তির্যক বিভক্তি বলতে কী বোঝো?

 

৩) অনধিক ৬০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে-কোনো ২টি) ৩*২=৬

৩.১) “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে”- কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে?

৩.২) “এসো যুগান্তের কবি”- যুগান্তের কবিকে কেন আহ্বান করা হয়েছে?

৩.৩) “আমাদের পথ নেই কোনো”- পথ না থাকার কারণ কী?

 

৪) অনধিক ১৫০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাওঃ ৫*২=১০

৪.১) জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। ৫

অথবা, “তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের”- কীসের চেয়ে দুঃখের ও অপমানের কিছু নেই? এর থেকে তপনের চরিত্র বৈশিষ্ট্যের কি পরিচয় পাওয়া যায়? ২+৩

৪.২) “চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে”- কাকে এ কথা বলা হয়েছে? কীভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো? ২+৩

অথবা, “তারপর যুদ্ধ এলো”- ‘তারপর’ বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? যুদ্ধের পরিণতি কী হয়েছিল? ২+৩

 

৫) অনধিক ১৫০টি শব্দে উত্তর দাওঃ (যে-কোনো ১টি) ৫*১=৫

৫.১) “আমরা কালি তৈরি করতাম নিজেরাই”- লেখক কীভাবে কালি তৈরি করতেন? ৫

৫.২) “আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা”- লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতাটি লেখো। ৫

৫.৩) “জন্ম নিল ফাউন্টেন পেন”- কার হাতে জন্ম নিল? বাংলায় কে এই পেনের কী নামকরণ করেছিলেন? এর জন্মবৃত্তান্তটি সংক্ষেপে লেখো। ১+১+৩

 

৬) অনধিক ১৫০টি শব্দে উত্তর দাওঃ (যে-কোনো ১টি) ৫*১=৫

৬.১) বারুণী কী? বারুণীর দিনে গঙ্গার ঘাটে যে দৃশ্যটি ফুটে উঠেছে তা লেখো। ১+৪

৬.২) “আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না”- শরীরকে চাকর বানানো বলতে বক্তা কী বোঝাতে চেয়েছেন? বক্তার এরূপ উক্তির কারণ কী? ২+৩

৬.৩) জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল? এগুলির উত্তরে ক্ষিতীশের বক্তব্য কী ছিল? ৩+২

 

৭) চলিত গদ্যে বঙ্গানুবাদ করোঃ ৪

Home is the first school where the child learns his first lesson. He sees, hears and begins to learn at home. It is home that builds his character. In a good home honest and healthy men are made. Bad influence at home spoils a child.

VIEW PDF

PDF DOWNLOAD

দশম শ্রেণি প্রথম ইউনিষ্ট টেষ্ট বাংলা সাজেশন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

দশম শ্রেণি বাংলা নোটঃ 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?