দশম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – Class Ten Second Unit Test Bengali Question
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দশম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – Class Ten Second Unit Test Bengali Question প্রদান করা হলো। শিক্ষার্থীরা তাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য এই দশম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – Class Ten Second Unit Test Bengali Question অনুশীলন করলে তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
দশম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন – Class Ten Second Unit Test Bengali Question:
দ্বিতীয় ইউনিট টেস্ট
শ্রেণিঃ দশম বিষয়ঃ বাংলা
পূর্ণমান- ৪০ সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১*৭=৭
১.১) হরিদার বাড়ি ছিল- ক) বাজারের পাশে খ) রাস্তার পাশে গ) সরুগলির ভেতরে ঘ) বড়ো রাস্তার ধারে
১.২) ‘ইত্যবসরে এই ব্যাপার’- ব্যাপারটি হল- ক) লাঞ্ছনা খ) চুরি গ) অপমান ঘ) কোনোটিই নয়
১.৩) ‘ভেঙে আবার গড়তে জানে’- ক) মহাকাল খ) ভয়ংকর গ) চিরসুন্দর ঘ) প্রলঙ্কর
১.৪) গিরীশ মহাপাত্রের বয়স হল- ক) ৫০-৫২ খ) ২০-২৫ গ) ৩০-৩২ ঘ) ৪০-৪৫ বছর।
১.৫) বাইজি সেজে হরিদার রোজগার হয়েছিল- ক) আট টাকা আট আনা খ) দশ টাকা দশ আনা গ) আট টাকা দশ আনা ঘ) দশ টাকা চার আনা
১.৬) কোন সমাসের ব্যাসবাক্য হয় না?- ক) নিত্যসমাস খ) অব্যয়ীভাব সমাস গ) দ্বিগু সমাস ঘ) দ্বন্দ্ব সমাস
১.৭) ‘সমাস’ শব্দটির সাধারণ অর্থ- ক) সংক্ষেপ খ) সম্মন্ধ গ) মিলন ঘ) প্রকাশ করা
২) কমবেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাওঃ ১*৮=৮
২.১) ‘তা ছাড়া এতো বড়ো বন্ধু’- ‘বন্ধু’ বলতে কার কথা বলা হয়েছে?
২.২) ‘কী অদ্ভুত কথা বললেন হরিদা!’- ‘অদ্ভুত কথা’টি কী?
২.৩) ‘প্রলয়োল্লাস’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
২.৪) ‘বধূরা প্রদীপ তুলে ধর’- বধূরা কার উদ্দেশ্যে প্রদীপ তুলে ধরবে?
২.৫) অলোপ সমাস কাকে বলে?
২.৬) সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো।
২.৭) একশেষ দ্বন্দ্ব সমাস কাকে বলে?
৩) প্রসঙ্গ নির্দেশ করে কমবেশি ৬০টি শব্দে উত্তর দাওঃ ৩*২=৬
৩.১) ‘আপনি কি ভগবানের চেয়েও বড়ো?’- কে কাকে একথা বলেছেন? তাঁকে এ কথা বলা হয়েছে কেন? ১+২
অথবা, ‘বুড়োমানুষের কথাটা শুনো’- বুড়োমানুষটি কে? তিনি কাকে, কোন কথা শুনতে বলেছেন? ১+২
৩.২) ”ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়’- ঝামর কী? উক্তিটির অর্থ লেখো। ১+২
অথবা, ‘কাঁপিলা লঙ্কা, কাঁপিলা জলধি’- ‘লঙ্কা’ ও ‘জলধি’ কেঁপে ওঠার কারণ কী? ৩
৪) কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৪.১) ‘হরিদার জীবনে সত্যই একটা নাটকীয় বৈচিত্র্য আছে’- হরিদার কর্মকান্দের মাধ্যমে যেভাবে নাটকীয় বৈচিত্য ধরা পড়েছে তা আলোচনা করো। ৫
৪.২) ‘হায়, বিধি বাম মম প্রতি’- কে, কাকে উদ্দেশ্য করেউক্তিটি করেছেন? বক্তার এরকম আক্ষেপের কারণ কী? ১+৪
৫) কমবেশি ১২৫টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৪*১=৪
৫.১) ‘বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা’- কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগ নেমে এসেছিল? ৪
৫.২) ‘এইবার হয়ত শেষ যুদ্ধ’- কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে ‘শেষ যুদ্ধ’ বলেছেন কেন? ১+৩
৬) কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৬.১) ‘তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে’- কে, কাকে বলেছে? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। ২+৩
৬.২) ‘অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল’- কে কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। ৫
৭) কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৭.১) তোমার এলাকার ‘বৃক্ষরোপণ’ অনুষ্ঠান নিয়ে একটি প্রতিবেদন রচনা করো।
৭.২) প্লাস্টিক দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য আয়োজিত এক অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন রচনা করো।
দশম শ্রেণি দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
সকল ক্লাসের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্ন ও সাজেশন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
দশম শ্রেণি বাংলা নোটঃ
- জ্ঞানচক্ষু
- অসুখী একজন
- আয় আরো বেঁধে বেঁধে থাকি
- আফ্রিকা
- হারিয়ে যাওয়া কালি কলম
- বহুরুপী
- সিরাজদ্দৌলা
- অভিষেক
- পথের দাবী
- প্রলয়োল্লাস
- সিন্ধুতীরে
- অদল বদল
- অস্ত্রের বিরুদ্ধে গান
- বাংলা ভাষায় বিজ্ঞান
- নদীর বিদ্রোহ
- কোনি
- বাংলা ব্যাকরণ
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ
Class 10 অংক
শিক্ষালয়ের শিক্ষাজগতে আপনাকে স্বাগত জানাই। শিক্ষালয় ওয়েবসাইটে বিজ্ঞান বিষয়ে সহায়তা প্রদান করা হয় না।