উচ্চমাধ্যমিক বাংলা ২০২৫ গুরুত্বপূর্ণ ছোটপ্রশ্নের উত্তর

উচ্চমাধ্যমিক বাংলা ২০২৫ গুরুত্বপূর্ণ ছোটপ্রশ্নের উত্তর

শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে চলা শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের জন্য উচ্চমাধ্যমিক বাংলা ২০২৫ গুরুত্বপূর্ণ ছোটপ্রশ্নের উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই উচ্চমাধ্যমিক বাংলা ২০২৫ গুরুত্বপূর্ণ ছোটপ্রশ্নের উত্তর অনুশীলনের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক ২০২৫ সালের বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।

উচ্চমাধ্যমিক বাংলা ২০২৫ গুরুত্বপূর্ণ ছোটপ্রশ্নের উত্তরঃ 

১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ 

(i) “মৃত্যুঞ্জয়’-এর রকম দেখেই নিখিল অনুমান করতে পারলো অনুমান করল- বড়ো একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে

(ii) বুড়ো কর্তার জন্য শরবত বানানো হত- দই-ইসবগুল দিয়ে

(iii) বড়ো বাড়িতে নিরামিষ ডাল-তরকারির সঙ্গে খায়- ঝিঙেশাল চালের ভাত

(iv) “উঁকি মেরে সব দেখেশুনে বললেন- অসম্ভব।” – কে উঁকি মেরেছিলেন?- ভট্‌চাজমশাই

(v) “দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকল।” কারণ- হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধার উপক্রম হয়েছে

(vi) রক্তের অক্ষরে কবি কী দেখেছিলেন?- আপনার রূপ

(vii) “অবসন্ন মানুষের শরীরে দেখি”- ধুলোর কলঙ্ক

(viii) সবুজের অনটন ঘটে- শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায় বলে

(ix) “সূর্যের আলোয় তার রং কুঙ্কুমের মতো নেই আর”- তার রং কীসের মতো হয়ে গেছে?- রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো

(x) “The night is calling me-me-me” – সংলাপটি কার লেখা?- বার্নাড শ

(xi) ‘Life’s but walking shadow’ – এই সংলাপটি যে নাটকের সেটি হল- ম্যাকবেথ

(xii) হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়- চাল চাই, কাপড় চাই

(xiii) রজনীকান্তের মতে, মৃত্যুভয় জয় করতে পারে সে-ই, যে- শিল্পকে ভালোবাসে

(xiv) ‘তার নীচ দিয়েই তো একটা রাস্তা আছে’। রাস্তার নাম- মনি সমাদ্দার লেন

(xv) ‘আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ’- বক্তা হলেন- রজনীকান্ত চট্টোপাধ্যায়

(xvi) সাত বছরের যুদ্ধ জিতেছিল- দ্বিতীয় ফ্রেডারিক

(xvii) সাকা হলেই যা অনিবার্য ছিল- অরন্ধন

(xviii) প্রথম ‘কয়্যার’ সঙ্গীতের প্রবর্তক হলেন- সলিল চৌধুরী

(xix) ‘ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট’- কে প্রতিষ্ঠা করেন?- অবনীন্দ্রনাথ ঠাকুর

(xx) ‘কলকাতার বিশ্বকর্মা’ বলে কে পরিচিত ছিলেন?- বিপিনবিহারী দাস

(xxi) পদ গঠনের যে প্রক্রিয়ায় একাধিক পদ একত্রিত হয়ে একটি পদে পরিণত হয়, সেই প্রক্রিয়ার নাম- সমাস

(xxii) ‘গাং’ শব্দের পূর্ব অর্থ ছিল ‘গঙ্গা নদী’, বর্তমানে গাং’ শব্দের অর্থ ‘যে কোনো নদী’-এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা- শব্দার্থের প্রসার

 

২) অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাওঃ 

(i) “মনটাও খারাপ হয়ে যায়”- কার, কেন মন খারাপ হয়ে যায়?

উঃ অফিস যাওয়ার পথে অনাহারে মৃত ব্যক্তিকে দেখে মৃত্যুঞ্জয় অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তার এই অবসাদ একসময়ে তার দুচোখে ও ফুটে ওঠে। সাধারণভাবে নিখিল যথেষ্ট বাস্তববাদী হওয়া সত্ত্বেও মৃত্যুঞ্জযয়ের সংবেদনশীলতা তাকে স্পর্শ করে এবং মৃত্যুঞ্জয়কে কাঁদতে দেখে তারও মন খারাপ হয়ে যায়। 

 

(ii) “খুবই অদ্ভুত কথা।” – ‘অদ্ভুত কথা’টি কী?

উঃ কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবী রচিত ‘ভাত’ গল্পে বড় বাড়ির মেয়ে বড় পিসির বিয়ে না হওয়ার ঘটনাটিকেই ‘অদ্ভুত কথা’ বলা হয়েছে।

 

(iii) “নামুক মহুয়ার গন্ধ”, – কবির এই প্রার্থনা কেন?

উঃ নাগরিক কবি সমর সেন নগর জীবনের যান্ত্রিকতায় ক্লান্ত ও অবসন্ন। আর তাই কবির প্রার্থনা, নিবিড় প্রকৃতির সান্নিধ্যে ও মহুয়া ফুলের সুবাসে দেহ মন সুরভিত করে তাঁর ক্লান্তি দূর করতে চান। 

 

(iv) “বহুদিন জঙ্গলে কাটেনি দিন”- বহুদিন জঙ্গলে দিন না কাটার কারণ কী?

উঃ শহুরে জীবনে অভ্যস্ত কবি শক্তি চট্টোপাধ্যায় বহুদিন শহরেই আছেন। যার কারণে সবুজের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করলেও জঙ্গলে দিন কাটেনি তাঁর। 

 

(v) “চমক লাগিয়ে দেবার জন্য”- কে, কাকে চমক লাগিয়ে দিতে চায়?

উঃ আধুনিক কবি জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতার চিতা বাঘিনীর হাত থেকে সারা রাতের তাড়া খাওয়া সুন্দর বাদামি হরিণটি অন্যান্য হরিণীদের চমক লাগিয়ে দিতে চেয়েছিল। 

 

(vi) “ক্রন্দনরতা জননীর পাশে” কবিতাটি কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উঃ কবি মৃদুল দাশগুপ্তের ‘ধানক্ষেত থেকে’ নামক কাব্যগ্রন্থের অন্তর্গত ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতাটি।

 

(vii) “সত্যি কথা বলার দোষ”, – সত্যি কথাটি কী? পরিণতি কী হয়েছিল?

উঃ শম্ভু মিত্রের ‘বিভাব’ নাটকের বৌদি অর্থাৎ তৃপ্তি মিত্রের পরিকল্পনা মাফিক অভিনীত ‘লভ সিনে’ শম্ভু বৌদির মন রক্ষা করার জন্য হাসি পেয়েছে বললেও অমরের কিন্তু একদম হাসি পায়নি। আর এটাই হল সত্যি কথা।

এই অকপট সত্যিই কথার পরিণতি হল, বৌদি রেগে স্টেজ থেকে চলে গিয়েছিলেন। 

 

(viii) “তারা সব মিথ্যা কথা-বাজে কথা বলে।”- কারা, কী বাজে কথা বলে?

উঃ অভিনেতা রজনী চাটুজ্জের মতে- নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলা লোকেরা সব মিথ্যে এবং বাজে কথাই বলে।

 

(ix) “বল্লভভাই বলে গেছেন”- বল্লভভাই কে? তিনি কী বলে গেছেন?

উঃ ভারতের লৌহ মানব নামে খ্যাত বিশিষ্ট গান্ধীবাদী নেতা হলেন বল্লভভাই প্যাটেল। যিনি গুজরাটে ১৮৭৫ খ্রিস্টাব্দের ৩১ শে অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্রণী বীর এবং স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মৃত্যু হয় ১৯৫০ খ্রিস্টাব্দের ১৫ ই ডিসেম্বর। 

বল্লভভাই বলে গেছেন বাঙালিরা নাকি কাঁদুনে জাত।

 

(x) “কে যেন একবার বললে”- কে, কী বলেছিল?

উঃ মঞ্চে অভিনয় করার সময় রজনী চ্যাটার্জির মনে হল, কে যেন তার অভিনয়ের প্রশংসা করে বলছে – ‘দেখেছো, রজনী চাটুজ্জে ইজ রজনী চাটুজ্জে – মরা হাতে সোয়া লাখ।’ 

 

(xi) ‘রাজারা কী পাথর ঘাড়ে করে আনত?’- কবির এ প্রশ্ন কেন?

উঃ ব্রেখটের ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় এই প্রশ্নের মাধ্যমে বোঝানো হয়েছে যে, সাত দরজাওয়ালা থিবস নির্মাণ কাজে রাজাদের কোনো সক্রিয় ভূমিকা ছিল না।  

 

(xii) “হঠাৎ একটা প্রশ্ন জাগল ওর মনে”- কার মনে, কী প্রশ্ন জাগলো?

উঃ কর্তার সিং দুগ্গালের লেখা ‘অলৌকিক’ গল্পে মর্দানা কুয়োর দিকে এগোনোর সঙ্গে সঙ্গে দরবেশ বলী কান্ধারীর মনে প্রশ্নখানি জেগেছিল। 

প্রশ্নটি হল এই জনমানবহীন প্রান্তরে লোকটিই বা কে এবং সে কোথা থেকে আসছে। 

 

(xiii) ধ্বনিমূল কয় প্রকার ও কী কী? 

উঃ ধ্বনিমূল দুই প্রকার। যথা- বিভাজ্য ধ্বনিমূল ও অবিভাজ্য ধ্বনিমূল। 

 

(xiv) পদবর্গ কী?

উঃ একটি বাক্যকে অব্যবহিত উপাদানের সর্বশেষ পর্যায়ে ভাঙলে পদ পাওয়া যায়। এই পদের যে ব্যাকরণগত পরিচয় রয়েছে, তাকে বলে পদবর্গ।  

 

(xv) বাক্যের প্রধান অংশ কয়টি ও কী কী?

উঃ বাক্যের প্রধান অংশ দুটি। যথা: উদ্দেশ্য ও বিধেয়।  

 

দ্বাদশ শ্রেণি অধ্যায়ভিত্তিক বাংলা নোট দেখতে নিম্নের লিঙ্কগুলি অনুসরণ করোঃ 

শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ

শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ 

paid courses

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

আমরা শনাক্ত করেছি যে আপনি বিজ্ঞাপন ব্লক করতে এক্সটেনশন ব্যবহার করছেন। এই বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করে আমাদের সমর্থন করুন।

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock

You cannot copy content of this page

Need Help?