সপ্তম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – Class Seven Second Unit Test Bengali Question
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – Class Seven Second Unit Test Bengali Question প্রদান করা হলো। শিক্ষার্থীরা তাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য এই সপ্তম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – Class Seven Second Unit Test Bengali Question অনুশীলন করলে তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
সপ্তম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – Class Seven Second Unit Test Bengali Question:
দ্বিতীয় ইউনিট টেস্ট
শ্রেণিঃ সপ্তম বিষয়ঃ বাংলা
পূর্ণমান- ২৫ সময়ঃ ৪৫ মিনিট
ক) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১*৪=৪
১) উপনিষদে উক্ত ‘চরৈবেতি’ শব্দের অর্থ (যাত্রা থামাও / এগিয়ে যাও / দাঁড়িও না) ।
২) অসীমা যে বিষয়ের ছাত্রি ছিল- (কম্পিউটার / ইতিহাস / ভূগোল) ।
৩) চিরদিনের কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত- (ছাড়পত্র / ঘুম নেই / পূর্বাভাষ) ।
৪) হর্ম্ম্য শব্দের অর্থ- (মন্দির / সৌধ / অট্টালিকা) ।
খ) অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোনো ৩টি) ১*৩=৩
১) রবীন্দ্রনাথ ‘জনগণমন’র যে ইংরাজি নামকরণ করেন সেটি লেখো।
২) অ্যালয় কী?
৩) প্যারামোসিয়াম ছাড়া দুটি এককোষী জীবের নাম লেখো।
৪) ‘স্মৃতিচিহ্ন’ কবিতাটি কী জাতীয় রচনা?
৫) কিষাণপাড়া নীরব কেনো?
গ) সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোনো ৩টি) ২*৩=৬
১) ‘মেঘ-চোর’ গল্পে কাকে কেন ‘মেঘ-চোর’ বলা হয়েছে?
২) মানুষের কাছে নোটবই থাকাকে কি তুমি জরুরি বলে মনে করো?
৩) ‘ক্রমবিকাশের ইতিহাসে জানা যায়’- এ প্রসঙ্গে লেখক কোন তথ্যের অবতারণা করেছেন?
৪) ‘মানবহৃদয় ভূমি করি অধিকার’- কারা, কীভাবে মানবহৃদয় ভূমি অধিকার করে?
৫) ‘এই ছিল তখনকার কোনো স্বদেশি মিটিং-এর রীতি’- কোন রীতির কথা এখানে বলা হয়েছে?
ঘ) অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ ১*৩=৩
১) সং কেনো সপ্তাহে তিনবার পোষ্টাপিসে যেত?
২) হোটেলওয়ালার জন্মদিনের উৎসব কোথায় হয়েছিল?
৩) ‘স্বর্গের সুরুয়া’ কেমনভাবে রান্না করা হতো?
ঙ) নির্দেশ অনুসারে উত্তর দাওঃ ২*২=৪
১) শব্দদ্বৈত কাকে বলে? উদাহরণ দাও।
২) ধ্বন্যাত্মক শব্দ কাকে বলে? উদাহরণ দাও।
চ) প্রবন্ধ রচনা করোঃ ৫*১=৫
১) পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা
২) দেশ ভ্রমণ
সপ্তম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
সকল ক্লাসের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্ন ও সাজেশন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
সপ্তম শ্রেণি বাংলা নোট সম্পর্কিত লিঙ্কগুলি নিম্নরূপঃ
- ছন্দে শুধু কান রাখো
- পাগলা গণেশ
- বঙ্গভূমির প্রতি
- একুশের কবিতা
- আত্মকথা
- আঁকা, লেখা
- খোকনের প্রথম ছবি
- কুতুব মিনারের কথা
- কার দৌড় কদ্দুর
- নোট বই
- মেঘ চোর
- দুটি গানের জন্মকথা
- কাজী নজরুলের গান
- স্মৃতিচিহ্ন
- চিরদিনের
- ভানুসিংহের পত্রাবলি
- ভারতীর্থ
- স্বাধীনতা সংগ্রামে নারী
- রাস্তায় ক্রিকেট খেলা
- দিন ফুরোলে
- জাদুকাহিনি
- গাধার কান
- পটলবাবু ফিল্মস্টার
- চিন্তাশীল
- দেবতাত্মা হিমালয়
- মাকু
- বাংলা ব্যাকরণ
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ