দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য পথের পাঁচালী প্রশ্নের উত্তর

দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য পথের পাঁচালী প্রশ্নের উত্তর

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা বিষয় থেকে ‘দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য পথের পাঁচালী প্রশ্নের উত্তর’ প্রদান করা হলো। এই ‘দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য পথের পাঁচালী প্রশ্নের উত্তর’ অনুশীলনের মধ্য দিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা তাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য বাংলা পথের পাঁচালী উপন্যাসের প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আশাকরি এই ‘দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য পথের পাঁচালী প্রশ্নের উত্তর’ শিক্ষার্থীদের জন্য সহায়ক হয়ে উঠবে। 
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য পথের পাঁচালী প্রশ্নের উত্তরঃ 

১) অপু কার সঙ্গে প্রথম গ্রামের বাইরে পা দিয়েছিল ?
উঃ অপু পিতা হরিহরের সঙ্গে প্রথম গ্রামের বাইরে পা দিয়েছিল।
২) হরিহর কোন্ শিষ্যর বাড়ি গিয়েছিলেন ?
উঃ হরিহর লক্ষ্মণ মহাজনের বাড়িতে গিয়েছিলেন। 
৩) লক্ষণ মহাজনের বাড়িতে বেড়াতে গিয়ে অপুকে কে মোহনভোগ তৈরি করে খেতে দিয়েছিল ?
উঃ লক্ষণ মহাজন এর ছোট ভাইয়ের স্ত্রী।
৪) অমলার মা অপুকে নিজের হাতে তৈরি কী খেতে দিয়েছিলেন ?
উঃ অমলার মা নিজের হাতে তৈরি চন্দ্রপুলি অপুকে খেতে দিয়েছিলেন।
৫) কে কেন অপুর পায়ের আঙুলে পাথরকুচি পাতা বেটে বেঁধে দিয়েছিল ?
উঃ চেরা বাঁশে অপুর পা কেটে গিয়েছিল বলে অমলা ‘অপুর পায়ে পাথরকুচি পাতা বেটে বেঁধে দিয়েছিল।
৬) অপু ও দুর্গার মধ্যে কী নিয়ে ঝগড়া হয়ে মুখ দেখাদেখি বন্ধ হয়েছিল ?
উঃ দেশি কুমড়ার শুকনো খোলার নৌকা নিয়ে।
৭) বাড়ি এসে অপু কতদিন ধরে নিজের অদ্ভুত ভ্রমণকাহিনি বলেছিল ? 
উঃ বাড়ি ফিরে পনেরো দিন ধরে অপু তার অদ্ভুত ভ্রমণকাহিনি বলেছিল। 
৮) ‘পটাং করিয়া ছিড়িয়া যাইবার শব্দ হইল।’- পটাং করে কে, কী ছিঁড়ে ছিল ?
উঃ অপুর তৈরি করা নকল টেলিগ্রাফের তার দরজায় ঢুকতে গিয়ে নিজের মায়ের কাছে অসাবধানতাবশত ছিঁড়ে গিয়েছিল।
৯) সর্বজয়ার বলা অপুর ‘উদঘুটি কাণ্ড’ কী ছিল ?
উঃ বনবাদাড়ের গুলঞ্চলতা নিয়ে এসে বাড়ির মাঝখানে চলার পথে অপুর ‘টেলিগিরাপের’ তার টাঙানো ছিল। সর্বজয়ার কাছে সেটি ‘উদঘুট্টি কাণ্ড’। 
১০) মায়ের উপর অভিমান করে অপু কোথায় গিয়ে বসেছিল ?
উঃ মায়ের উপর অভিমান করে অপু রায়দের বাগানে পড়ন্ত আম গাছের গুঁড়ির উপর বসেছিল।
১১) অপু ও তার দিদি দোকান দোকান খেলায় দোকান ঘরে কি কি জিনিসপত্র রেখেছিল ?
উঃ নোনা পাতার পান, মেটে আলু, ফলের আলু, রাধা লতা ফুলের মাছ, তেলাকুচার পটল, চিচ্চিড়ের বরবটি, মাটির ঢেলার সৈন্ধব লবণ প্রভৃতি। 
১২) সতু অপুর চোখে কী ছুঁড়ে মেরেছিল ?
উঃ সতু মাকাল ফল নিয়ে পালানোর সময় অপু তাকে তাড়া করলে সে তার চোখে বালি ছুঁড়ে মেরেছিল। 
১৩) ‘পুত্র গর্ভে হরিহরের বুক ভরে যায়।’- কেন ?
উঃ হরিহার মাঝে মাঝে অপুকে গাঙ্গুলী বাড়ির চন্ডীমন্ডপে বৃদ্ধদের মজলিসে নিয়ে গিয়ে রামায়ণ কী পাঁচালী পড়ে শোনাতে বলেন। বৃদ্ধেরা তাতে খুব তারিফ করেন। সেই তারিখ শুনেই হরিহরের বুক পুত্রগর্বে ভরে যায়।
১৪) “তুমি বড়ো ভালো ছেলে”- কথাটি কে বলেছিল ?
উঃ অপুর কল্পিত রাঙা শাড়ি পরা, দেবী দুর্গার মতো হার ও বালা পরা বিশালাক্ষী দেবী এই কথাটি বলেছিলেন।
১৫) ‘ওলা ওঠার মড়ক’ এর হাত থেকে বাঁচতে বিশালক্ষী দেবী কী করতে বলেছিলেন ?
উঃ চতুর্দশীর রাত্রে পঞ্চানন্দতলায় ১০৮টা কুমড়ো বলি দিয়ে কালীপুজো করতে বলেছিলেন।
১৬) রাজীদের বাড়িতে পোস্তদানাকে যষ্টিমধু বলে অপুকে খাওয়ানো হয়েছিল কেন ?
উঃ অপু পোস্ত দানা চিনত না। রাজীদের বাড়ির ছাদে রোদে শুকোতে দেওয়া পোস্ত দানার নাম জানতে চাইলে, রাজি থাকে যষ্টিমধু বলে খাওয়ায়।
১৭) ‘বাহ্ ! খেতে ঠিক মাংসের মতো, না দিদি ?’- কোন জিনিস খেতে ঠিক মাংসের মত মনে হয়েছিল ?
উঃ মায়ের হাতে রান্না পাতালকোঁড়ের তরকারিটা খেতে অপুর কাছে ঠিক মাংসের মত মনে হয়েছিল। 

অষ্টম শ্রেণি বাংলা অধ্যায়ভিত্তিক নোটের লিঙ্কগুলি নিম্নে প্রদান করা হলোঃ 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO

You cannot copy content of this page

Need Help?