শিক্ষার লক্ষ্য MCQ ।। একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার
শিক্ষালয় ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রদান করা হলো শিক্ষার লক্ষ্য MCQ ।। একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার । একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই শিক্ষার লক্ষ্য MCQ ।। একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার প্রথম সেমিস্টার পেজে তাদের শিক্ষাবিজ্ঞান (Education) বিষয়ে সহায়তা লাভ করবে। শিক্ষার্থীরা নির্দিষ্ট অধ্যায়ের লিঙ্কে ক্লিক/টাচ করে সেই অধ্যায়ের MCQ প্রশ্নের উত্তরগুলি দেখতে পারবে।
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার আপডেট লাভ করতে মোবাইল স্ক্রিনের বা’দিকের নিম্নের অংশে থাকা বেল আইকনটিতে (🔔) টাচ করে শিক্ষালয় ওয়েবসাইটের নোটিফিকেশন অন করে রাখুন।
শিক্ষার লক্ষ্য MCQ ।। একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারঃ
১ ) ‘জীবনের লক্ষ্যই শিক্ষার লক্ষ্য’ কথাটি বলেছেন – ডিউই
২) ‘মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য’ একে বলা হয় – বৃত্তিমূলক লক্ষ্য
৩) বর্তমানে শিক্ষার লক্ষ্য হল – শিক্ষার্থীর সার্বিক বিকাশ
৪) ১৯৮৬ সালের শিক্ষানীতিতে যে বিষয়ের উপর অধিক গুরুত্ব আরপ করা হয় – মানবসম্পদের উন্নয়ন
৫) সংগতিবিধান হল শিক্ষার – লক্ষ্য
৬) প্রাচীন ভারতে শিক্ষার লক্ষ্য ছিল – মোক্ষলাভ
৭) ‘লক্ষ সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ’ কথাটি বলেছেন – জন ডিউই
৮) ‘প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে’ কথাটি বলেছেন – অ্যারিস্টটল
৯) ‘শিক্ষার প্রধান লক্ষ্য হল চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করা’ কথাটি বলেছেন – রবীন্দ্রনাথ ঠাকুর
১০) ‘চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ’ কথাটি বলেছেন – হার্বাট
১১) ‘মানুষকে দিব্যজীবনের জন্য প্রস্তুত করা ছিল শিক্ষার অন্যতম লক্ষ্য’ কথাটি বলেছেন – ঋষি অরবিন্দ
১২) ‘ডেমোক্র্যাসি অ্যান্ড এডুকেশন’ গ্রন্থের লেখক হলেন – জন ডিউই
১৩) ‘ভালোত্ব হল শিক্ষার লক্ষ্য’ কথাটি বলেছেন – প্লেটো
১৪) বিদ্যালয়ে শিক্ষাদান ও শৃঙ্খলাবিধানের লক্ষ্য হল – চরিত্রগঠন
১৫) প্রাকৃতিক নিয়মে ব্যক্তির বিকাশকে শিক্ষার লক্ষ্য রূপে গ্রহণ করতে চেয়েছেন – রুশো
১৬) শিক্ষার লক্ষ্য হওয়া উচিৎ – ব্যক্তি ও সমাজের উন্নতিসাধন
১৭) ‘Education aims at transforming a child of flesh into a child of God’ – কথাটি বলেছেন – থমাস শিল্ড
১৮) ‘বিশ্বে যা কিছু হবে, সবই মানুষকে কেন্দ্র করে গঠিত হবে, তাই শিক্ষার লক্ষ্য হওয়া উচিৎ ব্যক্তিকেন্দ্রিক’ কথাটি বলেছেন – সক্রেটিস
১৯) ‘সা বিদযা যা বিমুক্তয়ে’ কথাটির অর্থ – যা মানুষকে মুক্তিলাভে সহায়তা করে, তা-ই বিদ্যা
২০) শিক্ষার লক্ষ্য হল – বহুমুখী
২১) শিক্ষাক্ষেত্রে সাম্যের অধিকার শিক্ষার যে লক্ষ্যের অন্তর্ভুক্ত – গণতান্ত্রিক
২২) শিক্ষার প্রধান লক্ষ্য হবে – ব্যক্তি, সমাজ ও জাতীয় বিকাশ
২৩) মধ্যযুগে ভারতের শিক্ষার একটি জাতীয় লক্ষ্য ছিল – নৈতিক মান ও চরিত্রগঠনে গুরুত্ব দেওয়া
২৪) ‘স্বাভাবিক প্রবৃত্তির আত্মবিকাশই হল শিক্ষার লক্ষ্য’ কথাটি বলেছেন – রুশো
২৫) ‘শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তির বুদ্ধির গভীরে যে স্পিরিট আছে, তাকে উদবুদ্ধ করা’ কথাটি বলেছেন – রাধাকৃষ্ণন
২৬) ‘শিক্ষার লক্ষ্য হল ব্যক্তির অন্তর্নিহিত সত্তার বিকাশ ঘটানো’ কথাটি বলেছেন – বিবেকানন্দ
২৭) ‘চরিত্রগঠনই শিক্ষার চরম আদর্শ’ কথাটি বলেছেন – হার্বাট স্পেনসার
২৮) ব্যক্তিতান্ত্রিক চিন্তাবিদ হলেন – রুশো
২৯) ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার একটি ত্রুটি হল – আত্মকেন্দ্রিক করে তোলা
৩০) শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে বিশ্বাসী ছিলেন – গান্ধিজি
৩১) ব্যক্তিতান্ত্রিক শিক্ষার বৈশিষ্ট্য হল – বৌদ্ধিক বিকাশ
৩২) ‘ব্যক্তির উন্নতি ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয়’ কথাটি মনে করেন – প্রয়োগবাদীরা
৩৩) ‘মোক্ষ’ কথাটির অর্থ হল – মুক্তি
৩৪) শিক্ষার ব্যক্তিতান্ত্রিক উদ্দেশ্যের সঙ্গে যুক্ত – বিবেকানন্দ
৩৫) ডিউই-এর মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য হল – সামাজিক বিকাশ
৩৬) ‘সমাজ ব্যতীত ব্যক্তির অস্তিত্ব কল্পনাই করা যায় না – কথাটি বলেছেন – রেমন্ট
৩৭) বর্তমান ভারতের শিক্ষা হল – শিক্ষার্থীকেন্দ্রিক
৩৮) সামাজিক চুক্তি নীতির প্রবক্তা হলেন – হেগেল
৩৯) সমাজকে জীবদেহের সঙ্গে তুলনা করেছেন – স্পেনসার
৪০) শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের একটি অন্যতম বৈশিষ্ট্য হল – সামাজিক কল্যাণ
৪১) শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকীকরণের উপর গুরুত্ব দিয়েছেন – ডিউই
৪২) যে দার্শনিক মানুষকে সামাজিক প্রাণী হিসেবে উল্লেখ করেন – পেস্তালৎসি
৪৩) আধুনিক শিক্ষার একমাত্র লক্ষ্য হল – সমাজতান্ত্রিক লক্ষ্য
৪৪) শিক্ষার যে লক্ষ্যের অপর নাম কৃষ্টি – সাংস্কৃতিক
৪৫) শিক্ষার যে লক্ষ্যের অপর নাম মোক্ষ – ধর্মীয়
৪৬) ব্যক্তিকে যদি তার আপন সত্তার বাইরে গিয়ে পমাত্মা সম্পর্কে উপলব্দধি করতে হয়, তাহলে শিক্ষার লক্ষ্য হবে – আধ্যাত্মিক
৪৭) অর্থলাভের জন্য অপরিহার্য হল শিক্ষার – বৃত্তিমূলক লক্ষ্য
৪৮) জাতীয় বিকাশে সহায়ক শিক্ষার একটি লক্ষ্য হল – জাতীয় উৎপাদন বৃদ্ধি করা
৪৯) ‘For the people, of the people, by the people’ নীতিটি যে শব্দের সাথে যুক্ত – গণতন্ত্র
৫০) গণতন্ত্র ও শিক্ষা পরস্পরের প্রতি একটি – নির্ভরশীল ধারা
একাদশ শ্রেণি বাংলা প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইংরাজি প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ইতিহাস প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ শ্রেণি ভূগোল প্রথম সেমিস্টারের MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে
একাদশ ও দ্বাদশ শ্রেণির সব বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক নিম্নে প্রদান করা হলোঃ
- বাংলা ব্যাকরণের আলোচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- শিক্ষালয় ওয়েবসাইটে প্রদান করা প্রবন্ধ রচনাগুলি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক MCQ TEST প্রদান করতে এই লিঙ্কে ক্লিক করতে হবে
- শিক্ষালয় ইউটিউব চ্যানেলটি দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সাজেশন দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
শিক্ষালয় ওয়েবসাইটের সকল প্রকার নোট, সাজেশন, প্রশ্নপত্র ও মক টেষ্টের সুবিধা গ্রহণ করতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করে বিষদ তথ্য জেনে নাওঃ