বিশেষ্য পদ ও তার শ্রেণি বিভাগ ।। নবম শ্রেণি বাংলা ব্যাকরণ
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বিশেষ্য পদ ও তার শ্রেণি বিভাগ ।। নবম শ্রেণি বাংলা ব্যাকরণ’ প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা এই ‘বিশেষ্য পদ ও তার শ্রেণি বিভাগ ।। নবম শ্রেণি বাংলা ব্যাকরণ’ আলোচনার মধ্য দিয়ে তাদের বাংলা ব্যাকরণের ‘শব্দ ও পদ’ অধ্যায়টি সম্পর্কে বিষদ তথ্য লাভ করবে। ‘বিশেষ্য পদ ও তার শ্রেণি বিভাগ ।। নবম শ্রেণি বাংলা ব্যাকরণ’ আলোচনাটি নবম শ্রেণির বাংলা বিষয়ে শিক্ষার্থীদের সহায়ক হয়ে উঠবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
বিশেষ্য পদ ও তার শ্রেণি বিভাগ ।। নবম শ্রেণি বাংলা ব্যাকরণঃ
বিশেষ্য পদঃ
যে পদের সাহায্যে কোন বস্তু, স্থান, গুণ, অবস্থা, সংজ্ঞা, সমষ্টি প্রভৃতি বোঝানো হয় তাকে বিশেষ্য পদ বলে।
বিশেষ্য পদের শ্রেণি বিভাগঃ
বাংলা ব্যাকরণে বিশেষ্য পদ পাঁচ ধরণের হয়। সেগুলি সম্পর্কে নিম্নে বিষদ আলোচনা করা হলো-
১) সংজ্ঞাবাচক বিশেষ্যঃ
যে বিশেষ্য পদ ব্যক্তি, বস্তু, স্থান, নদনদী, গ্রন্থ, পত্রপত্রিকা, স্থাপত্য ইত্যাদি কোনো কিছুর নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে।
যেমন-
১) ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র।
২) ভারতের রাজধানি নতুন দিল্লি।
৩) মুম্বাই ভারতের বাণিজ্যিক রাজধানি।
৪) আগ্রায় রয়েছে তাজমহল।
৫) শাজাহান তাজমহল নির্মাণ করেছিলেন।
২) শ্রেণিবাচক বিশেষ্যঃ
যে বিশেষ্য পদ জীব বা জড় জগতের কোনো শ্রেণি বা জাতি বা প্রজাতিকে নির্দেশ করে তাকে শ্রেণিবাচক বিশেষ্য বলে। যেমন-
১) ভারত একটি দেশ।
২) তিনি একজন সাহিত্যিক।
৩) রাজু খুব ভালো ছাত্র।
৪) তার বাবা একজন ডাক্তার।
৫) গালিলিও একজন বিজ্ঞানী ছিলেন।
৩) ভাববাচক বিশেষ্যঃ
যে বিশেষ্য পদের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা ভাব বা ধর্মকে বোঝায় তাকে ভাববাচক বিশেষ্য বলে।
যেমন-
১) মানুষ এখন মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে।
২) তবু তার দয়া হল না।
৩) তার বুদ্ধি একটু কম।
৪) সত্যি কথা বলার সাহস সবার থাকে না।
৫) সততার দাম ঠিক পাবে।
৪) ক্রিয়াবাচক বিশেষ্যঃ
যে বিশেষ্য পদ কোনো ক্রিয়ার নাম নির্দেশ করে তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। অন্যভাবে বললে, ক্রিয়াজাত বিশেষ্য পদকে বলে ক্রিয়াবাচক বিশেষ্য।
যেমন-
১) আমার খাওয়া হয়ে গেছে।
২) তোমার যাওয়া হবে না।
৩) ওদের পড়া হয়ে গেল।
৪) আজ ঘুমানো চলবে না।
৫) তোমার রান্না সবার পছন্দ।
৫) সমষ্টিবাচক বিশেষ্যঃ
যে বিশেষ্য পদ ব্যক্তি, বস্তু ইত্যাদির সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে।
যেমন-
১) বাক্য হল পদগুচ্ছের সংগঠন।
২) বাংলা শব্দসম্ভার বেশ সমৃদ্ধ।
৩) সৈন্যদল শরীরচর্চা করছে।
৪) বালকদল প্রবেশ করল।
৫) বালুকারাশি উত্তপ্ত হইয়াছিল।
একটি বাক্যে একাধিক বিশেষ্যের উদাহরণঃ
“বিশ্ববরেণ্য কবি রবিন্দ্রনাথ ঠাকুর তাঁর রচনাবলিতে দরদ দিয়ে দেশমাতৃকার বন্দনা করেছেন।”
উপরের বাক্যটিতে ‘রবীন্দ্রনাথ ঠাকুর’ সংজ্ঞাবাচক বিশেষ্য, ‘কবি’ শ্রেণিবাচক বিশেষ্য, ‘দরদ’ হল গুণ বা ভাববাচক বিশেষ্য, ‘বন্দনা’ হল ক্রিয়াবাচক বিশেষ্য এবং ‘রচনাবলি’ হল সমষ্টিবাচক বিশেষ্য।
……. বিশেষ্য পদ থেকে আরো প্রশ্নের উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে।
বাংলা বিষয়ে অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের MOCK TEST প্রদান করতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
দ্বিতীয় ইউনিট টেষ্টের বাংলা সাজেশন দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ