দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য পথের পাঁচালী প্রশ্নের উত্তর
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা বিষয় থেকে ‘দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য পথের পাঁচালী প্রশ্নের উত্তর’ প্রদান করা হলো। এই ‘দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য পথের পাঁচালী প্রশ্নের উত্তর’ অনুশীলনের মধ্য দিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা তাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য বাংলা পথের পাঁচালী উপন্যাসের প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আশাকরি এই ‘দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য পথের পাঁচালী প্রশ্নের উত্তর’ শিক্ষার্থীদের জন্য সহায়ক হয়ে উঠবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য পথের পাঁচালী প্রশ্নের উত্তরঃ
১) অপু কার সঙ্গে প্রথম গ্রামের বাইরে পা দিয়েছিল ?
উঃ অপু পিতা হরিহরের সঙ্গে প্রথম গ্রামের বাইরে পা দিয়েছিল।
২) হরিহর কোন্ শিষ্যর বাড়ি গিয়েছিলেন ?
উঃ হরিহর লক্ষ্মণ মহাজনের বাড়িতে গিয়েছিলেন।
৩) লক্ষণ মহাজনের বাড়িতে বেড়াতে গিয়ে অপুকে কে মোহনভোগ তৈরি করে খেতে দিয়েছিল ?
উঃ লক্ষণ মহাজন এর ছোট ভাইয়ের স্ত্রী।
৪) অমলার মা অপুকে নিজের হাতে তৈরি কী খেতে দিয়েছিলেন ?
উঃ অমলার মা নিজের হাতে তৈরি চন্দ্রপুলি অপুকে খেতে দিয়েছিলেন।
উঃ সতু মাকাল ফল নিয়ে পালানোর সময় অপু তাকে তাড়া করলে সে তার চোখে বালি ছুঁড়ে মেরেছিল।
১৩) ‘পুত্র গর্ভে হরিহরের বুক ভরে যায়।’- কেন ?
উঃ হরিহার মাঝে মাঝে অপুকে গাঙ্গুলী বাড়ির চন্ডীমন্ডপে বৃদ্ধদের মজলিসে নিয়ে গিয়ে রামায়ণ কী পাঁচালী পড়ে শোনাতে বলেন। বৃদ্ধেরা তাতে খুব তারিফ করেন। সেই তারিখ শুনেই হরিহরের বুক পুত্রগর্বে ভরে যায়।
১৪) “তুমি বড়ো ভালো ছেলে”- কথাটি কে বলেছিল ?
উঃ অপুর কল্পিত রাঙা শাড়ি পরা, দেবী দুর্গার মতো হার ও বালা পরা বিশালাক্ষী দেবী এই কথাটি বলেছিলেন।
১৫) ‘ওলা ওঠার মড়ক’ এর হাত থেকে বাঁচতে বিশালক্ষী দেবী কী করতে বলেছিলেন ?
উঃ চতুর্দশীর রাত্রে পঞ্চানন্দতলায় ১০৮টা কুমড়ো বলি দিয়ে কালীপুজো করতে বলেছিলেন।
১৬) রাজীদের বাড়িতে পোস্তদানাকে যষ্টিমধু বলে অপুকে খাওয়ানো হয়েছিল কেন ?
উঃ অপু পোস্ত দানা চিনত না। রাজীদের বাড়ির ছাদে রোদে শুকোতে দেওয়া পোস্ত দানার নাম জানতে চাইলে, রাজি থাকে যষ্টিমধু বলে খাওয়ায়।
১৭) ‘বাহ্ ! খেতে ঠিক মাংসের মতো, না দিদি ?’- কোন জিনিস খেতে ঠিক মাংসের মত মনে হয়েছিল ?
উঃ মায়ের হাতে রান্না পাতালকোঁড়ের তরকারিটা খেতে অপুর কাছে ঠিক মাংসের মত মনে হয়েছিল।