চারণ কবি – ভারভারা রাও কবিতার MCQ প্রশ্নের উত্তর (Part 2)
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ভারতীয় কবিতা বিভাগ থেকে চারণ কবি – ভারভারা রাও কবিতার MCQ প্রশ্নের উত্তর (Part 2) প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই চারণ কবি – ভারভারা রাও কবিতার MCQ প্রশ্নের উত্তর (Part 2) সমাধানের মধ্য দিয়ে তাদের একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
চারণ কবি – ভারভারা রাও কবিতার MCQ প্রশ্নের উত্তর (Part 2):
৩১) ‘চারণকবি’ কবিতাটির মুল কবিতাটি হল- কবি
৩২) ‘চারণকবি’ যে কাব্যগ্রন্থের অন্তর্গত- ভবিষ্যথু চিত্রপটম
৩৩) শঙ্খ ঘোষ অনুদিত ‘চারণকবি’ যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল- সেতুবন্ধন
৩৪) ভারভারা রাও-এর প্রথম কবিতাসংকলনটি হল- চালি নেগাল্লু
৩৫) ভারাভারা রাও-এর কারাবাসের ডায়রির নাম- ক্যাপতিভ ইমাজিনেশন
৩৬) ‘চারণকবি’ কবিতাটির স্তবক সংখ্যা- ৩টি
৩৭) ‘চারণকবি’ কবিতাটির পঙক্তি সংখ্যা- ২৪টি
৩৮) ‘যখন সব লোপাট’- যা লোপাট হয়েছে- নিয়মকানুন
৩৯) মেঘের দল যা করছে- ফাঁস লাগাচ্ছে গলায়
৪০) চুঁইয়ে পড়ছে কোনো- রক্ত
৪১) যেভাবে বিদ্যুৎ বাজ হয়ে উঠেছে- ঘূর্ণিপাকে
৪২) ঝিরঝিরে বৃষ্টি পরিণত হয়েছে- প্রলয়ঝড়ে
৪৩) কবির কোনো লিপিকার স্বর বেরিয়ে আসছে যা বুকে নিয়ে- মায়ের বেদনাশ্রু
৪৪) জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে- কবির কোনো লিপিকার স্বর
৪৫) ‘কবির কোনো লিপিকার স্বর’ কথার অর্থ- প্রতিবাদী স্বর ও সত্তা
৪৬) যখন কাঁপন লাগে- জিভে
৪৭) জিভে কাঁপন লাগলে- বাতাসকে মুক্ত করে দেয় সুর
৪৮) সুর মুক্ত করে দেয়- বাতাসকে
৪৯) যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে- গান
৫০) শস্ত্র হল- হাতে নিয়ে প্রহার করা হয় এমন অস্ত্রবিশেষ
৫১) তখন ভয় পায় ওরা- কবিকে
৫২) কবিকে ভয় পেয়ে ওরা যা করে- কবিকে কয়েদ করে
৫৩) যেখানে আরো শক্ত করে জড়িয়ে দেওয়া হয় ফাঁস- গর্দানে
৫৪) কবির গর্দানে শক্ত করে জড়িয়ে দেওয়া হয় ফাঁস- তার প্রতিবাদী কন্ঠকে রোধ করার জন্য
৫৫) কবি তাঁর সুর নিয়ে যেখানে শ্বাস ফেলেন- জনতার মাঝখানে
৫৬) ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে- ভারসাম্য রাখার জন্য
৫৭) ফাঁসির মঞ্চ ঝুলিয়ে দিচ্ছে- তুচ্ছ ফাঁসুড়েকে
৫৮) ফাঁসুড়ের জন্য ব্যবহৃত হয়েছে যে বিশেষণ- তুচ্ছ
৫৯) ফাঁসুড়ে বলতে প্রকৃতপক্ষে বোঝানো হয়েছে- শাসকদলকে
৬০) ‘চারণকবি’ কবিতাটি প্রকাশিত হয়েছিল ‘সেতুবন্ধন’ পত্রিকার যত সংখ্যায়- ১৫
চারণ কবি – ভারভারা রাও কবিতার MCQ প্রশ্নের উত্তর (Part 1) দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
চারণ কবি- ভারভারা রাও কবিতার প্রস্তুতি যাচাই করতে নিম্নের MCQ TEST -টি প্রদান করো
চারণ কবি- ভারভারা রাও MCQ TEST 1
নিম্নের প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র শিক্ষালয় ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের জন্যঃ
চারণ কবি – ভারভারা রাও (অনুবাদ- শঙ্খ ঘোষ) MCQ সেট ১
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
চারণ কবি – ভারভারা রাও (অনুবাদ- শঙ্খ ঘোষ) MCQ সেট ২
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
…… এখানে আরো প্রশ্নের উত্তর প্রদান করা হবে। সব নোট দেখতে শিক্ষালয় ওয়েবসাইট সাবস্ক্রিপশন করতে হবে। আর সব আপডেট পেতে নিয়মিত শিক্ষালয় ওয়েবসাইট ভিজিট করতে হবে।
চারণ কবি – ভারভারা রাও (অনুবাদ- শঙ্খ ঘোষ) থেকে আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি বাংলা পড়া ও নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ